জগদীশচন্দ্র বসু ন্যাশনাল ট্যালেন্ট সার্চ (JBNSTS) বৃত্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র (Previous Year Question Papers) এবং মডেল স্যাম্পেল প্রশ্নপত্র (Model Sample Papers) অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। তাই আগেভাগে প্রশ্নের ধরন, প্যাটার্ন এবং পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য এই প্রশ্নপত্রগুলি গাইডলাইন হিসেবে কাজ করে।
JBNSTS Exam Question Paper Pattern এবং পরীক্ষার কিছু তথ্য
JBNSTS (Jagadish Bose National Science Talent Search) হলো পশ্চিমবঙ্গের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান বৃত্তি পরীক্ষা। এর লক্ষ্য হলো বিজ্ঞানের প্রতি আগ্রহী এবং গবেষণামুখী ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশ করা।এই পরীক্ষার প্রধান দুটি বিভাগ রয়েছে –
- Junior Talent Search Test (JTST) – 2025 সালে 10ম শ্রেণী পাশ করেছে (সর্বনিম্ন 75% নম্বর / সমতুল্য CGPA) এবং বর্তমানে XI Science-এ অধ্যয়নরত।
- Senior Talent Search Test (STST) – 2025 সালে 10+2 পাশ করেছে বা পরীক্ষায় বসেছে এবং Science stream-এ উচ্চশিক্ষা (B.Sc. Hons / Engg. / Medicine / BS-MS / M.Sc.) করতে ইচ্ছুক।
Junior Talent Search Test (JTST)
- Duration: 2 Hours
- Full Marks: 90
- Subjects Covered:
- Physical Science – 30 Marks
- Life Science – 30 Marks
- Mathematics – 30 Marks
- Question Pattern:
- প্রতিটি বিষয়ে নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন থাকবে।
- প্রতিটি প্রশ্ন ৫ নম্বরের।
- কোনও বিকল্প প্রশ্ন থাকবে না।
Senior Talent Search Test (STST)
- Duration: 3 Hours
- Full Marks: 100
- Subjects Covered: Physics, Chemistry, Mathematics, Biology
- Question Distribution:
- Section A: 75 Marks
- 4 বিষয়ের মধ্যে যেকোনও 3 বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে।
- প্রতিটি বিষয় থেকে ৫টি প্রশ্ন (মোট ১৫টি প্রশ্ন), প্রতিটি প্রশ্ন ৫ নম্বরের।
- Section B: 25 Marks
- ৪ বিষয়ের মধ্যে যেকোনও ১টি বিষয় বেছে নিয়ে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে।
- প্রতিটি প্রশ্ন ২৫ নম্বরের, একাধিক অংশ থাকতে পারে।
- Section A: 75 Marks
মিস করবেন না: NMMSE Scholarship 2025: ন্যাশনাল মেরিট স্কলারশিপ আবেদন শুরু! বছরে ১২ হাজার টাকা, যোগ্যতা, লাস্ট ডেট?
JBNST Senior & Junior Talent Search Scholarship Exam Question Paper PDF
JBNSTS এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://jbnsts.ac.in) Senior & Junior Talent Search Scholarship Exam এর জন্য আলাদা আলাদা মডেল প্রশ্নপত্র (PDF আকারে) প্রকাশিত হয়েছে।
আমরা এখানে সেই অফিসিয়াল Sample Copy of Question Papers সরাসরি শেয়ার করছি যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে যথাযথভাবে প্রস্তুতি নিতে পারে।
JBNST Sample Paper | PDF Link |
---|---|
Junior Group (10th Pass Level) | ↓ Download PDF |
Senior Group (12th Pass Level) | ↓ Download PDF |
বিস্তারিত দেখবে: JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা!
JBNSTS Scholarship পরীক্ষায় Previous Year Question Papers এবং Model Sample Papers নিয়মিত অনুশীলন করা প্রয়োজন। এর মাধ্যমে প্রশ্নের ধরণ বোঝা যায়, পরীক্ষার ভীতি কাটে এবং আত্মবিশ্বাস বাড়ে। তাই পরীক্ষার্থীদের অনুরোধ, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া মডেল প্রশ্নপত্র অবশ্যই ডাউনলোড করে পড়াশোনায় কাজে লাগান।
আরও আপডেট »