WBJEE ANM-GNM Form Fill up 2025: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে চলছে পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষা অর্থাৎ ANM-GNM এর ফর্ম ফিলাপ। কয়েকদিন আগেই সম্প্রতি প্রকাশ করা হয়েছে পরীক্ষার তারিখ এবং Information Bulletin। আজকের এই প্রতিবেদনে ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ কত টাকা ফি লাগবে এবং কি কি ডকুমেন্ট প্রয়োজন – সবকিছু শেয়ার করা হলো!
ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপ (ANM-GNM Online From Fill up)
Westbengal WBJEEB ANM-GNM পরীক্ষার ফর্ম ফিলাপের তারিখ সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়। যে সকল ছাত্র-ছাত্রীরা নার্সিং করব বলে ভাবছো তোমরা ANM-GNM পরীক্ষার মাধ্যমে সহজেই সরকারিভাবে বিনামূল্যে নার্সিং করার সুযোগ পাবে। ANM-GNM পরীক্ষার জন্য তোমরা WBJEE এর ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে।
WBJEE ANM GNM নার্সিং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার নাম | ANM ও GNM নার্সিং প্রবেশিকা পরীক্ষা |
উদ্যোক্তা | Joint entrance board |
সম্ভাব্য পরীক্ষার তারিখ | 19.10.2025 (Sunday) 12:00 noon to 1:30 p.m. |
অফিসিয়াল সাইট | www.wbjeeb.nic.in |
আবেদনকারীর যোগ্যতা (ANM GNM Eligibility)
ANM ও GNM নার্সিংয়ে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতাগুলি রাখতে হবে।
- ১. ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- ২. উচ্চমাধ্যমিকে মোট বিষয়ে ৪০% নম্বর রাখতে হবে।
- ৩. আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ৩৫ এর মধ্যে হতে হবে।
ANM শুধু মেয়েরা আবেদন করতে পারবেন, GNM ও পুরুষ ও মহিলারা উভয়েই আবেদন করতে পারেন।
ANM-GNM পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ 2025
2025 সালে ANM-GNM পরীক্ষা হচ্ছে আগামী ১৯ শে অক্টোবর এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ ১৫ ই সেপ্টেম্বর।
কার্যক্রম | তারিখ ও সময় |
---|---|
তথ্যপত্র (Information Bulletin) প্রকাশ | 28.08.2025 (Thursday) – ২৮শে আগস্ট |
অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু | 04.09.2025 (Thursday), 4:00 p.m. onward – ৪ঠা সেপ্টেম্বর |
অনলাইনে আবেদন শেষ তারিখ | 15.09.2025 (Monday) – ১৫ই সেপ্টেম্বর |
অনলাইনে সংশোধন (Correction) ও সংশোধিত কনফার্মেশন পেজ ডাউনলোড | 17.09.2025 (Wednesday) – ১৭ই সেপ্টেম্বর to 18.09.2025 (Thursday) – ১৮ই সেপ্টেম্বর |
ডাউনলোডযোগ্য এডমিট কার্ড প্রকাশ | 10.10.2025 (Friday) – ১০ই অক্টোবর to 19.10.2025 (Sunday) – ১৯শে অক্টোবর |
পরীক্ষার তারিখ ও সময় | 19.10.2025 (Sunday), 12:00 noon to 1:30 p.m. – ১৯শে অক্টোবর |

West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB) এর অধীনে ANM & GNM 2025 পরীক্ষার অনলাইন ফর্ম ফিলআপ চলছে। আজকের তারিখ অনুযায়ী আর মাত্র ৪ দিন বাকি রয়েছে ফর্ম ফিলআপের জন্য। তাই দেরি না করে যারা এখনো আবেদন করনি, তারা অবিলম্বে ফর্ম পূরণ করে নাও।
আবেদন ফি (Application Fees)
এবার জেনে নেওয়া যাক যে সকল ছাত্র-ছাত্রী ANM-GNM পরীক্ষার জন্য আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের কত টাকা আবেদন লাগবে।
ক্যাটাগরি | আবেদন ফি |
---|---|
SC/ST/OBC- A/OBC-B/EWS/Orphan | ৩০০ টাকা |
জেনারেল | ৪০০ টাকা |
শেষ মুহূর্তের প্রস্তুতিতে উত্তর সহ সাজেশন + বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করুন [মাত্র 90 টাকা তে PDF] 👇
- ✅সাজেশন + প্রশ্নোত্তর + প্রস্তুতির গাইড একসাথে! দুটি পিডিএফ পাবেন, পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে কেনার জন্য মেসেজ করতে পারেন।
(Documents Required) আবেদনের সময় কি কি ডকুমেন্ট প্রয়োজন?
এবার জেনে নেওয়া যাক আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, পরীক্ষার আবেদনের সময় মেডিকেল সার্টিফিকেট, EWS সার্টিফিকেট ইত্যাদি কোনরকম সার্টিফিকেট প্রয়োজন হয় না। আবেদনের সময় শুধুমাত্র তোমার পাসপোর্ট সাইজ ছবি সিগনেচার এবং মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মার্কশীট এই সকল ডকুমেন্টসই প্রয়োজন।
ANM ও GNM নার্সিং পরীক্ষার সিলেবাস
মোট ছটি বিষয়ের উপর পরীক্ষা হবে এবং পাঠ্যক্রম নবম ও দশম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে করা হবে। কোন বিষয়ের উপর মোট কত নম্বর রয়েছে তা নিচে বর্ননা করা হল।
জীবন বিজ্ঞান | ৫০ নম্বর |
ভৌত বিজ্ঞান | ৫০ নম্বর |
সাধারন ইংলিশ | ৩০ নম্বর |
অঙ্ক | ১০নম্বর |
সাধারন জ্ঞান | ১০ নম্বর |
লজিক্যাল নলেজ | ৫ নম্বর |
ANM GNM পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ কোন বিষয় থেকে কত নম্বর থাকবে? কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে? ইতিমধ্যেই বিস্তারিত শেয়ার করা রয়েছে তোমরা নিজে থেকে দেখে নিতে পারো।
ক্লিক করে দেখুন: WB ANM GNM Exam Syllabus, Pattern: পশ্চিমবঙ্গ জিএন এম নার্সিং পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন
অফিসিয়াল বুলেটিন ও গুরুত্বপূর্ণ লিংক
বাংলা | লিঙ্ক / Link |
---|---|
ANM-GNM সংক্রান্ত সব আপডেট | WB ANM-GNM |
তথ্য কাগজ (Information Bulletin) | Download PDF |
সরাসরি ফর্ম পূরণের লিঙ্ক (Online Form Fill uP) | Direct Apply Link → |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »