স্কুলে প্রার্থনায় রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ বাধ্যতামূলক গাইতে হবে! নির্দেশ শিক্ষা দপ্তরের

Arpita Paul

Published on:

Westbengal Rajya Sangeet Banglar Mati, Banglar Jal for All School

রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে সকালের প্রার্থনাসভায় গাইতে হবে রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’। রাজ্যশিক্ষা দপ্তরের উদ্যোগে এই নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। স্কুলগুলিকে জানানো হয়েছে, প্রতিদিন সকালে প্রার্থনাসভায় রাজ্যসঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’ বাধ্যতামূলকভাবে গাওয়া হবে।

— Advertisement —

Banglar Mati, Banglar Jal: ‘রাজ্যসঙ্গীত হিসেবে ‘বাংলার মাটি, বাংলার জল’

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩ সালে রাজ্যসঙ্গীত হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়। বিধানসভায় প্রস্তাব পাশের পর মুখ্যসচিবের নির্দেশিকা অনুযায়ী গানটির নির্দিষ্ট অংশটি প্রার্থনাসঙ্গীত হিসেবে নির্ধারিত হয়েছে।
গানটির আবেগ মূলত বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের সময়কার ঐক্যবদ্ধতার প্রতীক হিসেবে ধরা হয়।

এটি প্রতিদিনের প্রার্থনাসভায় সহজে অন্তর্ভুক্ত করা স্কুলের যে বিশেষ মন্ত্র পাঠ থাকে বা পংক্তি বা শপথ গ্রহণ থাকে সেগুলি যেমন থাকে চলবে, একইভাবে জাতীয় সংগীত যেমন হয় সেটিও থাকবে। এটি শুধু বাড়তি একটি সংযোজন হচ্ছে এবং বাধ্যতামূলকভাবে সমস্ত স্কুলে পালন করতে হবে।

ক্লিক করে দেখুন: SDO অফিসার হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে?

রাজ্যসঙ্গীত: ‘বাংলার মাটি, বাংলার জল’ — (নির্দেশিত পাঠ) Banglar Mati, Banglar Jal

— Advertisement —

আসল গানটি 8 টি পংক্তি নিয়ে হলেও এখানে শুধুমাত্র 4 টি পংক্তি থাকছে, প্রথম দুটি এবং অন্তিম দুটি নিচে দেওয়া রইল –

  • গানের নির্ধারিত অংশটি সর্বাধিক এক মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে
বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥

বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥

English Version:

"Banglar mati, Banglar jol, Banglar bayu, Banglar fal-
Punyo houk, punyo houk, punyo houk he bhagoban.

Bangalir pran, Bangalir mon, Bangalir ghare jato bhai bon
Ek houk, ek houk, ek houk he bhagoban."
West Bengal Govt State Official Song Banglar Mati Bangalr Jol

অফিসিয়াল নির্দেশিকা ও ডাউনলোড

বিষয়বিস্তারিত
নোটিশ নং: D.S.(Aca)/859/N/11
তারিখ: 06.11.2025
School Education Department, Government of West Bengal
দায়িত্বপ্রাপ্ত সংস্থামধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড↓ Download PDF

পরবর্তী পড়ুন: ED অফিসার কিভাবে হওয়া যায়? কী কী যোগ‍্যতা লাগবে? সহজ বাংলায়

‘বাংলার মাটি, বাংলার জল’ শুধুমাত্র একটি গান নয় — প্রতিদিন সকালের প্রার্থনায় এই গান গাওয়া নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করবে। অবশ্যই ছাত্রছাত্রী এবং অন্যান্য সকলের মধ্যে এই আপডেটটি শেয়ার করে দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন!

Join Group

Telegram