HS 2026 Enrolment Fees: ফর্ম ফিলাপের ফি নিয়ে নোটিশ সংসদের! উপস্থিতি কম থাকলে ফাইন নেবে স্কুল

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 4th Semester Exam Enrolment Fees 2026

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের এনরোলমেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেক স্কুলে নোটিশ হাতে পাওয়ার আগেই বিভিন্ন অঙ্কে টাকা নেওয়ার অভিযোগও ওঠে। ঠিক এই পরিস্থিতিতে স্পষ্টতা আনতে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) 20 নভেম্বর 2025 তারিখে একটি নতুন নোটিশ প্রকাশ করেছে

— Advertisement —

WBCHSE HS Exam 2026 Enrolment Fees: পরীক্ষার এনরোলমেন্ট কত টাকা লাগবে?

নোটিশে সেমিস্টার-IV, সেমিস্টার-III সাপ্লিমেন্টারি এবং পুরনো সিস্টেমের অধীনে পরীক্ষা দিচ্ছে এমন সকল শিক্ষার্থীর সম্পূর্ণ ও অফিসিয়াল ফি-স্ট্রাকচার বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতি পরীক্ষার্থীর কাছ থেকে ২৫ টাকা করে Centre Fee সংগ্রহ করতে হবে। এই টাকা স্কুল পরিষদে জমা দেবে না — বরং সরাসরি পরীক্ষাকেন্দ্রের সেন্টার সেক্রেটারির কাছে জমা দিতে হবে পরীক্ষার আগে।

Semester-IV এর ক্ষেত্রে মোট ফি 215 টাকা, যার মধ্যে সংসদে জমা হবে 190 টাকা; Supplementary Semester-III পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি পেপার অনুযায়ী 50 টাকা করে দিতে হবে, তবে মোট ফি কখনোই 215 টাকার বেশি হবে না।

Semester-IV (Regular/CC) – সাধারণ চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী

খাতফি (টাকা)
Enrolment / Examination Fee155/-
Form Processing Fee30/-
Convenience Fee30/-
Total Fees215/-
Centre Grant25/-
Net Fees to be Deposited to Council190/-

Supplementary – Semester III (যাদের তৃতীয় সেমিস্টার সাপ্লি রয়েছে)

— Advertisement —

তাদের তৃতীয় সেমিস্টারে এক বা একাধিক পেপারে সাপ্লিমেন্টারি রয়েছে তাদের চতুর্থ সেমিস্টারের এনরলমেন্টের যে টাকা সেটি একইভাবে দিতে হবে – তার সাথে অতিরিক্তভাবে নিচের খরচা যুক্ত হবে –

খাতফি (টাকা)
Examination Feeপ্রতি পেপারে 50/-
Form Processing FeeNil
Convenience FeeNil
Total Feesপেপার অনুযায়ী সর্বোচ্চ 215/-
Centre Grant25/-
Net Fees to be Depositedপেপার অনুযায়ী সর্বোচ্চ 190/-

H.S. (Old System) পুরনো নিয়মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য

আর পুরনো সিস্টেমে Lab-based পরীক্ষার্থীদের জন্য মোট 225 টাকা, Non-lab এর জন্য 215 টাকা এবং Special Candidate এর জন্য 155 টাকা নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে সেমিস্টার পরীক্ষার্থীদের সঙ্গে কোন সম্পর্ক নেই।

ধরনমোট ফিCentre GrantNet Fees
Lab-based (Regular & CC)225/-25/-199/-*
Non-lab-based (Regular & CC)215/-25/-189/-*
Special Candidate155/-25/-129/-*

* এখানে Re 1.00/- Clearage Fee স্কুলে রেখে দিতে হবে।

ফর্ম ফিলাপ, ফি পেমেন্ট তারিখ ও লেট ফাইন!

এনরোলমেন্ট ফর্ম জমা নেওয়া ২ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ফর্ম না জমা দিলে প্রতি শিক্ষার্থীকে ১৫০ টাকা লেট ফাইন দিতে হবে—তাই সময়ের আগেই ফর্ম জমা দেওয়া অত্যন্ত জরুরি।

Low Attendance Fees: কম উপস্থিতির জন্য ফাইন

সাধারণত উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় বসতে হলে ন্যূনতম ৭৫% উপস্থিতি (Attendance) থাকা বাধ্যতামূলক। যদি কোনো শিক্ষার্থীর উপস্থিতি এই সীমার নিচে থাকে, তবে তাকে ১৫০ টাকা Condonation Fee দিতে হবে।
এই টাকা সম্পূর্ণভাবে স্কুলেই জমা থাকে, কাউন্সিলের এতে কোনো ভূমিকা নেই—তাই কোনো স্কুল চাইলে ফি নিতে পারে, আবার চাইলে না-ও নিতে পারে।

পদ্ধতি ও বিস্তারিত: HS 4th Semester পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিলাপ! কবে থেকে শুরু? সমস্ত তথ্য

তথ্যলিংক
WBCHSE সংসদের অফিসিয়াল নোটিশ
No: L/PR/611/2025
Date: 20/11/2025
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

HS 2026 পরীক্ষা সামনে রেখে WBCHSE যে নতুন নোটিশ প্রকাশ করেছে তা মূলত শিক্ষার্থীদের বিভ্রান্তি দূর করার জন্যই। এই অফিসিয়াল ফি-স্ট্রাকচার দেখে এখন ছাত্রছাত্রী ও অভিভাবকরা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কোন খাতে কত টাকা লাগবে। নিজের অ্যাটেনডেন্স, পেপারের সংখ্যা, এবং ফাইন প্রযোজ্য কিনা — অবশ্যই যাচাই করে নেবে।

Join Group

Telegram