২০২৫-২৬ শিক্ষাবর্ষের সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার অষ্টম দিন তথা ১৬ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার ছিল আর্টস বিভাগের জনপ্রিয় বিষয় ভূগোল পরীক্ষা। ইতিমধ্যে আর্টস বিভাগের একাধিক ছাত্র-ছাত্রীর অধিকাংশ পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Geography Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Geography Question Paper 2025 PDF
উচ্চমাধ্যমিক আর্টস বিভাগের ভূগোল বিষয়টি একটি প্রাকটিক্যাল ভিত্তিক বিষয় হওয়ায় এই বিষয়ের পূর্ণমান হলো ৩৫ নাম্বার এবং এই বিষয়ের পরীক্ষার জন্য নির্ধারিত সময় অন্যান্য বিষয়ের মতই ১ ঘণ্টা ১৫ মিনিট। গত ১৬ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের পরীক্ষাটি সম্পন্ন হয়েছে পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১০ টা থেকে ও শেষ হয় 11:15 মিনিটে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | ভূগোল |
| পূর্ণমান | 35 |
| পরীক্ষার তারিখ | 16th September, 2025 |
HS 3rd Semester Geography Answer Key: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র সমাধান
২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিচে One Liner প্রশ্নপত্র হিসেবে করে দেওয়া হলো।
১. নিম্নের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো (i) পচা পাতা – লারভা – ছোট মাছ বড় – মাছ, (ii) ঘাস – ঘাস ফড়িং – ব্যাংক – সাপ – বাজপাখি, (iii) কুকুর – কৃমি – বিয়োজক, (iv) উদ্ভিদ – হরিন- (i)-(c), (ii)-(d), (iii)-(a), (iv)-(b)
২. কার্স্ট অঞ্চলে চুনাপাথরের অদ্রাব্য দ্রবণ কার্যে গঠিত লাল বর্ণের কর্দম নিম্নলিখিত যে নামে পরিচিত তা হলো – টেরা রোসা
৩. বিবৃতিগুলি পড়ে সত্য / মিথ্যা উল্লেখ করো (i) প্রশান্ত মহাসাগর পৃথিবীপৃষ্ঠের তিনভাগের মধ্য একভাগ অপেক্ষা বেশি স্থান জুড়ে অবস্থান করছে, (ii) সমুদ্রস্রোত সমুদ্রতলের ভূপ্রকৃতি আলোচনা করা হয় সমুদ্রবিজ্ঞানে, (iii) ফারদিনাদ মেগেলানকে কে সমুদ্র বিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়,(iv) দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি – (i)- সত্য, (ii)- সত্য, (iii)- মিথ্যা, (iv)- মিথ্যা
৪. নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের অত্যধিক উষ্ণ ও আর্দ্র পরিবেশে বসবাসকারী অধিবাসী হলো – বান্টু
৫. স্থূল জন্মহার (CBR) হলো – এক বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা/বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা × ১০০০
৬. বন্যাপ্রবণ অঞ্চলে উচ্চভূমিতে গড়ে ওঠা বসতিকে কী বসতি বলা হয় – শুষ্ক বিন্দু বসতি
৭. রাস্তার ধারে গড়ে ওঠা বসতিকে কী বলা হয় – রৈখিক বসতি
৮. ভারতের বৃহত্তম তৈল শোধনাগারটি অবস্থিত হলো – জামনগর, গুজরাট
৯. অবতরণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো – পর্যায়ন
১০. Zoom, Microsoft Teams, Skype, Google Meet এই প্ল্যাটফর্মগুলি কোন মাধ্যমের সঙ্গে সম্পর্কিত – ভিডিও কনফারেন্সিং
১১. নিম্নলিখিত কোন্ বিবৃতিটি খাদ্যশৃঙ্খলের ক্ষেত্রে প্রযোজ্য নয় – খাদ্যশৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদাই চক্রাকার প্রকৃতিতে হয়
১২. দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নিত্যবহ খালের সংখ্যা বেশি হওয়ার কারণ হিসেবে নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয় – উত্তর ভারতের সমভূমিতে সেচের জন্য কূপ, টিউবওয়েল এবং জলাশয়ের উন্নয়ন ব্যয়বহুল এবং কঠিন
১৩. নদী মোহনায় নিম্নলিখিত কোন্ বাস্তুতন্ত্র দেখা যায় – খাড়ি/Estuarine বাস্তুতন্ত্র
১৪. পৃথিবীর সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো – ভ্যান হ্রদ
১৫. পরিযানের আকর্ষণ শক্তি বা pull factor নয় কোনটি – ধর্ম ও জাতিগত বৈষম্য
