রাজ্যের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ব্রেকিং আপডেট! পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল (HS 3rd Semester Result) প্রকাশিত হতে চলেছে আগামী ৩১ অক্টোবর, দুপুর ১টার পর থেকে অনলাইনে (Online)।
WBCHSE HS 3rd Semester Result Out 2025-26: দ্রুত ফল প্রকাশে নজির গড়ল সংসদ
এই বছরই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে (Semester System) পরীক্ষা নেওয়া হয়েছিল।
পরীক্ষা শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর, আর মাত্র ৩৯ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ফলাফল প্রকাশের তারিখ ও সময় (Result Date & Time)
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষা | উচ্চ মাধ্যমিক ৩য় সেমিস্টার (HS 3rd Semester Exam) |
| পরীক্ষা শেষের তারিখ | 22 সেপ্টেম্বর 2025 |
| ফলাফল প্রকাশের তারিখ | 31 অক্টোবর 2025 |
| সময় | দুপুর ১টা থেকে অনলাইনে |
| ফলাফল জানার মাধ্যম | অনলাইন (Official Website) |
| আয়োজক সংস্থা | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
কী জানা যাবে ফলাফলে (Details Available on Result)
ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা অনলাইনে লগইন করে নিচের তথ্যগুলো জানতে পারবেন –
- মোট প্রাপ্ত নম্বর (Total Marks)
- বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর (Subject-wise Marks)
- বিষয়ভিত্তিক পার্সেন্টাইল (Subject Percentile)
- Overall Grade এবং Performance Indicator.
সম্পূর্ণ দেখবে: HS 3rd Semester Result 2025: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট! সমস্ত তথ্য
অনলাইনে ফলাফল দেখার প্রক্রিয়া (How to Check HS 3rd Semester Result 2025 Online)
- প্রথমে ভিজিট করুন 👉 wbchse.wb.gov.in (ডাইরেক্ট লিংক নিচে)
- হোমপেজে “HS 3rd Semester Result” লিঙ্কে ক্লিক করুন।
- আপনার Roll Number ও Registration Number প্রবেশ করান।
- সাবমিট ক্লিক করলে আপনার Result Sheet স্ক্রিনে দেখা যাবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notification)
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) শুক্রবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে —
“উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হবে আগামী ৩১ অক্টোবর দুপুর ১টার পর থেকে অনলাইনে।”
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now
| ডিটেইলস | লিংক |
|---|---|
| অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF | Coming… |
ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) ফলাফল দেখার জন্য ধৈর্য ধরতে। খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি, মার্কশিট ডাউনলোড লিঙ্ক ও সরাসরি রেজাল্ট পোর্টাল লিংক (Direct Result Link) প্রকাশ করবে সংসদ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




