যে সমস্ত পরীক্ষার্থী রেলওয়ে গ্রুপ ডি (RRB Group D) পরীক্ষার আবেদন করেছিল তারা পরীক্ষা কবে হবে এ নিয়ে দুশ্চিন্তায় ছিল। আগের নোটিশ অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার তারিখ ছিল ১৭ নভেম্বর থেকে। কিন্তু নতুন নোটিশ অনুযায়ী পরীক্ষার তারিখ পিছনে করা হয়েছে। কবে থেকে পরীক্ষা শুরু হবে? এবং এডমিট কার্ড কবে হাতে পাবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
RRB Group D Exam Date 2025: রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার তারিখ
২০২৫ সালের নিয়োগের মাধ্যমে ৩২৪৩৮টি গ্রুপ ডি লেভেল ১ পদ পূরণ করা হবে। ইতিমধ্যে এই পদের জন্য ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মাধ্যমিক পাস ছাত্র-ছাত্রী আবেদন করেছে। ২০০ টিরও বেশি শহরে প্রতিদিন একাধিক শিফটে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
RRB Group D পরীক্ষা আগের নোটিশ অনুযায়ী শুরু হওয়ার কথা ছিল ১৭ই নভেম্বর থেকে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ১৮ নভেম্বর ২০২৫ তারিখ নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ে বোর্ডের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৭ শে নভেম্বর থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত একাধিক শিফটে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাটি নেওয়া হবে।
অবশ্যই দেখে নিন! RRB Group D Syllabus Exam Pattern: রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন
এডমিট কার্ড কবে পাবে (RRB Group D Admit Card 2025)
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি সিটি স্লিপ এবং অ্যাডমিট কার্ড প্রকাশেরও তারিখ ঘোষণা করেছে। পরীক্ষার্থীর সিটি স্লিপ এর মধ্য পরীক্ষার তারিখ, শহর এবং শিফটের সময় দেওয়া থাকবে এবং এডমিট কার্ড এর মধ্য পরীক্ষা কেন্দ্রের ঠিকানা সহ পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে দেওয়া থাকবে।
Notice Regarding Revised Tentative Schedule, City Intimation Slip Helpdesk Link Of Computer Based Test (CBT) For Various Posts In Level 1 Of 7th CPC Pay Matrix - RRB Kolkata
| বিস্তারিত | তথ্য বা লিংক |
|---|---|
| সিটি স্লিপ প্রকাশের তারিখ | 19th November 2025 |
| অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ | 23rd November 2025 |
| অফিসিয়াল বিজ্ঞপ্তি | ↓ Download PDF |
| City Intimation Link– CEN 08-2024 | Check Here → |
অবশ্যই দেখবে: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




