Taruner Swapna: তরুণের স্বপ্ন টাকা দেওয়া শুরু! কবে একাউন্টে ঢুকবে ১০ হাজার? দেখে নিন

Anjan Mahata

Published on:

Trauner Swapna Payment 2025 Today Tab er Taka Kobe Pabo

রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন (Taruner Swapna Scheme) নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে ২০২৫ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বরাদ্দ ১০ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, ৮ই জানুয়ারি ২০২৬ থেকে। সরকারি সূত্রে জানা গিয়েছে, আজ থেকেই ধাপে ধাপে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়বে।

— Advertisement —

তরুণের স্বপ্ন প্রকল্প: Taruner Swapna Scheme 2025 (New Update Today)

তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত সরকারি ও সরকার-অনুদানপ্রাপ্ত স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এককালীন ₹১০,০০০ দেওয়া হয়। এই অর্থ মূলত ট্যাব (Tablet) বা স্মার্টফোন (Smartphone) কেনার জন্য, যাতে পড়ুয়ারা ডিজিটাল শিক্ষার সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারে।

কেন এবার দেরি হল টাকা পেতে?

২০২৫ শিক্ষা বর্ষে আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে দেরিতে শেষ হওয়ায় অর্থ ছাড়ের ক্ষেত্রেও কিছুটা সময় লেগেছে। তবে শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ডেটা সিকিউরিটি ও ভেরিফিকেশন প্রসেসে। এই বছর—

  • Aadhaar Authentication বাধ্যতামূলক করা হয়েছে।
  • ছাত্রছাত্রীদের জন্য চালু হয়েছে Self Declaration System
  • পড়ুয়ারা নিজেরাই পোর্টালে লগইন করে ব্যাঙ্ক ডিটেলস যাচাই করতে পেরেছে।
— Advertisement —

এর ফলে ভুল অ্যাকাউন্ট বা নামের গরমিলে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমেছে।

★★ Class 11 2nd Semester Suggestion 2026 Notes ➦ ক্লিক করুন ⇓
WBCHSE HS 4th Semester Suggestion Notes 2026
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন

টাকা কবে ঢুকবে? (Taruner Swapna Scheme 2025 Payment Update)

আজ যেহেতু ব্যাঙ্ক ছুটি নয়, তাই অনেক ছাত্রছাত্রী আজই টাকা পেতে পারে। দিনের বিভিন্ন সময়ে আলাদা আলাদা অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

তাই ছাত্র ছাত্রীদের ধৈর্য ধরতে হবে, টাকা ঢুকলে ছাত্র-ছাত্রীদের মোবাইলে SMS আসবে। শিক্ষা দপ্তরের সরকারি নির্দেশ অনুযায়ী —

  • ৮ই জানুয়ারি থেকেই টাকা দেওয়া শুরু, অর্থ ছাড়া হবে Batch-wise। প্রথমে জেলা ভিত্তিক, তারপর স্কুল ভিত্তিক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
  • বিগত বছরে বিকেল 5 টার পর টাকা দেওয়া শুরু হয়েছিল, এই বছরও সেটা হতে পারে।
  • ১-২ দিন সময় লাগতে পারে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে টাকা পৌঁছতে।

ক্লিক করে দেখুন: WB School Holiday List 2026 সালের স্কুল ছুটির তালিকা

অফিসিয়াল আপডেট ও লিংক

বিবরণলিংক
তরুণের স্বপ্ন টাকা কবে দেবে? (তারিখ)8th January 2026
অফিসিয়াল লেটেস্ট আপডেট »Click Here →
Taruner Swapna Portal (ভেরিফিকেশন পোর্টাল)https://selfdeclaration.wb.gov.in/

সব মিলিয়ে বলা যায়, তরুণের স্বপ্ন প্রকল্প 2025 রাজ্য জুড়ে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শীঘ্রই সব যোগ্য ছাত্রছাত্রী তাদের প্রাপ্য অর্থ পেয়ে যাবে। এই ধরনের সমস্ত সরকারি প্রকল্প, স্কলারশিপ ও শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট পেতে Edutips এর সঙ্গে যুক্ত থাকুন।

Join Group

Telegram