HS 3rd Semester Philosophy Question Paper 2025 PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র উত্তর সহ!

Anjan Mahata

Updated on:

Follow Us Share
HS 3rd Semester Philosophy Question Paper MCQ Answer Solution PDF

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যে এই শিক্ষা বর্ষের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের একাধিক পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ছিল উচ্চ মাধ্যমিক দর্শন বিষয়ের পরীক্ষা। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Geography Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Philosophy Question Paper 2025 PDF

উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগের একটি জনপ্রিয় বিষয় হলো দর্শন। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয়ের পরীক্ষার মোট নাম্বার ছিল ৪০ নাম্বার এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিট এবং এই পরীক্ষাটি ছিল MCQ টাইপের প্রশ্ন এবং OMRভিত্তিক।

বিষয়তথ্য
বিষয়দর্শন
পূর্ণমান40
পরীক্ষার তারিখ18th September, 2025

HS 3rd Semester Philosophy Answer Key: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র সমাধান

২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন (Philosophy) পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিচে One Liner প্রশ্নপত্র হিসেবে করে দেওয়া হলো।

১. ‘একটি আমের মিষ্টি স্বাদ’ লকের কোন্ প্রকার গুণ? — উত্তর: গৌণ গুণ
২. বিবৃতি (A): লাইবনিজের মতে “দ্রব্য হল গবাক্ষহীন চিৎ পরমাণু”।
কারণ (R): দ্রব্য (মনাদ) গুলি একে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারে না।
উত্তর: (A) ও (R) উভয়েই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
৩. অদ্বৈত বেদান্তের মূল তত্ত্ব হলো— নির্গুণ ব্রহ্ম
৪. অদ্বৈত বেদান্ত মতে ‘জগতের দ্বৈততা’ অনুভবের কারণ— অবিদ্যা
৫. অদ্বৈত বেদান্ত মতে জীবের বন্ধনদশার কারণ হলো— অবিদ্যা
৬. “আইন মানুষের প্রাকৃতিক অধিকার সংরক্ষণের জন্য তৈরি।” এটি বলেছেন— লক্
৭. রাষ্ট্রগঠনের প্রথম ও অপরিহার্য উপাদান হলো— জন সমষ্টি
৮. শূন্যস্থান পূরণ করো: কার্ল মার্ক্স -এর মতে, রাষ্ট্রের প্রভুত্বকারী শ্রেণির অনুকুল নিয়মকানুন হলো আইন।
৯. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
উত্তর: Option (b) → স্বাজাত্যবোধ → সম্প্রদায়; পারস্পরিক নির্ভরশীলতা → সমাজ; এক বা একাধিক স্বার্থসিদ্ধি → সংঘ; বিধিনিয়ম, রীতিনীতি, কর্মপদ্ধতি → প্রতিষ্ঠান
১০. সমাজ ও ব্যক্তির মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন্ চিত্রটি সঠিক?
উত্তর: Option (D) [ এমন একটি চিত্র যেখানে সমাজ একটি বড় বৃত্ত এবং ব্যক্তি তার ভেতরে অবস্থিত ]

১১. লাইবনিজ হলেন— বহুত্ববাদী
১২. “কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা।” এই কথাটি স্বীকার করেন— ইউয়িং
১৩. দেকার্ত দেহ-মনের সম্পর্ক ব্যাখ্যা করেন কোন্ মতবাদের দ্বারা? উত্তর: ক্রিয়া-প্রতিক্রিয়া
১৪. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
উত্তর: Option (C) → Concept of Mind → গিলবার্ট রাইল; Meditations → দেকার্ত; Monadology → লাইবনিজ; An Introduction to Philosophical Analysis → হসপার্স
১৫. বিবৃতি (A): প্রসক্তিদান অনুযায়ী কারণ থেকে কার্যকে অনুমান করা যায়।
কারণ (R): প্রসক্তিদানের সমর্থকগণ কারণ ও কার্যের মধ্যে আপতিক সম্পর্ক স্বীকার করে।
উত্তর: (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
১৬. The Suicide গ্রন্থটির রচয়িতা হলেন— এমিল দুরখেইন
১৭. যুদ্ধক্ষেত্রে দেশের জন্য সৈনিকের জীবন দেওয়াকে বলা হয়— আত্মবিসর্জন
১৮. “আত্মহত্যা জীবন থেকে মুক্ত থাকার একটি পলায়নবাদী মনোভাবের প্রকাশ।” এই উক্তিটি কার? উত্তর: হিউম
১৯. পরিবেশ নীতিবিদ্যা হলো— ব্যবহারিক নীতিবিদ্যার শাখা
২০. পরিবেশগত নীতিবিদ্যা কত খ্রিস্টাব্দে একটি স্বতন্ত্র নীতিশাস্ত্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল? উত্তর: ১৯৭৩

২১. বিবৃতি (A): অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম এক ও অদ্বিতীয়।
কারণ (R): অদ্বৈত বেদান্ত অনুসারে “ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম ছাড়া আর কেউ নয়।”
উত্তর: (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
২২. পঞ্চম বেদ কী? উত্তর: মহাভারত
২৩. ব্রহ্মসূত্র গ্রন্থটি রচনা করেন— মহর্ষি বাদরায়ণ
২৪. শঙ্করের মতে বিবর্তনের স্তর আছে— দুটি
২৫. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
উত্তর: Option (C) → অচিন্ত্য ভেদাভেদবাদ → শ্রীচৈতন্যদেব; দ্বৈতবাদ → মধ্বাচার্য; শুদ্ধাদ্বৈতবাদ → বল্লভাচার্য; দ্বৈতাদ্বৈতবাদ → নিমবর্ক
২৬. “সমাজ হল সামাজিক সম্পর্কের জাল, যা নিত্য পরিবর্তনশীল।” এটি বলেছেন— ম্যাকাইভার ও পেজ
২৭. ধর্মীয় প্রতিষ্ঠান হলো— একটি প্রতিষ্ঠান
২৮. ‘State’ শব্দটি প্রথম ব্যবহার করেন— ম্যাকিয়াভেলি
২৯. বিবৃতি (A): প্রতিষ্ঠানগুলো সংঘের গতিশীল দিক। কারণ (R): প্রতিষ্ঠানগুলো সংঘকে গতি দেয়, বৃদ্ধি করে ও বিকাশ ঘটায়।
উত্তর: (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
৩০. “ত্রিপুরা একটি দেশ নয়।” কারণ হলো— ত্রিপুরা সার্বভৌমত্ব প্রয়োগ করতে পারে না

৩১. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
উত্তর: Option (C)
যখন কোনো ডাক্তার রোগীর ইচ্ছানুসারে মারণাত্মক ইঞ্জেকশনের মাধ্যমে তার মৃত্যু ঘটায় → সক্রিয় স্বেচ্ছামৃত্যু
যখন রোগীর জীবন ধরে রাখার পদ্ধতি প্রত্যাহার করা হয় → নিষ্ক্রিয় স্বেচ্ছামৃত্যু
যখন রোগীর ইচ্ছানুসারে তার মৃত্যু ঘটানো হয় → ঐচ্ছিক স্বেচ্ছামৃত্যু
যখন রোগী জীবন ও মৃত্যুর পার্থক্য বুঝতে পারে না → অ-স্বেচ্ছাপ্রণোদিত স্বেচ্ছামৃত্যু
৩২. বিবৃতি (A): আত্মহত্যার নৈতিক মূল্যায়ন প্রয়োজন।
কারণ (R): আত্মহত্যা সমাজের অন্যান্য ব্যক্তিদের প্রভাবিত করে।
উত্তর: (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
৩৩. বিবৃতি (I): ডুরখেম তাঁর Suicide বইতে তিন ধরনের আত্মহত্যার কথা বলেছেন।
বিবৃতি (II): পিটার সিঙ্গার-এর মতে স্বেচ্ছামৃত্যুর চারটি প্রকার আছে।
বিবৃতি (III): “জীবনের যুদ্ধে কেবল শক্তিশালীরাই টিকে থাকবে।” – হার্বার্ট স্পেন্সার।
বিবৃতি (IV): কান্টের মতে, নৈতিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা একটি অনৈতিক কাজ।
উত্তর: মিথ্যা, মিথ্যা, মিথ্যা, সত্য
৩৪. Fundamentals of Sociology গ্রন্থটি লিখেছেন— গিসবার্ট
৩৫. বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়— ২২শে এপ্রিল
৩৬. “বস্তু ও মন হল আপেক্ষিক পদার্থ।” এটি বলেছেন— দেকার্ত
৩৭. “Esse est Percipi” উক্তিটি করেছেন— বার্কলে
৩৮. “সব কিছু ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু।” এই উক্তিটি করেছেন— স্পিনোজা
৩৯. “দ্রব্য হল এমন কিছু যা আমি জানি না।” এই উক্তিটি করেছেন— লক্
৪০. মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করেন— বার্কলে

HS 3rd Sem Philosophy Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র ডাউনলোড

এই শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে চালু হয়েছে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি। তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মাঝেও কৌতূহল রয়েছে, দর্শন তথা Philosophy বিষয়ের প্রশ্নপত্র কেমন হচ্ছে। সেই কারণে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্রের PDF। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই সহজেই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারবেন।

দর্শন বিষয়ের এই প্রশ্নপত্র আসন্ন পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ছাত্রছাত্রীরা দর্শনের প্রশ্নের ধরণ, মার্কিং সিস্টেম এবং সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে পারে। শুধু ছাত্রছাত্রী নয়, HS Sem3 Philosophy Question Paper 2025 এটি শিক্ষকদের কাছেও সহায়ক হয়ে ওঠে প্রস্তুতি ও মক টেস্ট নেওয়ার ক্ষেত্রে।

পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার দর্শন প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Philosophy Question Paper pdf) 3MB
↓ Download Pdf 41 Pages ✅

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Join Group

Telegram