HS 3rd Semester Answer Key 2025 উচ্চমাধ্যমিক সমস্ত বিষয়ের উত্তর প্রকাশ করল সংসদ! PDF ডাউনলোড

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 3rd Semestre Answer Key Published

রাজ্যের উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কাউন্সিল (WBCHSE) আজ, ১১ নভেম্বর ২০২৫ (11/11/2025) তারিখে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার (Semester-III H.S. Examination, 2026) সমস্ত বিষয়ের উত্তরপত্রের (Answer Key) মডেল সংস্করণ প্রকাশ করেছে।

— Advertisement —

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার মডেল উত্তরপত্র প্রকাশ করল WBCHSE

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের (Semester-III) মডেল উত্তর প্রকাশ করল WBCHSE সংসদ — দেখে নাও তোমার নম্বর সঠিক হয়েছে কিনা! এই সিদ্ধান্তে বহু শিক্ষার্থীরই সুবিধা হবে, কারণ তারা এখন নিজেদের প্রাপ্ত নম্বরের সঙ্গে অফিসিয়াল উত্তর মেলাতে পারবে এবং প্রয়োজনে সংশোধনের সুযোগও পাবে।

ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদের নম্বর যাচাই করবে?

Semester-III পরীক্ষার “Statement of Marks” ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এখন শিক্ষার্থীরা সেই মার্কশিটে দেখা নম্বরের সঙ্গে অফিসিয়াল Answer Key-এর মিলিয়ে দেখতে পারবে যে তাদের প্রাপ্ত নম্বর সঠিকভাবে মূল্যায়িত হয়েছে কি না।

  • প্রথমে নিচের লিংক থেকে অথবা অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশিত সম্পূর্ণ মডেল উত্তরপত্র ডাউনলোড করতে হবে।
  • সমস্ত বিষয়ের জন্য একটি পিডিএফ!
  • 5 টি সেট প্রশ্ন হয়েছিল, Yellow A, Green B, Blue C, Pink D, White E – সেই অনুযায়ী ৫ টি কলাম এর উত্তর প্রকাশিত হয়েছে।
— Advertisement —

এখানে সাবজেক্ট কোড অনুযায়ী (Subject Code) এবং কোশ্চেন বুকলেট কালার অনুযায়ী আনসার কি দেওয়া রয়েছে, অর্থাৎ ছাত্র-ছাত্রীদের উত্তরপত্র চেক করতে হলে “তাদের যে প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেটির কালার এবং সেই প্রশ্ন অনুযায়ী উত্তর মিলাতে হবে।

লেটেস্ট সিলেবাস PDF: WBCHSE Class 12 4th Semester All Subjects Syllabus

নোটিশ ও উত্তর কী (Answer Key) ডাউনলোড

যদি কোনো ছাত্রছাত্রীর মনে হয় যে তাদের প্রাপ্ত নম্বর উত্তরপত্রের মডেল কী অনুযায়ী সঠিকভাবে প্রতিফলিত হয়নি, তবে তারা দ্রুত নিজ নিজ রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারির (Deputy Secretary) সঙ্গে যোগাযোগ করতে পারবে।

(দ্রষ্টব্য: নিচের বাটন লিংক অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত Answer Key সরাসরি ডাউনলোড হবে।)

তথ্যলিংক
WBCHSE সংসদের অফিসিয়াল Answer key
No: L/PR/594/2025
Date: 11/11/2025
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

এই উত্তর প্রকাশের মাধ্যমে সংসদ একদিকে যেমন স্বচ্ছতা বজায় রেখেছে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য এটি এক প্রকার আত্মবিশ্বাসের আশ্বাস। এখন ছাত্রছাত্রীরা বুঝতে পারবে কোন প্রশ্নে তাদের ভুল হয়েছে বা কোন জায়গায় সঠিক উত্তর দেওয়া সত্ত্বেও নম্বর কম পেয়েছে

Join Group

Telegram