উচ্চমাধ্যমিক পাশ বা দ্বাদশ শ্রেণীতে পাঠরত করা ছাত্রছাত্রীদের জন্য জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) CUET (UG) 2026 পরীক্ষার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পরীক্ষার মাধ্যমে দেশের Central University, State University, Deemed University-তে আন্ডারগ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি হওয়ার সুযোগ মিলে। যারা ২০২৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নাও।
CUET (UG) 2026 কী? এক পরীক্ষাতেই দেশের নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
CUET (Common University Entrance Test) হল এমন একটি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে
একটি পরীক্ষার স্কোর ব্যবহার করে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। CUET-UG পরীক্ষা মোট 13টি ভাষায় দেওয়া যায়, বাংলাতেও পরীক্ষা দেওয়ার সুযোগ আছে।
CUET (UG) 2026: গুরুত্বপূর্ণ তারিখ
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | 03 জানুয়ারি 2026 |
| আবেদন শেষ | 30 জানুয়ারি 2026 (রাত 11:50 পর্যন্ত) |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | 31 জানুয়ারি 2026 |
| ফর্ম সংশোধনের সময় | 02-04 ফেব্রুয়ারি 2026 |
| পরীক্ষা অনুষ্ঠিত হবে | 11-31 মে 2026 (সম্ভাব্য) |
যোগ্যতা (Eligibility) কারা আবেদন করতে পারবে?
- 10+2 (উচ্চমাধ্যমিক) পাশ করা অথবা 2026-এ পরীক্ষার্থী CUET (UG) 2026-এ আবেদন করতে পারবে। যেকোনো ব্রাঞ্চ যে কোন সাবজেক্ট কম্বিনেশন সবাই যোগ্য।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কোর্স অনুযায়ী যোগ্যতা আলাদা, তাই আবেদন করার আগে University-wise Eligibility অবশ্যই চেক করতে হবে। যেই ইউনিভার্সিটি যেই কোর্সে ভর্তি হতে চাইছেন সেই জন্য কোন পেপারে কোয়ালিফাই করতে হবে সেটি অবশ্যই দেখতে হবে।
CUET পরীক্ষার পেপার কম্বিনেশন / প্যাটার্ন
CUET পরীক্ষা মূলত ৪টি সেকশন (Section)-এ ভাগ করা থাকে। তবে একজন পরীক্ষার্থী সব সেকশন দিতে বাধ্য নয়। পরীক্ষার সিলেবাস As per NCERT। প্রার্থীরা Class XII-এ পড়া বিষয় ছাড়াও বিষয় নির্বাচন করতে পারবেন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| বিষয় নির্বাচন | সর্বোচ্চ ৫টি বিষয় (Language + General Aptitude Test সহ) |
| মার্কিং স্কিম | সঠিক উত্তর: +5 নম্বর |
| নেগেটিভ মার্কিং | ভুল উত্তরে −1 নম্বর |
| পরীক্ষার মোড | Computer Based Test (CBT) |
| মোট প্রশ্ন | প্রতিটি পেপারে ৫০টি প্রশ্ন (সব বাধ্যতামূলক) |
| সময় | প্রতিটি পেপারের জন্য ৬০ মিনিট |
| শিফট | একাধিক শিফটে পরীক্ষা হবে |
Section IA & IB – Language Test
- Section IA: 13টি ভাষা (Indian Languages)
- Section IB: Foreign Languages (যেমন French, German ইত্যাদি)
পরীক্ষার্থী ১টি বা সর্বোচ্চ ২টি ভাষা বেছে নিতে পারে। উদাহরণ: Bengali + English
Section II – Domain Subject
এখানে Class 12 syllabus অনুযায়ী বিষয় থাকে, সর্বোচ্চ ৬টি ডোমেইন সাবজেক্ট নেওয়া যায়।
যেমন: Physics, Chemistry, Mathematics, Biology, History, Geography, Political Science, Economics, Accountancy, Business Studies ইত্যাদিSection III – General Test
অনেক Central University এই General Test চায়। এখানে থাকে—
- General Knowledge (GK)
- Current Affairs
- Logical Reasoning
- Quantitative Aptitude (Maths)
সাধারণ পেপার কম্বিনেশন উদাহরণ
Science Student (সাইন্স)
- Language: English / Bengali
- Domain: Physics + Chemistry + Biology / Math
- (কিছু ক্ষেত্রে) General Test
Arts Student (আর্টস বা হিউম্যানিটিজ)
- Language: Bengali / English
- Domain: History + Political Science + Geography
- General Test
Commerce Student (কমার্স)
- Language: English
- Domain: Accountancy + Business Studies + Economics
- General Test
পেপার কম্বিনেশন সম্পূর্ণ নির্ভর করে আপনি কোন University ও কোন Course-এ ভর্তি হতে চান তার উপর। প্রত্যেক University তাদের নিজস্ব subject requirement দেয়।
অবশ্যই দেখবে: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!
CUET (UG) 2026 Form Fill Up: ফর্ম ফিলাপ পদ্ধতি (Step-by-Step)
- অফিসিয়াল ওয়েবসাইটে “Apply for CUET (UG) 2026” অপশনে ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন করে Application Number তৈরি করুন, ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত তথ্য পূরণ করুন।
- ডকুমেন্ট আপলোড করুন, অনলাইন ফি পেমেন্ট করুন (UPI / Net Banking)।
- ফর্ম সাবমিট করে Confirmation Page ডাউনলোড করুন।
★★ HS 4th Semester Suggestion 2026 Notes ➦ ক্লিক করুন ⇓
CUET (UG) 2026 পরীক্ষার ফি [Fees]
পরীক্ষার ফি নির্ধারিত হবে মোট কতটি বিষয় নির্বাচন করা হয়েছে তার ওপর ভিত্তি করে।
৩টির বেশি বিষয় নিলে, প্রতিটি অতিরিক্ত বিষয়ের জন্য আলাদা ফি দিতে হবে।
| ক্যাটাগরি | সর্বোচ্চ ৩টি বিষয় | প্রতি অতিরিক্ত বিষয় |
|---|---|---|
| General (UR) | ₹1000 | ₹400 |
| OBC (NCL) / EWS | ₹900 | ₹375 |
| SC / ST / PwD / PwBD / Third Gender | ₹800 | ₹350 |
| বিদেশের পরীক্ষাকেন্দ্র | ₹4500 | ₹180 |
ক্লিক করে দেখো: NCHM JEE 2026: সরকারি কলেজে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি পরীক্ষা!
গুরুত্বপূর্ণ লিংক ও অফিসিয়াল তথ্য
| তথ্য | লিংক |
|---|---|
| CUET অফিসিয়াল নোটিস | View Notice PDF → |
| আবেদন করার লিংক | https://cuet.nta.nic.in |
| তথ্য পুস্তিকা [96 Pages] (Information বুলেটিন) | Download PDF |
| হেল্পলাইন নম্বর | 011-40759000 |
| ই-মেল | [email protected] |
CUET (UG) 2026 শুধু একটি পরীক্ষা নয় এটি হল দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রবেশদ্বার।যারা ভবিষ্যতে ভালো কলেজ, ভালো ক্যারিয়ার এবং জাতীয় স্তরের সুযোগ পেতে চায়, তাদের জন্য এই ফর্ম ফিলাপ করা একেবারেই বাধ্যতামূলক। এরকমই আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



