উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষায় লুজ শিট থাকছে না! নির্দিষ্ট খাতাতেই শেষ করতে হবে উত্তর! নতুন নিয়ম সংসদের

Nitya Gorai

Published on:

HS 4th Semester Exam Loose Sheet Booklet 2026 WBCHSE

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য নিয়ে এল বড় পরিবর্তন। এবার আর পরীক্ষার হলে চাইলেই পাওয়া যাবে না অতিরিক্ত লুজ শিট (Loose Sheet)। উত্তর লিখতে হবে একেবারে নির্দিষ্ট ও সুসংহত ২৪ পৃষ্ঠার উত্তরপত্রে

— Advertisement —

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বুকলেট চালু (WBCHSE HS 4th Semester 2026)

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার (4th Semester) থেকেই কার্যকর হবে নতুন খাতার নিয়ম।
আগে যেখানে ৮ পাতার খাতা দিয়ে প্রয়োজনে অতিরিক্ত লুজ শিট দেওয়া হত, এখন শুরুতেই ১২ পাতার (২৪ পৃষ্ঠা) একটি মোটা উত্তরপত্র অফিসিয়াল বুকলেট দেওয়া হবে।

এই সিদ্ধান্তে বহুদিনের সমস্যার মূল — পাতা ছিঁড়ে যাওয়া, ভুলভাবে সেলাই হওয়া এবং মূল্যায়নে পাতা হারিয়ে যাওয়ার ঘটনা সমাধান হবে। ফলে ছাত্রছাত্রীরা পরীক্ষা হলে বাড়তি সময় পাবে এবং অযথা লুজ শিট নেওয়া, খাতা বাধা ঝামেলা থাকবে না

উত্তরপত্রের নতুন ও পুরনো নিয়ম

বিষয়পুরনো নিয়মনতুন নিয়ম (২০২৬ থেকে)
প্রাথমিক উত্তরপত্র৮ পাতা (১৬ পৃষ্ঠা)১২ পাতা (২৪ পৃষ্ঠা) বুকলেট
অতিরিক্ত লুজ শিটপাওয়া যেতএকেবারেই দেওয়া হবে না
লিখিত পরীক্ষার নম্বর৭০/৮০ নম্বর৩৫/৪০ নম্বর (Subject Wise)
পাতা বাড়ার সুযোগসীমাহীননেই, নির্দিষ্ট ২৪ পৃষ্ঠাতেই শেষ করতে হবে
পাতা ছিঁড়ে যাওয়ার ঝুঁকিবেশিসম্পূর্ণ নিরাপদ বুকলেট

ক্লিক করে দেখো: HS 2026 Enrolment Fees: ফর্ম ফিলাপের ফি নিয়ে নোটিশ সংসদের! উপস্থিতি কম থাকলে ফাইন নেবে স্কুল

কেন লুজ শিট বন্ধ? শিক্ষা সংসদের ব্যাখ্যা

— Advertisement —

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান—

“অনেক সময় অতিরিক্ত পাতাগুলি মূল খাতার সঙ্গে ঠিকমতো সেলাই হয় না। পাতা পড়ে গেলে পরীক্ষার্থীর নম্বরে প্রভাব পড়ে। এই সমস্যাই দূর করতে আমরা স্থায়ী বুকলেট-ব্যবস্থা করছি।”

২০২৬ সালে পুরোনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে, অর্থাৎ আগের বছরের অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা তাদের জন্য পুরোনো নিয়মই বহাল থাকবে। তারা আগের মতোই প্রয়োজনে অতিরিক্ত শিট ব্যবহার করতে পারবে।

এই পরিবর্তনে কী সুবিধা হবে?

মূল্যায়নে স্বচ্ছতা বাড়বে: পাতা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না, পরীক্ষকদের হাতে একটিমাত্র বুকলেট থাকবে ফলে নম্বরদানে ভুল বা মিসিং পেজ-এর সমস্যা দূর হবে

পরীক্ষাকেন্দ্রে প্রশাসনিক চাপ কমবে: লুজ শিট বিতরণ, সেলাই, সংযুক্তকরণ — সব ঝামেলা বাদ সময় বাঁচবে এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় থাকবে

শিক্ষার্থীদের জন্য সুবিধা: শুরুতেই বড় একটি বুকলেট হাতে উত্তরগুলি সুসংহতভাবে সাজানো যাবে, পরীক্ষা চলাকালীন লুজ শিট চাইতে গিয়ে সময় নষ্ট হবে না

নতুন উত্তরপত্রে পরীক্ষার কাঠামো

২০২৬-এর সেমিস্টার পরীক্ষায় নম্বর অনুযায়ী উত্তরপত্রের ব্যবহার এভাবে নির্ধারিত হবে—

পরীক্ষা বিষয়মোট নম্বরউত্তরপত্রে পৃষ্ঠার ব্যবহার
প্র্যাকটিক্যাল যুক্ত বিষয়
লিখিত পরীক্ষা
৩৫ নম্বর২৪ পৃষ্ঠা যথেষ্ট বলে জানিয়েছে সংসদ
নন-প্র্যাকটিক্যাল বিষয়
লিখিত পরীক্ষা
৪০ নম্বরএকই ২৪ পৃষ্ঠায় উত্তর লিখতে হবে

১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে উচ্চ মাধ্যমিক ৪র্থ সেমিস্টার পরীক্ষা শুরু, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত – পরীক্ষার সমস্ত আপডেট, নোটস, লাস্ট মিনিট সাজেশন প্রস্তুতিতে –

বিষয়লিংক
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

উচ্চ মাধ্যমিকে লুজ শিট বন্ধ করে বুকলেট চালু হওয়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সমস্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট দরকারী তথ্য আমরা সময়মতো পৌঁছে দিয়ে থাকি

Join Group

Telegram