Madhyamik Life Science Suggestions 2026: প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য জীবন বিজ্ঞান (Life Science) সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন তার সঙ্গে চিত্র অংকন সমস্ত গুরুত্বপূর্ণ টপিক পাবে। দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্ন যেগুলো প্র্যাকটিস যদি তোমরা সঠিকভাবে করো, মাধ্যমিকে খুব ভালো নম্বর তোমরা পাবে।
Madhyamik Life Science Suggestion 2026 মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রশ্ন
| Madhyamik Life Science Suggestion | |
|---|---|
| বিষয় | জীবন বিজ্ঞান ও পরিবেশ |
| পরীক্ষার তারিখ | 11 ফেব্রুয়ারি, বুধবার |
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন কাঠামো (Madhyamik Life Science Question Pattern)
| অধ্যায় ভিত্তিক | বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন (মান 1) MCQ | অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান 1) | সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক (মান 2) | দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন (মান 5) | মোট বরাদ্দ নম্বর |
|---|---|---|---|---|---|
| জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় | 1×3=3 | 1×5=5 | 2×3-6 | 5×1=5 | 19 |
| জীবনের প্রবহমানতা | 1×3=3 | 1×5=5 | 2×2=4 | 5×1=5 | 17 |
| বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ | 1×3=3 | 1×3=3 | 2×2=4 | 5×1=5 | 15 |
| অভিব্যক্তি ও অভিযোজন | 1×3=3 | 1×3=3 | 2×2=4 | 5×1=5 | 15 |
| পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ | 1×3=3 | 1×5=5 | 2×3-6 | 5×2=10 | 24 |
| মোট | 15 | 21 | 24 | 30 | 90 |
WBBSE Madhyamik Life Science Suggestions 2026: মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত সাজেশন
জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছোট বা শর্ট প্রশ্ন এবং MCQ এর জন্য তোমাদেরকে চ্যাপ্টারগুলো ভালো করে না পড়া থাকলে করতে পারবে না! আমাদের যে প্রিমিয়াম সাকসেস সাজেশনটি রয়েছে ওখানে অধ্যায় ভিত্তিক ওয়ান শর্ট করে দেওয়া রয়েছে, কোন জিনিসগুলো লাস্ট মুহূর্তে তোমাদের পড়ে যেতে হবে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো।
বড় প্রশ্ন: জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বড় প্রশ্ন অনেকটাই ভূমিকা পালন করে, সেক্ষেত্রে বংশগতি, অভিব্যক্তি ও অভিযোজন থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে উত্তর লিখলে ভালো নম্বর আসা করতেই পারো।
- চেকারবোর্ডের অংক পড়লে সেক্ষেত্রে ভালো করে স্কেল দিয়ে ছক টেনে করবে।
- ধরো উটের মরু অভিযোজন বা এরকম ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে পয়েন্ট করে ভালো করে লিখবে।
- যে ক্ষেত্রে বড় প্রশ্নের তোমরা ছবি আঁকতে পারবে সেক্ষেত্রে পাশে ছক টেনে পেন্সিল দিয়ে ছবি এঁকে অবশ্যই মার্কিং করে দিও। ছবি আঁকতে না বলা থাকলেও তোমরা ছবি আঁকলে বাড়তি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে।
মাধ্যমিক ২০২৬ জীবন বিজ্ঞান (Life Science) এর জন্য অধ্যায়ভিত্তিক সাজেশনের তালিকা নিচে দেওয়া হলো। নির্দেশিকা:
- ★★★ = ইম্পর্টেন্ট / ১০০% কমন আসার চান্স / গোল্ডেন প্রশ্ন।
- ★★ = খুব ভালো করে পড়তে হবে / আসার চান্স বেশি।
- ★ = ভালো প্রশ্ন / করে রাখা দরকার।
