Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে WBJEE, NEET প্রস্তুতি, সাথে মাসে ৩০০ টাকা! আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

Westbengal Yogyashree Scheme Prakalpa 2025 Apply

প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার বিনামূল্যে, সঙ্গে মিলবে টাকা! রাজ্যের পড়ুয়াদের অভিনব উদ্যোগ হল যোগ্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি করানো হয় এছাড়াও প্রতি মাসে এই প্রকল্পের আওতায় ৩০০ টাকা করে স্টাইফেন দেওয়া হয়কিভাবে আবেদন করবেন? কোথায় ফর্ম পাবেন? সবকিছু দেখে নিন

— Advertisement —

West Bengal Yogyashree Scheme 2025: রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্প

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালে জানুয়ারি মাসে পড়ুয়াদের নববর্ষের শুভেচ্ছা হিসেবে এই প্রকল্পের ঘোষণা করেন। ২০২৫ সালে একাদশ শ্রেণীতে সাইন্স বিভাগে পাঠরত পড়ুয়া যারা ২০২৭ সালে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা যেমন JEE, WBJEE, NEET বসতে চলেছে তাদের বিনামূল্যে পরীক্ষা প্রস্তুতি দেওয়া হবে

রাজ্যের সমস্ত জেলাতেই বিভিন্ন জেলা স্তরের বড় সরকারি স্কুলগুলিতে একাধিক যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার ট্রেনিং দেওয়ার পাশাপাশি স্টাইপেন্ড হিসাবে প্রত্যেক মাসে ৩০০ টাকা করে ছাত্রছাত্রীদের দেওয়া হবে।

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে? (Eligibility)

— Advertisement —

যোগশ্রী প্রকল্পে কারা এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিতে পারবে এবার সেটি দেখে নেওয়া যাক –

  • শুধুমাত্র একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে
  • মাধ্যমিকে পড়ুয়াদের কাস্ট অনুযায়ী নির্দিষ্ট নাম্বার নিয়ে পাস করতে হবে, নিচে কাস্ট অনুযায়ী কত শতাংশ নাম্বার প্রয়োজন তার তালিকা দেওয়া হল –
কাস্টমাধ্যমিকে প্রয়োজনীয় নাম্বার
জেনারেল70%
সংখ্যালঘু70%
OBC65%
SC60%
ST50%

অবশ্যই দেখবে: মাধ্যমিক পাশ স্কলারশিপ →

যোগ্যশ্রী প্রকল্প আবেদন প্রক্রিয়া (Yogyashree Form Fill Up)

যোগ্য আবেদন প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন করতে পারবে। অফলাইনে আবেদন করার জন্য পড়ুয়াদের নিজস্ব জেলার যোগ্যশ্রী প্রশিক্ষণ কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর আবেদন পত্রটি পূরণ করে প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে। নিচে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা লিস্ট দেওয়া হল-

এছাড়াও ছাত্রছাত্রীরা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে –

  1. অনলাইনে আবেদন করার জন্য পড়ুয়াদের https://wbbcdev.webstep.in/ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে
  2. এরপর পড়ুয়ার ব্যক্তিগত তথ্য এবং একাডেমিক তথ্য এবং আবেদন প্রার্থীর অবিভাবকের তথ্য ও ইনকাম ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

অনলাইনে আবেদন করার সময় জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র লিস্ট আসবে সেখান থেকে পছন্দ মতো একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্বাচন করতে হবে।

দেখে নাও: Education Loan কিভাবে নেবে? কখন নেওয়া উচিত? বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা

গুরুত্বপূর্ণ তারিখ, প্রশিক্ষণ কেন্দ্র ও ফর্ম ডাউনলোড

যোগ্যশ্রী প্রকল্পে ২০২৭ সালের জন্য JEE, WBJEE, NEET পরীক্ষার প্রস্তুতির আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, আবেদন চলবে আগামী ২৪শে ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। নিচে জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা লিস্ট দেওয়া হল –

কাস্টজেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র
SC/ST পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র↓ Download List
General/OBC/Minority পড়ুয়াদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র↓ Download List
বিষয়বিস্তারিত
আবেদনের শেষ তারিখ (Last Date)24 শে ডিসেম্বর, 2025
অফলাইন আবেদনপত্র PDF ডাউনলোড করুন↓ Download Form
অনলাইন আবেদন লিংক (Official)Apply Link →

ক্লিক করে দেখুন: SVMCM K3 Scholarship: এই স্কলারশিপ প্রকল্পে প্রতি মাসে ২৫০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার!

মনে রাখবেন যে কোন একটি ভাবে আবেদন করতে হবে হয় অফলাইনে না হয় অনলাইনে। পরবর্তীকালে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মেরিট লিস্ট বেরোবে এবং সেই অনুযায়ী তাদের প্রতিক্ষণ শুরু হবে।

Join Group

Telegram