ভারতকে ২০৪৭ সালের মধ্যে একটি বিকশিত জাতি (Developed Nation) হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকার নানা প্রকল্প হাতে নিয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে শুরু হয়েছে এক বিশেষ প্রতিযোগিতা — “Viksit Bharat Quiz 2026”। এই কুইজটি অংশগ্রহণ করলেই পাবেন সরকারি সার্টিফিকেট এবং বিজেতারা পেয়ে যাবেন পুরস্কার।
Viksit Bharat Quiz 2026: কুইজের সম্পূর্ণ অংশগ্রহণ তথ্য
“বিকশিত ভারত কুইজ” লক্ষ্য হল দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যুব সমাজের অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে দেশপ্রেম, সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি জাগানো। এখানে অংশগ্রহণকারীরা ভারতের ইতিহাস, সংস্কৃতি, উন্নয়নমূলক প্রকল্প, এবং Viksit Bharat @2047-এর ভিশন সম্পর্কে তাদের জ্ঞান যাচাই করতে পারবেন।
কোনও অংশগ্রহণ ফি (Entry Fee) নেই — সবাই বিনামূল্যে অংশ নিতে পারবেন। কুইজটি ১২টি ভাষায় (12 Languages) পরিচালিত হচ্ছে, যাতে দেশের প্রতিটি অঞ্চলের যুবক-যুবতীরা নিজেদের ভাষায় অংশ নিতে পারেন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| কুইজের নাম | Viksit Bharat Quiz 2026 |
| পোর্টাল (Portal) | MY Bharat Portal |
| শেষ তারিখ (End Date) | ৩১ অক্টোবর, ২০২৫ |
| সময়কাল (Quiz Duration) | ১০ মিনিট |
| মোট প্রশ্ন (Total Questions) | ২০টি |
| মোট নম্বর (Total Marks) | ২০ |
| উত্তীর্ণ নম্বর (Passing Score) | ৭ |
| চেষ্টা করার সংখ্যা (Attempt Count) | ১ |
| যোগ্যতা (Eligibility) | ১৫–২৯ বছর বয়সী যুবক-যুবতী (১ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী) |
| সার্টিফিকেট (Certificate) | অংশগ্রহণের সার্টিফিকেট (Participation Certificate) |
| ভাষা (Languages) | ১২টি ভারতীয় ভাষায় |
| কুইজের ধরণ (Type) | Competitive (প্রতিযোগিতামূলক) |
কুইজের নিয়মাবলী (Quiz Instructions)
- প্রশ্নগুলো Multiple Choice Question (MCQ) আকারে থাকবে, প্রতিটি প্রশ্নের ২-৪টি অপশন থাকবে যার মধ্যে শুধুমাত্র একটি সঠিক।
- শুধুমাত্র ১৫-২৯ বছর বয়সী যুবকরা (যাদের জন্ম তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫-এর আগে এবং ২৯ বছর পূর্ণ হয়নি) পরবর্তী পর্যায়ে যেতে পারবেন।
- বিজয়ীদের নির্বাচন (Winners Selection) কম্পিউটার-ভিত্তিক লটারি (Computer-based lottery) পদ্ধতিতে শীর্ষ স্কোরারদের মধ্য থেকে হবে।
- আয়োজকের সিদ্ধান্তই চূড়ান্ত (Final Decision) — এই বিষয়ে কোনও আপত্তি বা চিঠি গ্রহণযোগ্য নয়।
ক্লিক করে দেখো: AFCAT Exam: বিমান বাহিনীতে যোগদান পরীক্ষা! ফ্লাইং, টেক
কুইজের পরবর্তী ধাপ ও নির্বাচন (Winner Selection)
যেসব অংশগ্রহণকারী সর্বাধিক নম্বর অর্জন করবেন, তাদের মধ্যে থেকে কম্পিউটার লটারি সিস্টেমের মাধ্যমে বিজয়ী নির্বাচিত হবে। এরপর তারা Essay Writing, Presentation, Leadership Discussion-এর মতো পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রথম ১০ হাজার জন সরকারি তরফ থেকে পুরস্কার পাবেন।
অংশগ্রহণকারীদের জন্য কিছু টিপস
- ভারতের সংবিধান, উন্নয়নমূলক প্রকল্প, বিজ্ঞান, ও সামাজিক উদ্যোগ সম্পর্কে ভালোভাবে পড়ে নিন।
- সাম্প্রতিক খবর (Current Affairs) ও সরকারী উদ্যোগ সম্পর্কে আপডেট থাকুন।
- সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ — ১০ মিনিটে ২০টি প্রশ্ন মানে প্রতি প্রশ্নে গড়ে ৩০ সেকেন্ডের কম সময়!
আরো দেখবে: PM Internship Scheme: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৫০০০ টাকা, চাকরির সুযোগ!
গুরুত্বপূর্ণ লিঙ্ক ও অংশগ্রহণ
| বিষয় | তথ্য |
|---|---|
| অংশগ্রহণের লিঙ্ক (Govt. Website) | Click Here → |
| সার্টিফিকেট ডাউনলোড | কুইজ শেষে অংশগ্রহণের সার্টিফিকেট (Participation Certificate) পাওয়া যাবে |
অবশ্যই দেখবে: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার ও চাকরি
“Viksit Bharat Quiz 2025” অংশগ্রহণের মাধ্যমে তরুণরা শুধু জ্ঞান বাড়াবে না, বরং দেশ গঠনের যাত্রায় নিজেদের ভাবনাও যুক্ত করতে পারবে। তাই দেরি না করে এখনই MY Bharat Portal-এ গিয়ে নিবন্ধন করুন, অংশ নিন, এবং নিজের নেতৃত্বগুণকে তুলে ধরুন আজই!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