★★ উত্তর সহ মাধ্যমিক Success সাজেশন সমস্ত বিষয় (লাস্ট মিনিট PDF) ➦ সংগ্রহ করুন ⇓
অধ্যায় ১: জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়
- ১. সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কী বোঝো? স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? ★
- ২. ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য এবং উদাহরণ। ★★★
- ৩. জিবেরেলিন ও সাইটোকাইনিন হরমোনের কাজ এবং এদের গঠনগত পার্থক্য। ★★
- ৪. কৃষি ও উদ্যান বিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা (যেমন—পার্থেনোকার্পি, আগাছা দমনে)। ★★
- ৫. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? (অক্সিন হরমোনের ভূমিকা)। ★
- ৬. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো। হরমোনকে ‘রাসায়নিক দূত’ বলা হয় কেন? ★★
- ৭. অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম (TSH, GH, ACTH, GTH), কাজ এবং অভাবজনিত রোগ। ★★★
- ৮. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত হরমোনের (থাইরক্সিন) কাজ। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে? ★★
- ৯. ইনসুলিন ও গ্লুকাগনকে কেন বিপরীতধর্মী হরমোন বলা হয়? ডায়াবেটিস মেলিটাস ও ইনসিপিডাস-এর কারণ। ★★★
- ১০. হরমোন ক্ষরণের ‘ফিডব্যাক নিয়ন্ত্রণ’ পদ্ধতিটি ছকের সাহায্যে বোঝাও। ★★
- ১১. জরুরীকালীন হরমোন (অ্যাড্রিনালিন) কাকে বলে এবং কেন? কুশিং সিনড্রোম কী? ★
- ১২. শুক্রাশয় বা অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? গোনাডোট্রপিক হরমোন (LH, ICSH) এর কাজ। ★★
- ১৩. প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ (প্যাভলভের পরীক্ষা)। সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য। ★★
- ১৪. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের (নিউরোন) নাম ও কাজ। অ্যাকসন ও ডেনড্রনের পার্থক্য। ★
- ১৫. সাইন্যাপস ও গ্যাংগ্লিয়া কী এবং এদের কাজ। নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। ★
- ১৬. মানুষের গমনে হাত ও পায়ের ভূমিকা (দ্বিপদ গমন)। সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? ★★
- ১৭. মাছের গমনে মায়োটোম পেশি, পাখনার ভূমিকা এবং প্লবতা রক্ষায় পটকার ভূমিকা। ★★★ ১৮. পায়রার উড্ডয়ন পেশি (পেক্টোরালিস মেজর ও মাইনর) এবং পালকের ভূমিকা। ★★
- ১৯. অক্ষিগোলকের উপযোজন (Accommodation) বলতে কী বোঝো? কাছের ও দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের পরিবর্তন। ★★★
- ২০. দৃষ্টি ত্রুটি: মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসবায়োপিয়া ও ছানি (Cataract) – কারণ ও প্রতিকার। ★★★
অধ্যায় ২: জীবনের প্রবাহমানতা
- ১. ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এবং সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ারের কাজ। ★
- ২. ক্রোমোজোম, DNA ও জিন-এর আন্তঃসম্পর্ক। পার্থক্য: DNA ও RNA, অটোজোম ও সেক্স ক্রোমোজোম। ★★
- ৩. কোষচক্রের ইন্টারফেজ দশার (G1, S, G2) গুরুত্ব। কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হলে কী হয় (টিউমার/ক্যান্সার)? ★★★
- ৪. মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য এবং এদের ঘটার স্থান। ★★
- ৫. মিয়োসিসকে ‘হ্রাস বিভাজন’ এবং মাইটোসিসকে ‘সমবিভাজন’ বলা হয় কেন? ক্রসিং ওভার ও কায়াজমা কী? ★★★
- ৬. সাইটোকাইনেসিস: উদ্ভিদ ও প্রাণীকোষের মধ্যে পার্থক্য। প্রোফেজ ও টেলোফেজ কেন বিপরীতধর্মী? ★★
- ৭. জনুক্রম (Alternation of Generations) কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। ★★★
- ৮. অযৌন জননের বিভিন্ন পদ্ধতি (খণ্ডীভবন, পুনরুৎপাদন, কোরকোদগম) – উদাহরণসহ। ★★
- ৯. মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারের ধাপ ও গুরুত্ব। ★★
- ১০. একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ (বৃতি, দলমন্ডল, পুংকেশর, গর্ভকেশর) ও কাজ। ★\
- ১১. সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক ও নতুন উদ্ভিদ গঠন প্রক্রিয়া। ★★★
- ১২. পরাগযোগ: স্ব-পরাগযোগ ও ইতর-পরাগযোগের সুবিধা-অসুবিধা ও পার্থক্য। বিভিন্ন বাহক (বায়ু, জল, পতঙ্গ, পক্ষী)। ★★
- ১৩. বৃদ্ধি ও বিকাশ: এদের সম্পর্ক ও পার্থক্য। মানব বিকাশের বিভিন্ন দশা (বয়ঃসন্ধি, বার্ধক্য)। ★★
অধ্যায় ৩: বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ
- ১. মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণ ও সাফল্যের চাবিকাঠি। জিন ও অ্যালিলের প্রভেদ কী? ★★★
- ২. মেন্ডেলের একসংকর ও দ্বিসংকর জনন পরীক্ষা (চেকার বোর্ডসহ)। ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত। ★★★
- ৩. মেন্ডেলের সূত্র: পৃথকীভবন সূত্র ও স্বাধীন সঞ্চারণ সূত্র। মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় কেন? ★★
- ৪. অসম্পূর্ণ প্রকটতা (সন্ধ্যামালতী) – চেকার বোর্ড ও অনুপাত। ★★★
- ৫. মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। বাবাই কি সন্তানের লিঙ্গ নির্ধারণে দায়ী? (ক্রসসহ ব্যাখ্যা)। ★★★
- ৬. স্ত্রীদেহকে হোমোগ্যামেটিক ও পুরুষদেহকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন? ★
- ৭. থ্যালাসেমিয়া: আলফা ও বিটা থ্যালাসেমিয়ার পার্থক্য, লক্ষণ ও কারণ। ★★
- ৮. হিমোফিলিয়া ও বর্ণান্ধতা কেন পুরুষদের বেশি হয়? (ক্রিস-ক্রস উত্তরাধিকার)। ★★
- ৯. জেনেটিক কাউন্সিলিং-এর গুরুত্ব (বিয়ের আগে রক্ত পরীক্ষা কেন প্রয়োজন)। ★★★
- ১০. সংজ্ঞা: টেস্ট ক্রস, ব্যাক ক্রস, সহপ্রকটতা, প্রকরণ, ইমাসকুলেশন, মিউটেশন। ★
- ১১. ছোট গাণিতিক সমস্যা:
- বাবা ও মা বাহক হলে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত?
- TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত উদ্ভিদের সংকরায়নে ফলাফল কী হবে?
- “বেঁটে মটর গাছগুলো সব সময় খাঁটি” – উক্তিটির তাৎপর্য। ★★★
অধ্যায় ৪: অভিব্যক্তি এবং অভিযোজন
- ১. জীবনের রাসায়নিক উৎপত্তি: মিলার ও উরের পরীক্ষা এবং কোয়াসারভেট-এর ধারণা। ★★★
- ২. ল্যামার্কবাদ (অঙ্গর ব্যবহার-অব্যবহার, অর্জিত গুণের বংশানুসরণ) ও ডারউইনবাদ (প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের সংগ্রাম)। পার্থক্য লেখো। ★★★
- ৩. জিরাফের গলা লম্বা হওয়া নিয়ে ল্যামার্ক ও ডারউইনের মতপার্থক্য। ★★
- ৪. সমসংস্থ (Homologous) ও সমবৃত্তীয় (Analogous) অঙ্গের পার্থক্য ও উদাহরণ। অপসারী ও অভিসারী বিবর্তন কী? ★★★
- ৫. নিষ্ক্রিয় অঙ্গ (Vestigial Organs) কীভাবে বিবর্তনের সাক্ষ্য বহন করে? মানুষের কক্সেস ও অ্যাপেন্ডিক্স। ★
- ৬. মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত বিবর্তন ও ভ্রূণতত্ত্বঘটিত প্রমাণ। ★★
- ৭. ঘোড়ার বিবর্তনের প্রধান ধাপগুলো (ইওহিপ্পাস থেকে ইকুয়াস) ও বৈশিষ্ট্য। ★
- ৮. জীবন্ত জীবাশ্ম (Living Fossil) কাকে বলে? উদাহরণ। ★
