HS 4th Semester Syllabus Pattern: কমছে না চতুর্থ সেমিস্টার সিলেবাস! প্যাটার্ন পরিবর্তন বিতর্কেও আপডেট

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBCHSE HS 4th Semester Syllabus Pattern Chiranjib Bhattacharjee News

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার (HS Class 12 4th Semester) জন্য পড়ুয়াদের কাছে মাত্র চার মাস সময় রয়েছে, তাই সিলেবাস কমানোর দাবি জানিয়েছিলেন শিক্ষা মহল ও অভিভাবক অভিভাবকেরা! এ প্রসঙ্গে সংসদ সভাপতি কি জানালেন? এবং পরীক্ষার প্যাটার্ন পরিবর্তন হবে কিনা এ সম্পর্কে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

WB HS 4th Semester: কমানো হচ্ছে না উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের সিলেবাস

একাধিক শিক্ষক সংগঠন ও গার্জেনদের কাছ থেকে উচ্চমাধ্যমিক সংসদের কাছে প্রস্তাব এসেছিল এই শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক চতুর্থ পরীক্ষার জন্য যেহেতু সময় কম এবং নির্বাচনের কারণে যেহেতু পরীক্ষার তারিখ এগিয়ে এসেছে, তাই সিলেবাস কমানোর দাবি উঠেছিল

এই প্রসঙ্গে সংসদ সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য মহাশয় জানিয়েছেন এই শিক্ষাবর্ষে সিলেবাস কমানো সম্ভব নয়! এছাড়াও তিনি জানিয়েছেন করোনাকালে যেহেতু দেশের অধিকাংশ বোর্ড তাদের সিলেবাস কমিয়ে ছিল অর্থাৎ সর্বভারতীয়ভাবে সিলেবাস কমানো হয়েছিল তাই পশ্চিমবঙ্গ বোর্ডও সিলেবাস কমিয়ে ছিল

কিন্তু এই শিক্ষাবর্ষে সিলেবাস কমানো সম্ভব নয় কারণ এক্ষেত্রে পড়ুয়াদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। যে সকল ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট!

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

Question Pattern Update: সেমিস্টার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন বিষয়ক আপডেট

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে MCQ-তে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করলেও, চতুর্থ সেমিস্টারে ব্যাখ্যামূলক প্রশ্ন হওয়ায় পড়ুয়ারা রেজাল্ট খারাপ করবে এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করে এবং জানান চতুর্থ সেমিষ্টারে যদি ফেল করে তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষারও কোনো সুবিধা নেই পড়ুয়াদের পুনরায় ১ বছর অপেক্ষা করতে হবে

WBCHSE উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে প্রস্তাব এসেছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারে এমসিকিউ এবং দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারে ব্যাখ্যামূলক পরীক্ষা এই নিয়মের পরিবর্তে প্রথম ও তৃতীয় সেমিস্টারে ব্যাখ্যামূলক এবং দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারে এমসিকিউ পরীক্ষা করানোর পরবর্তী শিক্ষাবর্ষ থেকে দাবি জানানো হয়েছিল।

এ প্রসঙ্গে সংসদ সভাপতি জানিয়েছেন উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার পদ্ধতিতে (New Semester Syatem) শুরু হয়েছে, এক্ষেত্রে  প্রথম ও তৃতীয় সিমেস্টার এমসিকিউ এবং দ্বিতীয় এবং চতুর্থ সিমেস্টারে ব্যাখ্যামূলক পরীক্ষায় করানো হবে কারণ সেই অনুযায়ী সমস্ত পাঠ্যক্রম ও বই প্রস্তুত করা হয়েছে

প্রস্তাব অনুযায়ী নতুন পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা করানোর ক্ষেত্রে পাঠ্যক্রম বই সমস্ত কিছু পরিবর্তন করতে হবে যা বর্তমানে কোনভাবেই সম্ভব নয় তাই শিক্ষা সংসদ এই প্রস্তাবটি পুরোপুরি নাকচ করে দিয়েছে

মিস করবে না: CUET (UG) Exam Eligibility: উচ্চ মাধ্যমিকের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন! CUET পরীক্ষা জেনে নাও

বিষয়লিংক
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

মিস করবে না: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!

Join Group

Telegram