Madhyamik 2027: মাধ্যমিক রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ও সংশোধন অনলাইনে! লাস্ট ডেট দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
West Bengal Madhyamik Pariksha Registration Verification WBBSE

ছাত্রছাত্রীদের স্কুল জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক, যার সূচনা নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এর গুরুত্ব যথেষ্ট। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে মাধ্যমিক 2027 (নবম শ্রেণি) ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই ও সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করে

নবম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধন অনলাইনে, মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ

কোন ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশনে যাতে কোন ভুল তথ্য না আসে তার জন্য অনলাইনে চেকের পাশাপাশি ভেরিফিকেশন এবং যদি কোন ক্ষেত্রে ভুল ডেটা এন্ট্রি হয়ে থাকে তার সংশোধনের সংশোধনের ব্যবস্থা থাকে। বিশেষ করে মাধ্যমিকের এডমিট এবং রেজাল্টের ওপর একাডেমিক অনেক কিছু নির্ভর করে, সেটা নামের বানান থেকে শুরু করে নম্বর পর্যন্ত।

আগের বছরও একইভাবে অনলাইনে সমস্ত প্রক্রিয়া হয়েছিল এবং যথেষ্ট দ্রুত সঠিকভাবে কাজ সম্পন্ন হয়েছিল। আগে যেখানে অফলাইনে লিস্ট দেওয়া, স্কুলে ভেরিফিকেশন এবং জমা নেওয়া এক মাসেরও বেশি সময় লেগে যেত।

বিষয়বিস্তারিত
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ3রা নভেম্বর, 2025
রেজিস্ট্রেশন যাচাইয়ের সময়সীমা৬ই নভেম্বর সকাল ১১টা থেকে ১৫শে নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত
প্রক্রিয়াwww.wbbsedata.com ওয়েবসাইটে অনলাইনে যাচাই ও সংশোধন

অবশ্যই দেখুন: UPSC All Exam List: UPSC-তে কি কি সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে? বিস্তারিত তালিকা

রেজিস্ট্রেশন তথ্য যাচাই নির্দেশিকা (Registration Verification)

যাচাই ও সংশোধনের প্রক্রিয়ার সময়— এই প্রক্রিয়ায় বিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যেক নবম শ্রেণির ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন তথ্য যেমন নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, ছবি, স্বাক্ষর ইত্যাদি যাচাই করবেন এবং প্রয়োজন অনুযায়ী সংশোধন করবেন।

তথ্য ডাউনলোড ও সংরক্ষণ— সংশোধিত রেজিস্ট্রেশন তথ্য ডাউনলোড করে স্কুলে সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের পরবর্তী সময়ে কোনো সংশোধন করা যাবে না, তাই তথ্য সঠিকভাবে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অফিসিয়াল নোটিফিকেশন

Subject: Verification, Correction and Editing, of Registration of students of Class IX (2025)
গুরুত্বপূর্ণ লিংক
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল (WBBSE)
বিজ্ঞপ্তি সংখ্যা: DS(C)/128/25
⇓ Download PDF

ক্লিক করে দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত

সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের জন্য এই যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ বাধ্যতামূলক। যদি কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকে, তবে তা পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বিদ্যালয়গুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি সম্পন্ন করার জন্য পর্ষদ থেকে বিশেষভাবে বলা হয়েছে।

Join Group

Telegram