HS 3rd Semester Political Science Question Paper 2025 PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ!

Anjan Mahata

Updated on:

Follow Us Share
HS 3rd Semester Political Science Question Paper MCQ Answer Solution PDF

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়। তৃতীয় সেমিস্টারের এই শিক্ষাবর্ষের শেষ দিন তথা ২২ শে সেপ্টেম্বর ২০২৫ সোমবার ছিল আর্টস বিভাগের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Political Science Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।

— Advertisement —

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Political Science Question Paper 2025 PDF

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পূর্ণমান হল ৪০ নাম্বার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে 22শে সেপ্টেম্বর 2025 সোমবার ছিল এই বিষয়ের পরীক্ষা। অন্যান্য বিষয়ের মতই এই বিষয়ের জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিট, পরীক্ষা শুরু হয় সকাল ১০ টা থেকে এবং পরীক্ষা শেষ হয় সকাল ১১ টা ১৫ মিনিটে।

বিষয়তথ্য
বিষয়রাষ্ট্রবিজ্ঞান
পূর্ণমান40
পরীক্ষার তারিখ22th September, 2025

HS 3rd Semester Political Science Answer Key: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র সমাধান

২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান (Political Science) পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিচে One Liner প্রশ্নপত্র হিসেবে করে দেওয়া হলো।

