উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাণিজ্য বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিজনেস স্টাডিজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিজনেস স্টাডিজ বিষয়ের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে ১৬ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Business Studies Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিস প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Business Studies Question Paper 2025 PDF
২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বিজনেস স্টাডিজ বিষয়ের পরীক্ষাটি ছিল ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার, পরীক্ষা শুরু হয় সকাল 10টা থেকে এবং শেষ হয় 11:15 মিনিটে। পরীক্ষার পূর্ণ মান ছিল ৪০ নাম্বার।
বিষয় | তথ্য |
---|---|
বিষয় | বিজনেস স্টাডিস |
পূর্ণমান | 40 |
পরীক্ষার তারিখ | 16th September, 2025 |
HS 3rd Semester Business Studies Answer Key: উচ্চমাধ্যমিক বিজনেস স্টাডিস প্রশ্নপত্র সমাধান
(১) ‘FDI’-এর পূর্ণ রূপটি হলো – Foreign Direct Investment
(২) a. কারবারি পরিবেশ একটি চরম ধারনা, b. কারবারি পরিবেশ ব্যাপকভাবে অনিশ্চিত। – (a) মিথ্যা, কিন্তু (b) সত্য
(৩) কারবারি পরিবেশ প্রকৃতিতে গতিশীল। b. কারবারি পরিবেশের কোন উপাদানের পরিবর্তন সমস্ত কারবারকে সমানভাবে প্রভাবিত করে – (a) সত্য, কিন্তু (b) মিথ্যা
(৪) যখন কোনো দেশ তার আয়ের চেয়ে বেশি খরচ করে তখন তাকে বলে – রাজস্ব ঘাটতি
(৫) A. কারবারি পরিবেশ একটি আপেক্ষিক ধারণা, R. কারবারি পরিবেশ এক দেশ থেকে অন্য দেশে এবং এমনকি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আলাদা হয়। – (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা
(৬) নীচের কোনটি শাস্তিযোগ্য অপরাধ? – নিয়ম লঙ্ঘন
(৭) লোকেদের আচরণ নিয়ন্ত্রণ করে এবং শৃঙ্খলা বজায় রাখে। – নিয়ন্ত্রণ
(৮) (a) কর্মনীতির বিকল্প থাকতে পারে। (b) নিয়মের কোনো বিকল্প থাকে না। – (a) এবং (b) উভয়ই সত্য
(৯) স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II-এর মিলনসাধন করো: (a) পরিকল্পনার বৈশিষ্ট্য, (b) পরিকল্পনার গুরুত্ব, (c) পরিকল্পনার সীমাবদ্ধতা, (d) পরিকল্পনার ধাপ – (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
(১০) “বিক্রীত পণ্য ফেরৎ নেওয়া হয় না” এটা কি ধরনের পরিকল্পনা? – কর্মনীতি
(১১) বিপণিজাত পণ্যের (Shopping product) একটি উদাহরণ হলো – মোটরগাড়ি
(১২) (a) বিপণন হলো পণ্যভিত্তিক। (b) বিক্রয় হলো ক্রেতাভিত্তিক। – (a) এবং (b) উভয়ই মিথ্যা
(১৩) যখন পণ্য বণ্টনের গতিপথে কোনো মধ্যস্থ কারবারি থাকে না, তখন সেই গতিপথকে বলে —– স্তর। – শূন্য
(১৪) ডেটল হলো একটি – ব্র্যান্ড নাম
(১৫) মোড়কজাতকরণ করা হয় – পণ্যের নিরাপত্তার জন্য
(১৬) স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II এর মিলনসাধন করো: (a) কর্তৃত্ব, (b) দায়িত্ব, (c) জবাবদিহিকরণ – (a)-(ii), (b)-(i), (c)-(iii)
(১৭) অতিরিক্ত কাজের চাপের দরুন mr. A তার অধস্তনmr B. কি নিজের কার্যসম্পাদন কর্তৃত্বের কিছুটা হস্তান্তর করে দিলেন এটি নির্দেশ করে – ভারার্পণ
