Taruner Swapna Tab Class 11: তরুণের স্বপ্ন প্রকল্প 2025 ট্যাবের টাকা কবে দেবে? পুজোর আগেই? আপডেট জানুন

Arpita Paul

Updated on:

Follow Us Share
Taruner Swapna Tab Class 11 10000 taka kobe Debe তরুণের স্বপ্ন প্রকল্প 2025

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশের পর সমস্ত সরকারি স্কুলের এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ (Class 11) পড়ুয়াদের জন্য “তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapna Scheme)” এককালীন ₹10,000 টাকা, স্মার্টফোন বা ট্যাব (Tab) কিনে পড়াশোনার জন্য দেওয়া হয়।

২০২৫ শিক্ষাবর্ষের “তরুনের স্বপ্ন প্রকল্প” মাধ্যমে ছাত্র-ছাত্রীদের 10 হাজার টাকা দেওয়ার কথা সেপ্টেম্বর মাসের শুরুতে থাকলেও, এখনও পর্যন্ত সেই টাকা পায়নি ছাত্র-ছাত্রীরা! এখন সবার মনে একটাই প্রশ্ন— “তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে?”

Taruner Swapna: তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে? – সর্বশেষ আপডেট

সরকারি সূত্র অনুযায়ী, এই বছরের প্রক্রিয়া একটু আলাদা, তার পাশাপাশি সুরক্ষাও অনেক বেশি থাকছে। আগের বছর এই তরুণের স্বপ্ন প্রকল্পের নিয়ে আর্থিক প্রতারণার কারণে অনেক ছাত্রছাত্রী টাকা পায়নি। সেজন্যই এই বছর বাড়তি সময় নেওয়া হলেও ছাত্রছাত্রীরা যাতে বঞ্চিত না হয় সেই দিকে দেখা হচ্ছে।

টাকা ধাপে ধাপে জেলা ভিত্তিক দেওয়া হবে এবং বেশিরভাগ ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে 30 সেপ্টেম্বর 2025-এর মধ্যে টাকা জমা (Credit) হয়ে যাবে। কিছু সমস্যার কারণে সামান্য দেরি হলেও পূজোর আগেই টাকা হাতে পৌঁছে যাবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

বিষয়বিস্তারিত
প্রকল্পের নামতরুণের স্বপ্ন প্রকল্প 2025 (Taruner Swapna Scheme 2025)
কারা টাকা পাবে?একাদশ (Class 11) পড়ুয়ারা
অনুদানের পরিমাণ₹10,000 টাকা (ট্যাব/মোবাইল কেনার জন্য)
টাকা কোথায় জমা হবে?পড়ুয়ার নিজের ব্যাংক অ্যাকাউন্টে (DBT)
গুরুত্বপূর্ণ আপডেটআধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট, OTP ভেরিফিকেশন ও Self-Declaration সম্পূর্ণ করতে হবে

তবে ছাত্র-ছাত্রীদের অবশ্যই যেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে

  • ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় (Active) থাকতে হবে।
  • অ্যাকাউন্ট অবশ্যই DBT (Direct Benefit Transfer)-এর সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • আধার কার্ড ও মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।
  • স্কুল থেকে পাঠানো Self-Declaration ও OTP Verification সম্পূর্ণ করতে হবে।

বিস্তারিত দেখো: Taruner Swapna Scheme selfdeclaration.wb.gov.in তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে? আপডেট

OTP ভেরিফিকেশন ও Self-Declaration প্রক্রিয়া Taruner Swapna 2025

তবে এই বছর থেকে শুধু ফরম ফিলাপ করে স্কুলে জমা দিয়ে দিলেই হবে না তারপরেও থাকছে দুই ধাপের প্রসেস! ইতি মধ্যেই অধিকাংশ ছাত্রছাত্রী হয়তো স্কুলের সহায়তায় সেগুলি করে নিয়েছেন, এখনো না করে থাকেন স্কুলের সাথে যোগাযোগ করে সেগুলি সম্পন্ন করে নিতে হবে।

  1. SMS-এ পাওয়া লিংক ও Student Code দিয়ে লগইন করুন।
  2. গার্ডিয়ানের মোবাইল নম্বরে OTP যাবে → সেটি বসান।
  3. নিজের তথ্য চেক করে I Accept the Declaration দিন।
  4. আধার ভেরিফিকেশনের জন্য OTP বসান।
  5. এই প্রসেস সম্পূর্ণ হলে তবেই তরুণ্য স্বপ্ন প্রকল্পে আপনার ফাইনাল টাকা ঢুকবে।

সবকিছু সম্পন্ন হয়ে গেলে অপেক্ষা করতে হবে সরকারি ফান্ড ডিসবার্স জন্য, অর্থাৎ শিক্ষা দপ্তরের কাছে ভেরিফিকেশন হয়ে গেলে সেটি সরকারি অর্থ দপ্তরে যাবে এবং সেখান থেকে সরাসরি বেনিফিশারী ট্রান্সফারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের একাউন্টে টাকা ক্রেডিট করানো হবে।

অবশ্যই দেখে নাও: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট, কত টাকা পাওয়া যাবে?

তরুণের স্বপ্ন গুরুত্বপূর্ণ লিংক ও ওয়েবসাইট

Taruner Swapno: Connecting Students with Technology: A West Bengal Government initiative providing Rs. 10,000 financial assistance to help students purchase tablets, smartphones, or PCs for their education.
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
অনলাইনে আবেদন অন্যান্য তথ্য সহ বিস্তারিত »Taruner Swapna
টাকা কবে দেবে? (সম্ভাব্য তারিখ)October 2025
তরুণের স্বপ্ন শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://selfdeclaration.wb.gov.in/
Taruner Swapna Self Declaration Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল)https://undertaking.wb.gov.in/

মিস করো না: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। “তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে”, অক্টোবরের 2025-এর মধ্যে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে। সঠিক তথ্য ও প্রক্রিয়া মেনে চললে প্রতিটি পড়ুয়া খুব সহজেই এই অনুদানের টাকা পাবেন এবং পড়াশোনায় ডিজিটাল সুবিধা নিতে পারবেন।

Join Group

Telegram