বিনামূল্যে ফ্যাশন ডিজাইনিং কোর্স করাবে সরকার! যোগ্যতা কি লাগবে? বিস্তারিত দেখে নিন

Anjan Mahata

Published on:

WBMDFC Westbengal Govt Feee Fashion Design Course

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে যুবক-যুবতীদের জন্য বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (ফ্যাশন ডিজাইনিং কোর্স) দেওয়া হবেপ্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার। কারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

বিনামূল্যে সরকারি ফ্যাশন ডিজাইনিং কোর্স (WBMDFC)

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের বিনামূল্যে ফ্যাশন ডিজাইনের একটি ডিপ্লোমাকোর্স করাবে। কোর্সটির নাম হল ডিপ্লোমা ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি (DAMT)

এটি মূলত একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স এই কোর্সের মধ্যেও শেখানো হবে পোশাক উৎপাদন প্রযুক্তি, প্যাটার্ন নির্মাণ ও উন্নয়ন, পোশাক নির্মাণ, পোশাক পণ্যদ্রব্য বিক্রয়, মান নিয়ন্ত্রণ, টেক্সটাইল অধ্যয়ন, সেলাই কৌশল ইত্যাদি

কোর্সের বিষয়ে সংক্ষিপ্ত তথ্য (DAMT Course Details)

— Advertisement —

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সংখ্যালঘু যুবক-যুবতীদের জন্য এই কোর্সের মেয়াদ হলো ১ বছর। এই ১ বছরে সম্পূর্ণ কোর্সের খরচ বহন করবে রাজ্য সরকারএই কোর্সটি সম্পূর্ণভাবে অনাবাসিক ধরনের, অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কোনও আবাসনের ব্যবস্থা থাকে না। অংশগ্রহণকারীরা প্রতিদিন নির্ধারিত সময়ে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে ক্লাস, প্র্যাকটিক্যাল ও অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করবে।

অবশ্যই দেখবে: UPSC All Exam List: UPSC-তে সরকারি চাকরির পরীক্ষা সমস্ত তথ্য

কারা আবেদন করতে পারবে? (Eligibility)

রাজ্য সরকারের বিনামূল্যের এই কোর্সটি কারা করতে পারবে সেটি এবার দেখে নেওয়া যাক-

  • প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • শুধুমাত্র সংখ্যালঘু (বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ) যুবক যুবতীরা এই কোর্সটি করতে পারবে।
  • আবেদনকারীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে
  • ০১.০১.২০২৫ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে

আরো দেখবে: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড

প্রশিক্ষণের ঠিকানা ও যোগাযোগ তথ্য (Apply)

যে সকল যোগ্য প্রার্থীরা রাজ্য সরকারের এই স্কিল ডেভেলপমেন্ট কোর্সটি করতে চাইছে তাদের জানিয়ে রাখি এই কোর্সের প্রশিক্ষণের ঠিকানা হল- PETC বিল্ডিং (২য় তলা), শিবাজি রোড, হাকিমপাড়া, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ-৭৩৫১০১

বিষয়বিবরণ
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন↓ Download Notice
অনলাইনে আবেদন লিংকApply Here →
পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.wbmdfc.org/
আবেদনের শেষ তারিখ৩১ শে ডিসেম্বর, ২০২৫

ক্লিক করে দেখুন: Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে WBJEE, NEET প্রস্তুতি, সাথে মাসে ৩০০ টাকা! আবেদন

এছাড়াও এই কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন 1800-120-2130 ও 033-2321 2995

Join Group

Telegram