(১৮) সংগঠন ব্যক্তিগত অনুভূতি অগ্রাহ্য করা হয় এবং কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করা হয়। – বিধিবদ্ধ
(১৯) A. সংগঠন হলো একটি বহুমুখী কাঠামো, R. কোনো সংগঠনের যোগাযোগগুলি নিম্নমুখী, ঊর্ধমুখী বা অনুভূমিক হতে পারে। – (A) এবং (R) উভয়ই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(২০) অধস্তনদের গুরুত্ব হ্রাস করে। – কেন্দ্রীকরণ
(২১) A. পরিকল্পনা হলো একটি মানসিক চর্চা বা অনুশীলন, R. যদি কোনো লক্ষ্য পূরণের জন্য আর কোনো বিকল্প উপায় না থাকে, তবে পরিকল্পনার প্রয়োজন হয় না। – (A) এবং (R) উভয়ই সত্য, কিন্তু (R), (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(২২) …..হলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার উদাহরণ। – মূলধন বাজেট
(২৩) সংগঠনের প্রাচীনতম রূপটি হলো – রৈখিক সংগঠন
(২৪) বিভাগীয় কাঠামো ব্যয়বহুল। – সত্য
(২৫) অর্পণ করা যেতে পারে। – কর্তৃত্ব
(২৬) ‘PIL’-এর পূর্ণ রূপটি হলো – Public Interest Litigation
(২৭) ক্রেতা সুরক্ষা আন্দোলনের পথিকৃৎ হলেন – রিচার্ড ক্যান্টিলন
(২৮) (a) ‘ক্রেতা সুরক্ষা’ ভোগকারীদের ভোক্তা সংগঠন গড়ে তুলতে উৎসাহিত করে। (b) আমাদের দেশের ক্রেতারা সংগঠিত নয়। – (a) এবং (b) উভয়ই সত্য
(২৯) স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II-এর মিলনসাধন করো ও সঠিক উত্তরটি বেছে নাও: – ক্ষতিপূরণ দাবি (a) ১ কোটি টাকা পর্যন্ত (b) এক কোটি টাকার উর্ধ্বে কিন্তু ১০ কোটি টাকা পর্যন্ত (c)১০ কোটি টাকার উর্ধ্বে – (a)-(ii), (b)-(i), (c)-(iii)
HS 3rd Sem Business Studies Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার কারবার অধ্যায়ন প্রশ্নপত্র ডাউনলোড
সেমিস্টার ভিত্তিক উচ্চমাধ্যমিক পরীক্ষা এই শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে। তাই স্বাভাবিকভাবেই সকল ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকের মনে প্রশ্ন জেগেছে—প্রশ্নপত্র কেমন হচ্ছে? সেই কারণেই আজকের এই প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি HS 3rd Semester Business Studies Question Paper PDF। নিচে দেওয়া ডাউনলোড অপশন থেকে খুব সহজেই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নেওয়া যাবে।
এই প্রশ্নপত্রটি আসন্ন পরীক্ষার্থীদের জন্য ভীষণভাবে উপকারী হবে। কারণ পরীক্ষার আগে পুরনো প্রশ্ন বিশ্লেষণ করলে প্রশ্নপত্রের ধরন, গুরুত্বপূর্ণ অধ্যায় এবং উত্তর লেখার পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়। তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরাও চাইলে এই উচ্চমাধ্যমিক বিজনেস স্টাডিজ প্রশ্নপত্রের পিডিএফ সংগ্রহ করতে পারেন।
ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোড | তথ্য |
---|---|
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বিজনেস স্টাডিস প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Business Studies Question Paper pdf) | 2 MB |
↓ Download Pdf | 34 Pages✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
✅ তোমরা সংগ্রহ করতে পারো অধ্যায় ভিত্তিক👇Chapterwise নতুন সেমিস্টার All Types MCQ + Mock Test PDF! [মাত্র 59 টাকা]
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »