NMMS Scholarship 2025 Admit Card Published: ২০২৫ সালে যে সকল ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে আবেদন করেছিলে তাদের জন্য অত্যন্ত সুখবর! ইতিমধ্যে প্রকাশিত হয়েছে NMMS স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড। কিভাবে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবে? এবং এডমিট কার্ডের মধ্যে কোন তথ্য গুলি চেক করে নেবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
NMMS Scholarship: ন্যাশনাল মিন্স-কাম মেরিট স্কলারশিপ
রাজ্যের স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য জনপ্রিয় একটি স্কলারশিপ হল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ বা NMMS স্কলারশিপ। এই স্কলারশিপে মেধাবী দরিদ্র পরিবারের পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতিবছর ১২০০০ টাকা করে পাবে। মোট ৪ বছর পর্যন্ত স্কলারশিপ পাবে। অর্থাৎ ৪ বছরে মোট ৪৮ হাজার টাকা স্কলারশিপ পাবে।
NMMS Scholarship Exam Admit Card: ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড
এই পরীক্ষার অ্যাডমিট কার্ড শুধুমাত্র বৈধ (Valid) প্রার্থীরাই ০৫.১২.২০২৫ থেকে ১৯.১২.২০২৫ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই ১৯.১২.২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট District Inspector of Schools (Secondary Education – SE) অফিসের সাথে যোগাযোগ করতে হবে।
যদি ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে প্রার্থীর ছবি না থাকে, তাহলে প্রার্থীকে অবশ্যই নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের (HOI) দ্বারা সংযুক্ত ও অ্যাটেস্টেড করে অ্যাডমিট কার্ডের নির্ধারিত স্থানে লাগাতে হবে।
পাশাপাশি পরীক্ষার দিন একই রকম আরেকটি পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত খুঁটিনাতে তথ্য জানতে নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ুন।
বিস্তারিত জানুন: NMMS Scholarship: ন্যাশনাল মিন্স-কাম মেরিট স্কলারশিপ! কারা পাবে? কিভাবে আবেদন করবে?
এডমিট কার্ডটি ডাউনলোড পদ্ধতি (Download)
কেন্দ্র সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে
- প্রথমেই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সহ ক্যাপচা কোডটি দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর পরীক্ষার সম্পূর্ণ প্রোফাইল খুলে যাবে সেখানে ডাউনলোড এডমিট কার্ড অপশন এ ক্লিক করে পরীক্ষার্থীরা এডমিট কার্ডটি সংগ্রহ করে নিতে পারবে।
| অ্যাডমিট কার্ড ডাউনলোডের ডাইরেক্ট লিংক | ↓ Download Admit Card |
| অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিশ | Download PDF |
| পরীক্ষার তারিখ (Exam Date) | 21.12.2025 21শে ডিসেম্বর |
আরোও পড়ুন: Govt Scholarship Apply Rules: একসঙ্গে কটা স্কলারশিপ টাকা পাবে? সরকারি নিয়ম দেখে নাও
বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে ও বিভিন্ন পরীক্ষার সাজেশন ও আপডেট পেতে অবশ্যই Edutips Bangla ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »


