২০২৬ সালে রাজ্য স্কুলগুলিতে ভর্তি আপডেট! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal School Admission 2026 Update

পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে প্রতি বছরই ভর্তি (Admission) নিয়ে অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা দেখা যায়। বিশেষ করে প্রি-প্রাইমারি (Pre-Primary) এবং এলিমেন্টারি সেকশনে (Class I-V) ভর্তি নিয়ে অনেকেরই বিভ্রান্তি থাকে। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং স্কুল শিক্ষা দপ্তর এর তরফে জারি করা নোটিফিকেশনে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া কেমন হবে।

— Advertisement —

Westbengal School Admission 2026: ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষা দপ্তরের নির্দেশিকা

পশ্চিমবঙ্গের সরকারি, সরকার-অনুদানপ্রাপ্ত ও বেসরকারি বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আলাদা কোনও নতুন নোটিফিকেশন প্রকাশ হয়নি। বিদ্যালয়গুলিকে জানিয়ে দেওয়া হয়েছে—২০২৫ সালের যেসব ভর্তি-বিধি ছিল, একটিও পরিবর্তন না করে ২০২৬ শিক্ষাবর্ষেও ঠিক সেই নিয়মেই ভর্তি নিতে হবে।

আবেদন ফর্ম ও বয়স গণনা (Form & Age)

এক্ষেত্রে ভর্তির জন্য ফর্ম ডিসেম্বর মাস থেকেই অনেক স্কুলে দেওয়া হবে এবং সম্পূর্ণ ডিসেম্বর মাস ধরে ফরম ফিলাপ এডমিশন প্রক্রিয়া চলবে। কারণ নতুন শিক্ষাবর্ষ 2025 সালের ২রা জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে

  • প্রতিটি স্কুলে ভর্তি ফর্ম স্কুল থেকেই দেওয়া হবে।
  • আগেই যদি কেউ স্কুলের ফর্ম সংগ্রহ বা জমা দিয়ে থাকেন, নতুন ফর্ম নেওয়ার দরকার নেই।
  • বয়স গণনার ভিত্তি: ০১.০১.২০২৬ ধরে
    (ভর্তির শ্রেণি অনুযায়ী শিশুর জন্ম তারিখ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকতে হবে — তালিকা নিচে দেওয়া আছে।)

School Admission Age: বয়স অনুযায়ী ভর্তির যোগ্যতা (২০২৬ শিক্ষাবর্ষ)

শ্রেণিবয়সজন্ম তারিখ
Pre-Primary5 – <6 বছর02.01.2020 – 01.01.2021
Class I6 – <7 বছর02.01.2019 – 01.01.2020
Class II7 – <8 বছর02.01.2018 – 01.01.2019
Class III8 – <9 বছর02.01.2017 – 01.01.2018
Class IV9 – <10 বছর02.01.2016 – 01.01.2017
Class V10 – <11 বছর02.01.2015 – 01.01.2016
— Advertisement —

৬–১৪ বছর বয়সী সকল শিশু তাদের পার্শ্ববর্তী বিদ্যালয়ে বয়স অনুযায়ী ভর্তি হওয়ার অধিকার রাখে। ভর্তি সম্পূর্ণ ফ্রি, তবে উন্নয়নমূলক চার্জ হিসেবে সর্বোচ্চ ₹240 নেওয়া যেতে পারে। একই প্রাঙ্গণে Primary → Upper Primary → High School হলে উপরের ক্লাসে উত্তীর্ণরা অটোমেটিক ভর্তি হবে।

অবশ্যই দেখবেন: WB Govt Holiday List 2026 সালের রাজ্য সরকারি ছুটির তালিকা প্রকাশ!

ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র (PP থেকে V)

সব নথির অরিজিনাল দেখাতে হবে ভেরিফিকেশনের সময়। প্রত্যেকটির জেরক্স কপি জমা দিতে হবে ভর্তি ফরমের সঙ্গে –

  1. জন্ম সার্টিফিকেট Xerox
  2. আধার কার্ড
  3. ব্যাংক পাসবুকের কপি (যদি থাকে)
  4. SC/ST/OBC সার্টিফিকেট (যদি প্রযোজ্য)
  5. ব্লাড গ্রুপ রিপোর্ট (আইডেন্টিটি কার্ডের জন্য)
  6. PH সার্টিফিকেট (যদি থাকে)
  7. BPL সার্টিফিকেট
  8. অভিভাবকের মোবাইল নম্বর
  9. পাসপোর্ট সাইজের ৩টি ছবি
  10. TC ও মার্কশিট (শুধুমাত্র অন্য স্কুল থেকে এলে — নতুন ভর্তিতে বাধ্যতামূলক নয়)

অবশ্যই দেখবে: JNV Navodaya Admission 2026: নবোদয় বিদ্যালয়ে ভর্তি শুরু! বিনামূল্যে সমস্ত সুযোগ সুবিধা

সরকারি, সরকার পোষিত সব স্কুলেই এই নিয়ম প্রযোজ্য। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও ছাত্রবান্ধব করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট, শিক্ষার খবর পেতে Edutips এর সঙ্গে যুক্ত থাকুন

Join Group

Telegram