WBJEE JENPAS-UG Admit Card Published: যেসকল ছাত্র-ছাত্রীরা BSc. নার্সিং ও প্যারামেডিকেল কোর্সের পরীক্ষার জন্য আবেদন করেছিল, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো Jenpus UG পরীক্ষার এডমিট কার্ড। কিভাবে ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করবে এবং এডমিট কার্ড ডাউনলোড করার পর কোন কোন বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে।
JENPAS Admit Card 2025: এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি
নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করে খুব সহজেই Jenpus UG পরীক্ষার্থীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। সুবিধার্থে সরাসরি লিংক সবার শেষে দেওয়া থাকবে।
- প্রথমেই WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর “Examination” অপশন থেকে “Jenpus UG” অপশনটিকে সিলেক্ট করতে হবে।
- তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। এক্ষেত্রে “Download Admit Card for JENPAS(UG) – 2025” বাটনটিতে ক্লিক করতে হবে।
এডমিট কার্ড ডাউনলোডের জন্য এর পরবর্তী ধাপে আবেদনকারীকে তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ সঠিকভাবে পূরণ করতে হবে তারপর নিচে থাকা ক্যাপচা কোডটিও সঠিকভাবে ফিলাপ করতে হবে। এরপর পরীক্ষার্থী তাদের নিজেদের প্রোফাইল সাইন-ইন করে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।
দেখে নাও: JENPAS UG Syllabus 2025 Exam Pattern: BSc নার্সিং, প্যারামেডিকেল পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো
এডমিট কার্ডের গুরুত্বপূর্ণ বিষয় (Important Tips)
এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড ১৩ই অক্টোবর, 2025 তারিখ থেকে আগামী ১৮ই অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ডাউনলোড করতে পারবেন তাই অবশ্যই এ সময়ের মধ্যেই এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন।
এবার দেখে নেওয়া যাক এডমিট কার্ড হাতে পেলে নিম্নলিখিত বিষয়গুলি ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিন।
- পরীক্ষার্থীর নাম
- পরীক্ষার্থীর রোল নাম্বার
- অ্যাপ্লিকেশন নাম্বার
- পরীক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর
- পরীক্ষার সেন্টার ও পরীক্ষার সময়
- গুরুত্বপূর্ণ নির্দেশাবলী।
★★★ শেষ মুহূর্তে বায়োলজি প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের এই Practice বুকটি সংগ্রহ করতে হবে: —
তথ্য | লিংক |
---|---|
WBJEE (BSc Nursing and Paramedical Exam) JENPAS UG Admit Card সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি | https://wbjeeb.nic.in/jenpas-ug/ |
Admit Card ডাউনলোডের ডাইরেক্ট লিংক | Get Admit ↗ |
পরীক্ষার টাইম (Date of Exam) | 18.10.2025 (Saturday) |
অবশ্যই দেখবে: JENPAS Previous Year Question PDF: BSc নার্সিং, প্যারামেডিকেল পরীক্ষার বিগত বছর প্রশ্ন, ডাউনলোড করুন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »