২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যেই একাধিক বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত 15ই সেপ্টেম্বর ২০২৫ শনিবার আর্টস বিভাগের অন্যতম জনপ্রিয় বিষয় ইতিহাস (History) এর পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester History Question Paper PDF ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার করা হলো।
বিষয় | পূর্ণমান | পরীক্ষার তারিখ |
---|---|---|
ইতিহাস (History) | 40 | 15th September, 2025 |
অন্যান্য বিষয়ের মতই ইতিহাসের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিট।
HS 3rd Semester History Answer 2025: উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র সমাধান
ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র মিলিয়ে দেখার জন্য এখানে সম্ভাব্য উত্তর দেওয়া হলো।
(১) ভারতে আগত পারস্যের পর্যটকের নাম? 👉 আব্দুর রজ্জাক
(২) আল-বিরুনি কোন ভাষায় কিতাব-উল-হিন্দ রচনা করেন? 👉 আরবি
(৩) “বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ” – মন্তব্যটি কে করেছেন? 👉 আব্দুর রজ্জাক
(৪) কোন ঐতিহাসিক কালানুক্রম সঠিক? 👉 মামালুক রাজবংশ – ১২০৬-১২৯০, খলজি রাজবংশ – ১২৯০-১৩২০, তুঘলক রাজ বংশ – ১৩২০-১৪১৩, সৈয়দ রাজবংশ – ১৪১৪-১৪৫১-, লোদি রাজ বংশ -১৪৫১-১৫২৬
(৫) ‘Six Voyages’ গ্রন্থটি কে রচনা করেন? 👉 তাভার্নিয়ের
(৬) ‘চারমিনার’ কোথায় অবস্থিত? 👉 হায়দ্রাবাদ
(৭) যুক্তি অনুসারে পর্যটকদের সঠিক কালানুক্রম কী? 👉 মার্কো পোলো, ইবন বতুতা, আব্দুর রজ্জাক, বার্নিয়ের
(৮) ‘তেলুগু কবিতার জনক’ হিসাবে পরিচিত কে? 👉 পেদ্দানা
(৯) রামানন্দ কোন্ ধর্মগোষ্ঠীর অন্তর্গত ছিলেন? 👉 বৈষ্ণব
(১০) সুফি পীর অথবা মুরশিদ সাধারণত কোথায় থাকতেন? 👉 খান্কায়
(১১) প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তাঁর মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন? 👉 রামানন্দ
(১২) জাহাঙ্গীরের দরবারে ইংরেজ দূত হিসেবে এসেছিলেন? 👉 উইলিয়াম হকিন্স এবং টমাস রো
(১৩) ‘গুরু কা লঙ্গর’ কে প্রতিষ্ঠা করেন? 👉 নানক
(১৪) কোন সংগীতের বিকাশ সুফিবাদের দ্বারা প্রভাবিত হয়েছিল? 👉 কাওয়ালি
(১৫) কার স্মৃতিতে ‘কুতুব মিনার’ নির্মিত হয়েছিল? 👉 কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
(১৬) কৃষ্ণদেবরায় কোন রাজবংশের রাজা ছিলেন? 👉 তুলুভ রাজবংশ
(১৭) ‘দক্ষিণ ভারতের আগ্রা’ নামে পরিচিত শহর কোনটি? 👉 বিজাপুর
(১৮) তালিকোটার প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 👉 ১৫৬৫ খ্রিস্টাব্দ
(১৯) বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? 👉 ইলিয়াস শাহ
(২০) বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল কোন নদীর তীরে? 👉 তুঙ্গভদ্রা
(২১) ‘Imperium’ শব্দটি কোথা থেকে এসেছে? 👉 ল্যাটিন শব্দ থেকে
(২২) আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেছিল কে? 👉 ব্রিটিশরা
(২৩) কোন কোন বিষয়ের সঙ্গে মিল আছে? 👉 টিপু সুলতান – শ্রীঙ্গেরপত্তমের সন্ধি, শ্রীঙ্গেরপত্তমের সন্ধি – দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ, ওয়ারেন হেস্টিংস – সালবাই-এর সন্ধি, লর্ড ডালহৌসি – স্বত্ববিলোপ নীতি
(২৪) প্রদত্ত বিবরণটি কোন ভূমিরাজস্ব ব্যবস্থার? 👉 রায়তওয়ারি ব্যবস্থা
(২৫) কোনটি সঠিক? 👉 ডোম পেড্রো ১৮২২ সালে নিজেকে ব্রাজিলের সম্রাট ঘোষণা করেন, ব্রাজিল এখন ৭ই সেপ্টেম্বর ‘জাতীয় দিবস’ হিসাবে পালন করে।
(২৬) “উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা।” – এই উক্তিটি কার? 👉 জুলস ফেরি
(27) ‘প্রাচ্যের সিজার’ নামে পরিচিত ছিলেন কে? 👉 আলবুকার্ক
(২৮) ভারতে ‘আধুনিক পুলিশ ব্যবস্থার জনক’ হিসেবে পরিচিত ছিলেন কে? 👉 লর্ড কর্নওয়ালিস
(২৯) সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কলকাতায় প্রতিষ্ঠিত হয় কবে? 👉 ১৭৭৪ খ্রিস্টাব্দ
(৩০) প্রথম স্বদেশী জাহাজ কোম্পানি কে প্রতিষ্ঠা করেন? 👉 চিদাম্বরম পিল্লাই
(৩১) অবশিল্পায়নের প্রধান কারণ ছিল? 👉 বৈষম্যমূলক শুল্কনীতি
(৩২) “ডুরান্ড লাইন” হলো? 👉 ভারত – আফগানিস্তান সীমারেখা
(৩৩) ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে? 👉 বেলজিয়াম
(৩৪) ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? 👉 হল্যান্ড
(৩৫) ‘স্বতন্ত্র বাণিজ্য নীতি’র প্রবক্তা কে ছিলেন? 👉 অ্যাডাম স্মিথ
(৩৬) কোন বিষয়ের সঙ্গে কার নাম যুক্ত? 👉 সম্পদের নির্গমন – দাদাভাই নওরোজী, রায়তওয়ারি বন্দোবস্ত – টমাস মুনরো, মহলওয়ারি বন্দোবস্ত – হোল্ট ম্যাকেনজি, চিরস্থায়ী বন্দোবস্ত – লর্ড কর্নওয়ালিস
(৩৭) ‘জাভা শান্তি চুক্তি’ কবে স্বাক্ষরিত হয়েছিল? 👉 ১৮৩০ খ্রিস্টাব্দ
(৩৮) কালানুক্রম অনুসারে সাজাও 👉 আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন, বেলজিয়ামকে ‘ইউরোপের ককপিট’ বলা, ‘জাভা শান্তি চুক্তি’ স্বাক্ষর, ‘স্বতন্ত্র বাণিজ্য নীতি’র প্রবর্তন
📌 ফাইনাল অফিসিয়াল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি। প্রকাশ হলে এখানে আপডেট করে দেওয়া হবে। বর্তমানে দেওয়া উত্তরগুলি ছাত্র-ছাত্রীদের দ্বারা প্রস্তুত, এগুলি অফিসিয়াল নয়।
HS 3rd Sem History Question Paper Download: Class 12 ইতিহাস প্রশ্নপত্র ডাউনলোড
অনেকেই ভাবছেন, ইতিহাসের প্রশ্নপত্র কেমন হয় সেমিস্টার পদ্ধতিতে। তাই এখানে WBCHSE Modern History (HS 3rd Semester) এর আসল বোর্ড প্রশ্নপত্রের PDF দেওয়া হলো।
পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)
ডাউনলোড | তথ্য |
---|---|
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester History Question Paper pdf) | 2 MB |
↓ Download Pdf | 35 Pages ✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
কেন এই প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ?
- আগামীর পরীক্ষার্থীদের জন্য এটি একটি Guideline, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে বোঝা যায়
- প্রস্তুতির পরিকল্পনা করা সহজ হয়, শিক্ষক-অভিভাবকদের জন্যও সহায়ক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »