SSC GD Exam Date 2026: এসএসসি জিডি পরীক্ষার তারিখ ঘোষণা! এডমিট কার্ড কবে পাবে? দেখে নাও

Anjan Mahata

Published on:

SSC GD Exam Date 2026 Admit Card

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্টাফ সিলেকশন কমিশনের SSC GD পরীক্ষার ফর্ম ফিলাপ করেছিলে এবং তোমরা অপেক্ষা করছিল যে পরীক্ষা কতদিন পর হবে? তোমাদের জন্য খুশির খবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ২০২৬ সালের SSC GD পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এবং এডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত সমস্ত তারিখ জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

এসএসসি জিডি পরীক্ষার তারিখ ঘোষণা (SSC GD Exam Date 2026)

স্টাফ সিলেকশন কমিশনের এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে ২০২৬ সালে ২৫,৪৮৭টি শূন্য পদে  BSF, CISF, CRPF, ITBP, SSB, SSF নিয়োগ করা হবে, ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা শুরুর তারিখ ও ঘোষণা করা হয়েছে।

স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালের ২৩ শে ফেব্রুয়ারি থেকে এসএসসি জিডি পরীক্ষার শুরু হবে, তবে সঠিক তারিখগুলি পরে জানানো হবে। SSC GD কনস্টেবল পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক (CBT Exam), এরপর PET/PST ও মেডিকেল পরীক্ষা এর তারিখ পরে জানানো হবে।

অবশ্যই পড়ুন: SSC GD Syllabus Exam Pattern 2026: সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন! CBT, PET, PST সম্পূর্ণ তথ্য

জিডি কনস্টেবল পরীক্ষা  স্লট বুকিং (SSC GD Self Slot Booking)

— Advertisement —

পরীক্ষার্থীদের সুবিধার জন্য স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে SSC GD পরীক্ষার স্লট বুকিং প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হবে, পরীক্ষার্থীরা তাদের সুবিধামতো পরীক্ষার স্লট বুক করতে পারবে। স্লট বুকিং করার বিস্তারিত নোটিশ এবং লিঙ্ক খুব শিঘ্রই চালু হতে চলেছে

SSC GD Admit Card 2026: এডমিট কার্ড কবে প্রকাশিত হবে?

২০২৬ সালের এসএসসি জিডি পরীক্ষার এডমিট কার্ড (Admit Card) আগামী 19 ফেব্রুয়ারি প্রকাশিত হবে, অর্থাৎ পরীক্ষার চার দিন আগে এডমিট কার্ড পাবে। প্রার্থীরা সরাসরি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ডে পরীক্ষার তারিখ এবং নির্দিষ্ট স্লট সমস্ত কিছুই উল্লেখ থাকবে।

পরবর্তী আপডেট থেকে প্রস্তুতিতে অবশ্যই অগ্নিবীর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও: Join Group →

বিবরণলিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড:↓ Download PDF
পরীক্ষার স্লট বুক ⇉Active Soon..
স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটhttps://ssc.gov.in/
SSC GD পরীক্ষার অন্যান্য সমস্ত তথ্য:Click Here →

অবশ্যই দেখো: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত

Join Group

Telegram