— Advertisement —

১. দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় – মার্কিন যুক্তরাষ্ট্রে
২. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় – বহুজন সমাজ পার্টি
৩. বিবৃতি (A): যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া।
কারণ (R):  যেকোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও, তার চূড়ান্ত লক্ষ্য হলো জনগণের সেবা করা –  (A) এবং (R) উভয়েই সত্য, কিন্তু (R)সঠিকভাবে (A) কে প্রতিষ্ঠা করে না
৪. ভারত-পাকিস্তানের মধ্যে ‘সিন্ধু জল বণ্টন চুক্তি’ স্বাক্ষরিত হয় – ১৯৬০ সালে
৫. “ভারত হল মার্কিন কৌশলের ‘লিন্‌চ পিন্’ অর্থাৎ অপরিহার্য অঙ্গ” – উক্তিটি করেছেন – বারাক ওবামা
৬. ‘গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকা’ নীতি ঘোষণা করেন – মিখাইল গর্বাচেভ
৭. ঠাণ্ডা যুদ্ধের সময় পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত সামরিক জোটটির নাম – ন্যাটো
৮. START-এর পুরো নাম – Strategic Arms Reduction Treaty (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি)
৯. পটসডাম সম্মেলন, মার্শাল পরিকল্পনা, সুয়েজ সঙ্কট, ঠাণ্ডা যুদ্ধের অবসান এর সঠিক কালানুক্রম হলো – I, IV, III, II (১৯৪৫, ১৯৪৮, ১৯৫৬, ১৯৮৯-৯১)
১০. ‘দাঁতাত’ (Détente) শব্দটির অর্থ – দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা
১১. ভারতের ‘পূর্বে তাকাও নীতি’ (Look East Policy)-র রূপকার প্রধানমন্ত্রী – পি. ভি. নরসিমা রাও
১২. ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম – অপারেশন শক্তি
১৩. ভারত ও চীনের মধ্যে ডোকলাম সঙ্কট হয় – ২০১৭ সালে
১৪. ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য – QUAD
১৫.  ভারতের ‘বন্ধন এক্সপ্রেস’ রেল পরিষেবা চালু হয়েছিলো কোন রাষ্ট্রের সাথে? – বাংলাদেশ
১৬. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল – বেলগ্রেড
১৭. ঠাণ্ডা যুদ্ধকে ‘দীর্ঘ শান্তি’ (Long Peace) বলেছেন – জর্জ গ্যাডিস
১৮. NPT স্বাক্ষরিত হয়েছিল – ১৯৬৮ সালে
১৯. সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল – সান ফ্রান্সিসকো সম্মেলনে
২০. শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন তৈরির জন্য লণ্ডনে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে জন্ম হয় – UNESCO-এর
২১.  ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হলো – মধ্যপ্রদেশের
২২. মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে – ১৯৭২ সালের ২১ জানুয়ারি
২৩. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর: (a) হরি সিং – কাশ্মীরের মহারাজা; (b) ডঃ বি. আর. আম্বেদকর – আইন মন্ত্রী; (c) ফজল আলি – রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি; (d) সর্দার বল্লভভাই প্যাটেল – স্বরাষ্ট্র মন্ত্রী
২৪. ভারতে দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় কত সালে – 1985
২৫. “রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন।” এটি বলেছেন – অ্যালান বল
২৬.  সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন – আন্তনিও গুতেরেস
২৭. ‘LTTE’- এর পুরো কথাটি কী? – Liberation Tigers of Tamil elam
২৮.  মানবাধিকার দিবস কবে পালিত হয় – 10 ডিসেম্বর
২৯. কোন্ সালে Corona virus প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে? – 2015 সালে
৩০. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর: a) Millennium Development Goals (MDG) জাতিসংঘ কর্তৃক গৃহীত হয় – iv) ২০০০ সালে, b) Sustainable Development Goals (SDG) জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়i) – ২০১৫ সালে, c) ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়ii) – ১৯৯২ সালে, d) পরিবেশগত বিষয়ে সুইডেনে ‘স্টকহোম সম্মেলন’ অনুষ্ঠিত হয় – iii) ১৯৭২ সালে
৩১.  জাতিপুঞ্জের কোন সংস্থাকে ‘বিশ্বের বিবেক’ বলা হয় – সাধারণ সভা
৩২.  নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ  – 2 বছর
৩৩.  কে সাধারণ সভাকে Town meeting of the world’ বলেছেন? – গেটেল
৩৪.  সম্মিলিত জাতিপুঞ্জের 193 তম সদস্য রাষ্ট্র হলো – দক্ষিণ সুদান
৩৫. বিশ্ব ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত – ওয়াশিংটনে
৩৬.  নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও (I. মুম্বাই সন্ত্রাসী হামলা, II. উরি সন্ত্রাসী হামলা, III. পাঠানকোট সন্ত্রাসী হামলা, IV. ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা) – I, IV, II, III
৩৭. নীচের কোনটি একটি প্রধান অ-প্রথাগত নিরাপত্তা হুমকি নয়? – পারমাণবিক বিস্তার
৩৮.  এদের মধ্যে কোটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয়? –  জোট গঠন
৩৯.  ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় –  1 নভেম্বর, 1956
৪০.  কত সালে জম্মু ও কাশ্মীরের 370 নং ধারা বাতিল করা হয়? – 2019 সালে

HS 3rd Sem Political Science Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ডাউনলোড

এই শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে চালু হয়েছে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি। তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝেও কৌতূহল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান তথা Political Science বিষয়ের প্রশ্নপত্র কেমন হচ্ছে। সেই কারণে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের PDF। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই সহজেই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারবেন।

রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্র আসন্ন পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ছাত্রছাত্রীরা রাজনৈতিক তত্ত্ব, সংবিধান, শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত প্রশ্নের ধরণ, মার্কিং সিস্টেম এবং সিলেবাসের মূল অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে। শুধু ছাত্রছাত্রী নয়, HS Sem3 Political Science Question Paper 2025 শিক্ষকদের কাছেও সহায়ক হয়ে ওঠে ক্লাস প্রস্তুতি, পুনরাবৃত্তি ও মক টেস্ট নেওয়ার ক্ষেত্রে।

জেনে রাখুন: HS Class 12 4th Semester Routine 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিন! কবে কোন পরীক্ষা?

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Political Science Question Paper pdf) 4 MB
↓ Download Pdf 49 Pages ✅

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Join Group

Telegram