School Academic 2026: নতুন বছরে স্কুলে কড়া নিয়ম চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

Anjan Mahata

Updated on:

WBBSE School Academic Guidelines Calender 2026

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি ২০২৬ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। যার মধ্য স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনা সুশৃংখল পরিবেশ তৈরি করা। এই গাইডলাইন রাজ্যের সমস্ত সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলিকে মেনে চলার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ

— Advertisement —

WBBSE Academic Calendar 2026 Guidelines: একাডেমিক ক্যালেন্ডার গাইডলাইন

রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান বজায় রাখার জন্য রাজ্য সরকার ২০২৬ শিক্ষাবর্ষের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। পর্ষদের এই নিয়ম রাজ্যের সমস্ত স্কুলগুলোক মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যের স্কুলগুলি পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সময় জারি করা হয়েছে –

  • বিদ্যালয়ে উপস্থিতির সময় (Appointed Hour): সকাল ১০টা ৩৫ মিনিট
  • প্রার্থনা সভা: সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট
  • ক্লাস শুরু: সকাল ১০টা ৫০ মিনিট
  • বিদ্যালয় ছুটির সময়: বিকেল ৪টা ৩০ মিনিট।

শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা (For Teachers)

রাজ্যের বিদ্যালয়েগুলোতে শিক্ষার মান বজায় রাখার জন্য বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে-

  • শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি: বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ১০টা ৪০ মিনিটের মধ্যে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। ১০টা ৪০-এর পরে এলে ‘লেট’ এবং সকাল ১১টা ১৫ মিনিটের পরে এলে সেদিনের জন্য ‘অনুপস্থিত’ ধরা হবে।
  • বিদ্যালয় ছাড়ার সময়: সরকারি বিশেষ কাজ না থাকলে বিকেল ৪টা ৩০ মিনিটের আগে স্কুল ছাড়া যাবে না।
  • মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞা: বিদ্যালয়ে পড়ানোর সময় ক্লাসরুমে বা ল্যাবে মোবাইল ব্যবহার করা যাবে না বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটর থাকা অবস্থায় মোবাইল ফোন চালানো যাবে না।
  • প্রাইভেট টিউশন: রুল ৪, সাব রুল ৬ অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য টিউশন পড়ানো যাবে না।

প্রধান শিক্ষকের দায়িত্ব (HOI)

— Advertisement —

রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের প্রকল্পগুলো ঠিকমতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছে কি না, তা দেখার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসেবে কাজ করতে হবে। এছাড়াও স্কুল চত্বর তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো প্রধান শিক্ষকদের অন্যতম দায়িত্ব।

বিস্তারিত দেখুন: Yuvashree Prakalpa: যুবশ্রী প‍্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা!

ছাত্র-ছাত্রীদের জন্য নির্দেশিকা (For Students)

ছাত্রছাত্রীদের শৃঙ্খলার মান উন্নয়নে পর্ষদ বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই নির্দেশিকা অনুযায়ী, বিদ্যালয় প্রাঙ্গণে স্মার্টফোন বা মোবাইল নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যালয় চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা বা মারপিট থেকে বিরত থাকার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

পরীক্ষা ও ছুটি সংক্রান্ত নির্দেশ

২০২৬ শিক্ষাবর্ষের পঠনপাঠন ও মূল্যায়নের সুবিধার্থে পর্ষদ আগে থেকেই সামেটিভ পরীক্ষার একটি সুনির্দিষ্ট নির্ঘণ্ট প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী-

  • প্রথম সামেটিভ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।
  • দ্বিতীয় সামেটিভ নেওয়া হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে।
  • তৃতীয় সামেটিভ পরীক্ষাটি সম্পন্ন হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।

অন্যদিকে, বাৎসরিক ছুটির তালিকা ও কাজের দিনগুলোর একটি স্পষ্ট হিসাবও তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের ৩৬৫ দিনের মধ্যে ৫২টি রবিবার এবং ৬৫টি সরকারি ছুটি বাদ দিলে বিদ্যালয় খোলা থাকবে মোট ২৪৮ দিন। এই দিনগুলোর মধ্যে পরীক্ষা গ্রহণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য ৩০ দিন বরাদ্দ রাখা হয়েছে। ফলে, শ্রেণিকক্ষে নিয়মিত পঠনপাঠন ও ক্লাসের জন্য শিক্ষকরা পূর্ণাঙ্গভাবে ২১৮ দিন সময় পাবেন।

আবেদন দেখুন: Sahanubhuti Scholarship: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সহানুভূতি স্কলারশিপ দেবে বিকাশ ভবন!

অফিসিয়াল নোটিশ PDF ডাউনলোড


NOTIFICATION
From: Deputy Secretary (Academic)
West Bengal Board of Secondary Education
Date: 29.12.2025

NOTIFICATION REGARDING ANNUAL ACADEMIC CALENDAR 2026, PRAYER OR ASSEMBLY, ATTENDANCE AND BOUNDEN DUTIES ETC IN SCHOOL
বিবরণলিংক
২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্যালেন্ডার ও গাইডলাইন
(অফিসিয়াল নোটিশ)
NO.: D.S.(Aca)/940/A/25/6
↓ Download

ক্লিক করে দেখুন: WB School Holiday List 2026 সালের স্কুল ছুটির তালিকা প্রকাশ

Join Group

Telegram