১৬. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো – (i) নিবিড় জনবসতিযুক্ত অঞ্চল – কান্টো সমভূমি, জাপান, (ii) মধ্যম ঘনবসতিযুক্ত অঞ্চল – মারে ডার্লিং অববাহিকা, অস্ট্রেলিয়া, (iii) বিরল বসতিযুক্ত অঞ্চল -ভেল্ড তৃণভূমি, দক্ষিণ আফ্রিকা, (iv) অতিবিরল বসতিযুক্ত অঞ্চল – কালাহারি মরুভূমি, মঙ্গোলিয়া
১৭. যখন তিন দিক থেকে তিনটি রাস্তা এসে একটি বিন্দুতে মিলিত হয়, তখন উক্ত স্থানে রাস্তা বরাবর কোন আকৃতির গ্রামীণ বসতি গড়ে ওঠে? — Y
১৮. জলবিভাজিকা ব্যবস্থাপনার মূল লক্ষ্য হলো? — জলাশয়, মৃত্তিকা এবং উদ্ভিদের সমন্বিত সংরক্ষণ
১৯. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো? (i) কৃষি পরিকল্পনা,(ii) কৃষি জমির উর্বরতা বৃদ্ধি, (iii) কৃষি কাজের পৌনঃপণিকতা, (iv) শস্য এর প্রাধান্য — (i)-(b), (ii)-(d), (iii)-(a), (iv)-(c)
২০. ভৌম জলের ভাণ্ডার সৃষ্টির জন্য ভূগর্ভে ______ শিলাস্তরের নীচে ______ শিলাস্তর থাকা অবশ্য প্রয়োজন। — প্রবেশ্য, অপ্রবেশ্য
২১. জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সর্বাধিক? — আফ্রিকা
২২. ভারতের যে বন্দর মারফত জাপানে লৌহ আকরিক রপ্তানি করা হয় তা হলো? — বিশাখাপত্তনম
২৩. জলবিভাজিকা অঞ্চল হলো একটি? — প্রাকৃতিক অঞ্চল
২৪. ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠিত হয় কোন সালে? — 1965
২৫. ভাকরা-নাঙ্গাল প্রকল্পের সাহায্যে কোন রাজ্যে জলসেচ করা হয়? — পাঞ্জাব
২৬. ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধির নির্ধারণ পদ্ধতিকে কী বলা হয়? — জন অভিক্ষেপ|
২৭. ২০১১ সালের আদমশুমারি অনুসারে, নিম্নলিখিত রাজ্যগুলিকে জনঘনত্বের ক্রমবর্ধমান সাজাও? — বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, কেরালা
২৮. প্রশ্নচিহ্ন স্থানে সঠিক বিকল্পটি বসাও: A. আমদানি বাণিজ্য B. পুনঃরপ্তানি বাণিজ্য C. রপ্তানি বাণিজ্য — আন্তর্জাতিক বাণিজ্য
২৯. মহীসঞ্চরণ তত্ত্বের জনক হলেন? — আলফ্রেড ওয়েগেনার
৩০. উন্নয়নশীল দেশে বয়স-লিঙ্গ পিরামিডের আকৃতি হয়? — নাশপাতির মত
৩১. যখন দুটি পার্শ্ব হিমবাহ একত্রিত হয়, তখন কী রূপের হিমবাহ গঠিত হয়? — মধ্যস্থ হিমবাহ
৩২. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অ্যাম্ফিথিয়েটার আকৃতির ভূমিরূপ জার্মানে কী নামে পরিচিত? — কার
৩৩. বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন করো? (i) অবিরাম বৃষ্টি, (ii) ঝিরিঝিরি বৃষ্টি,(iii) বজ্রবিদ্যুৎ সহ ঝঞ্ঝা, (iv) পরিষ্কার আবহাওয়া — (i)-(b), (ii)-(a), (iii)-(d), (iv)-(c)
৩৪. নিচের চিত্রটির চিহ্নিত অংশের উপর ভিত্তি করে সঠিক বিকল্প নির্বাচন করুন। — (i) শীতল বায়ু, (ii) উষ্ণ বায়ু, (iii) নাতিশীতোষ্ণ-ঘূর্ণবাতজনিত বৃষ্টি
৩৫. নিম্নলিখিত কোন খনিজ সম্পদটি মহীসোপান অঞ্চল থেকে আহরিত হয়? — ম্যসিভ সালফাইড
HS 3rd Sem Geography Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ডাউনলোড
এই শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা পদ্ধতি। তাই স্বাভাবিক ভাবেই ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকদের মাঝেও কৌতূহল রয়েছে যে প্রশ্নপত্রের ধরন কেমন হচ্ছে। সেই কারণে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্রের PDF। নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করলেই সহজেই প্রশ্নপত্রটি আপনারা সংগ্রহ করতে পারবেন।
ভূগোল বিষয়ের এই প্রশ্নপত্র আসন্ন পরীক্ষার্থীদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগে আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে ছাত্রছাত্রীরা প্রশ্নের ধরণ, মার্কিং সিস্টেম এবং সিলেবাসের প্রয়োজনীয় অংশ সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষক-শিক্ষিকাদের কাছেও এটি সহায়ক হয়ে ওঠে প্রস্তুতির জন্য।
পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)
ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
| ডাউনলোড | তথ্য |
|---|---|
| উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Geography Question Paper pdf) | 3 MB |
| ↓ Download Pdf | 49 Pages ✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