- ৯. অভিযোজন:
- ক্যাকটাস: পর্ণকাণ্ড সৃষ্টি, পাতা কাঁটায় রূপান্তর, মিউসিলেজ (শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা)। ★★★
- সুন্দরী গাছ: শ্বাসমূল ও জরায়ুজ অঙ্কুরোদগম (লবণাম্বু উদ্ভিদ)। ★★★
- রুই মাছ: পটকার গ্যাসীয় আদান-প্রদান (রেটি মিরাবিলি)। ★★
- পায়রা: বায়ুথলি ও খেচর অভিযোজন। ★
- উট: কুঁজের চর্বি, RBC-এর আকৃতি, জলক্ষয় রোধ। ★★
- শিম্পাঞ্জি: উইপোকা শিকার, ভেষজ ঔষধের ব্যবহার (আচরণগত অভিযোজন)। ★★★
- মৌমাছি: ওয়াগল নৃত্য ও বার্তা আদান-প্রদান। ★
অধ্যায় ৫: পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ
- ১. নাইট্রোজেন চক্র: ধাপসমূহ (অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন) এবং ব্যাকটেরিয়ার ভূমিকা। ★★★
- ২. নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার কারণ ও মানুষের হস্তক্ষেপ। অ্যাম্লবৃষ্টির কারণ ও প্রভাব। ★★
- ৩. পরিবেশ দূষণ:
- শব্দ দূষণ: মানব স্বাস্থ্যের ওপর প্রভাব (হাঁপানি, বধিরতা)।
- মাটি ও জল দূষণ: ইউট্রোফিকেশন ও জৈব বিবর্ধন (Biomagnification)। ★★
- ৪. গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন (Global Warming) এবং জলবায়ু পরিবর্তন। সুন্দরবনের দ্বীপ নিমজ্জন। ★★★
- ৫. জীববৈচিত্র্য (Biodiversity): গুরুত্ব (খাদ্য, ওষুধ, জলবায়ু), হ্রাসের কারণ (চোরাশিকার, দূষণ)। ★★
- ৬. বায়োডাইভারসিটি হটস্পট: নির্ধারণের শর্ত ও ভারতের হটস্পটগুলোর নাম (পূর্ব হিমালয়, পশ্চিমঘাট)। ★★★
- ৭. জলাভূমিকে ‘প্রকৃতির বৃক্ক’ বলা হয় কেন? ★★
- ৮. সংরক্ষণ (Conservation): ইন-সিটু ও এক্স-সিটু: পার্থক্য ও উদাহরণ (জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন)। ★★
- প্রজেক্ট: ব্যাঘ্র প্রকল্প, গন্ডার সংরক্ষণ, রেড পান্ডা, কুমির প্রজেক্ট। ★★
- JFM (Joint Forest Management) ও PBR (People’s Biodiversity Register): গুরুত্ব ও পার্থক্য। ★★★
★★ আমাদের প্রিমিয়াম সাজেশন বিশেষ আকর্ষণ "One-Shot" 7 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাসের নোট করে দেওয়া রয়েছে + গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর, চিত্র এবং কিছু স্পেশাল - যেটা শেষ মুহূর্তে কাজে লাগবে ↓
- সাতটি সাবজেক্টের প্যাকেজেও এটি ইতিমধ্যেই রয়েছে, তাই 190 প্যাকেজ নিলে এটি আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই।
Diagram – ডায়াগ্রাম (5 Marks) ৫ নম্বরের জন্য চিত্র
১. চিত্র: একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অ্যাকসন, ডেনড্রন, মায়েলিন সিদ, সোয়ান কোষ চিহ্নিত করো। ★★★
২. চিত্র: সরল প্রতিবর্ত চাপ (Reflex Arc)-এর চিত্র এঁকে গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, আজ্ঞাবহ স্নায়ু ও কারক চিহ্নিত করো। ★★
৩. চিত্র: একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের সরল চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত কর (চারটি অংশ বলে দেওয়া থাকবে)। ★★★
| বিষয় | বিবরণ |
|---|---|
| মাধ্যমিক 2026 সমস্ত বিষয় ফ্রি সাজেশন “টার্গেট” whatsapp গ্রুপ [ ইতিমধ্যে জয়েন থাকলে আর জয়েন করবে না] | |
| সমস্ত বিষয় সাজেশন (পাশের লিংকে ক্লিক করুন) | মাধ্যমিক সাজেশন 2026 → |
আরো রিসোর্স: Madhyamik Answer Sheet PDF: মাধ্যমিকের খাতার প্রথম পাতা, PDF ডাউনলোড করে নিন!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




