২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে, ইতিমধ্যে এই শিক্ষা বর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সমস্ত বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের এই প্রতিবেদনে উচ্চমাধ্যমিক ছাত্রীদের প্রিয় একটি বিষয় নিউট্রিশন পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর নিয়ে আলোচনা করব। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে WBCHSE HS 3rd Semester Nutrition Question Paper PDF টি শেয়ার করলাম।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার নিউট্রেশন প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Nutrition Question Paper 2025 PDF
আর্টস এবং সাইন্স দুই বিভাগের ছাত্রছাত্রীরা নিউট্রেশন বিষয়টি নিতে পারবে। এই বিষয়ের তৃতীয় সেমিস্টারের জন্য পূর্ণমান হলো ৪০ নাম্বার। অন্যান্য বিষয়ের মতই এই বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত টাইম হল ১ ঘন্টা ১৫ মিনিট, এই বিষয়ের পরীক্ষা ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে শুরু হয় এবং পরীক্ষা শেষ হয় সকাল ১১ টা ১৫ মিনিটে।
বিষয় | তথ্য |
---|---|
বিষয় | নিউট্রেশন |
পূর্ণমান | 40 |
পরীক্ষার তারিখ | 12th September, 2025 |
HS 3rd Sem Nutrition Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান প্রশ্নপত্র ডাউনলোড
ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝেও কৌতূহল রয়েছে, পুষ্টিবিজ্ঞান (Nutrition) বিষয়ের প্রশ্নপত্র কেমন হচ্ছে। সেই কারণে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পুষ্টিবিজ্ঞান (Nutrition) প্রশ্নপত্রের PDF। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই সহজেই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারবেন।
পুষ্টিবিজ্ঞান বিষয়ের এই আগত বছরগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ছাত্রছাত্রীরা প্রশ্নের ধরণ, মার্কিং সিস্টেম এবং সিলেবাসের মূল বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে। শুধু ছাত্রছাত্রী নয়, HS Sem3 Nutrition Question Paper 2025 শিক্ষকদের কাছেও সহায়ক হয়ে ওঠে ক্লাস প্রস্তুতি, পুনরাবৃত্তি ও মক টেস্ট নেওয়ার ক্ষেত্রে।
ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোড | তথ্য |
---|---|
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার নিউট্রেশন প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Nutrition Question Paper pdf) | 3 MB |
↓ Download Pdf | 29 Pages ✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »