স্কুলের 3rd Summative ফাইনাল পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত! কড়া নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের, দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
West Bengal School 3rd Summative Exam Date 2025 Update WBBSE

পশ্চিমবঙ্গের সমস্ত জুনিয়র উচ্চ বিদ্যালয় এবং হাই স্কুল সকলের জন্য কড়া বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ! সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই 3rd Summative পরীক্ষা নিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে কড়া নোটিশ জারি করেছে— ১ ডিসেম্বর 2025-এর আগে কোনোভাবেই ফাইনাল তৃতীয় পরীক্ষা নেওয়া যাবে না!

— Advertisement —

WBBSE School 3rd Summative Exam – মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ নির্দেশ

অনেক স্কুল নভেম্বরের মধ্যেই পরীক্ষা শুরু করেছে, আবার কোথাও টেস্ট পরীক্ষার সঙ্গে মিলিয়ে Summative নেওয়ার ঘটনাও সামনে এসেছে। ফলে ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত প্রস্তুতির সময় পাচ্ছে না এবং সম্পূর্ণ সিলেবাস রিভিশন করতেও সমস্যা হচ্ছে। পর্ষদের জারি করা নোটিশ নম্বর D.S(Aca)/874/A/25/5, তারিখ 21-11-2025 অনুযায়ী:

  • কিছু বিদ্যালয় ইচ্ছাকৃতভাবে আগের নির্দেশ ভঙ্গ করছে।
  • 20-06-2025 তারিখের নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছিল—
    3rd Summative Evaluation শুরু হবে 1 ডিসেম্বর 2025-এর আগে নয়।
  • তাই সকল বিদ্যালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে— থার্ড সামেটিভ পরীক্ষা অবশ্যই 1 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পন্ন করতে হবে।

এই নির্দেশ সমস্ত রেকগনাইজড সরকারি, সরকার-পোশিত, সরকার-সহায়তাপ্রাপ্ত এবং প্রাইভেট অনুদানবিহীন বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য।

3rd Summative Examination-এর চূড়ান্ত তারিখ

পরীক্ষা – শ্রেণিনির্ধারিত সময়সীমা
3rd Summative Exam
Class 6, Class 7, Class 8, Class 9
1 ডিসেম্বর 2025 – 10 ডিসেম্বর 2025

ক্লিক করে দেখুন: Shiksha Sathi Scheme: রাজ্যে চালু হচ্ছে ‘শিক্ষাসাথী’ প্রকল্প, কারা পাবে এই সুবিধা?

— Advertisement —

পর্ষদ জানিয়েছে নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে, স্কুল পরিদর্শন, রিপোর্ট তলব, সতর্কীকরণ নোটিশ সবই সম্ভাব্য। শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পর্ষদের অফিসিয়াল নোটিশ

বিবরণলিংক
WBBSE Official Notification (21-11-2025)
No. D.S(Aca)/874/A/25/5
↓ Download

অবশ্যই দেখুন: Sahanubhuti Scholarship: বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সহানুভূতি স্কলারশিপ দেবে বিকাশ ভবন! আবেদন দেখুন

ছাত্র-ছাত্রীদের যথাযথ প্রস্তুতির জন্য সময় দরকার। আর সেই কারণেই পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে—
আগেভাগে Summative নেওয়া কোনোভাবেই চলবে না। বিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই নিয়ম মেনে নির্ধারিত সময়েই 3rd Summative Evaluation নিতে হবে।

Join Group

Telegram