Railway Group D Recruitment 2026: মাধ্যমিক পাশে রেলে ২২ হাজার শূন্যপদে গ্রুপ ডি নিয়োগ! দেখে নিন

Anjan Mahata

Published on:

Railyway Group D Recruitment 2026 Apply Online

সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর ২০২৬ সালে বছরের শুরুতেই ভারতীয় রেলে ২২ হাজারেরও বেশি শূন্যপদে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে? কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

Railway Group-D Recruitment 2026: ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ

নতুন বছরের শুরুতেই ২২ হাজারেরও বেশি শূন্য পদে রেলওয়ে গ্রুপ ডি পদে সংক্ষিপ্ত নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২১শে জানুয়ারি ২০২৬ থেকে

কার্যক্রমতারিখ ও সময়
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরCEN No. 09/2025
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২৭ শে ডিসেম্বর ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ২১ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ টা)

যোগ্যতা (Eligibility)

রেলওয়ে গ্রুপ ডি পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে দেখে নিন –

  • আবেদন প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে, আইটিআই করা থাকলে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার বেশি থাকবে।
  • আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্য হতে হবে। এক্ষেত্রে কাস্ট অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

অবশ্যই দেখবেন: GDS Recruitment 2026: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে ৩০ হাজার নিয়োগ! দেখে নিন

আবেদন প্রক্রিয়া (RRB Group D Application Process)

— Advertisement —

রেলওয়ে গ্রুপ ডি (লেভেল–১) পদে নিয়োগের জন্য যোগ্য আবেদনপত্র শুধুমাত্র https://www.rrbapply.gov.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পরে বা অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে যাচাই-বাছাই দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদের আধার নম্বর ব্যবহার করে অনলাইন আবেদনপত্র পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে

  • আধার দিয়ে সফল যাচাইকরণের জন্য আধার কার্ডে উল্লিখিত নাম ও জন্ম তারিখ যেন দশম শ্রেণীর সার্টিফিকেটের সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে
  • পাশাপাশি আবেদন করার আগে আধারে সর্বশেষ ছবি ও বায়োমেট্রিক্স (আঙুলের ছাপ ও আইরিস) আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়।

অবশ্যই দেখো: RPF Constable Eligibility 2026: আরপিএফ রেল পুলিশ কিভাবে হবে? নতুন যোগ্যতা, পরীক্ষা তথ্য

বেতন কাঠামো (Salary)

কেন্দ্রীয় সরকারের লেভেল-১ পে স্কেল অনুযায়ী, নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা মূল বেতন পাবেন। এছাড়া DA, HRA, TA এসব মিলিয়ে মোট বেতন প্রতি মাসে ৩০ থেকে ৩২ হাজার টাকা থেকে শুরু হবে

অফিসের বিজ্ঞপ্তি ও আবেদন লিংক (Official)

Indian Railway RRB Group D recruitment 2026 Official Short Notification Out
বিবরণলিংক
আবেদন অনলাইন পোর্টালrrbapply.gov.in
রেলে চাকরির অন্যান্য তথ্য (Railway Jobs)Click Here →

ক্লিক করে দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

যে সকল প্রার্থীরা গ্রুপ ডি পদে আবেদন করতে ইচ্ছুক তারা যেন তাদের আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় শংসাপত্র ও নথিপত্র প্রস্তুত আগে থেকেই করে নিতে এজন্য শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত সব শর্ত, যোগ্যতা, পদ্ধতি ও অন্যান্য নিয়মাবলি CEN নং ০৯/২০২৫-এর বিস্তারিত বিজ্ঞপ্তিতে পরবর্তীতে স্পষ্টভাবে জানানো হবে।

Join Group

Telegram