রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুলগুলিতে আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা। রাজ্যের ৫০ হাজারের বেশি প্রাইমারি স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের সমান মূল্যায়নের জন্য এবার থেকে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকের এই প্রতিবেদনে প্রাইমারি স্কুলগুলির দ্বিতীয় সামেটিভ পরীক্ষা ও পর্ষদের নতুন নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।
WB Primary School 2nd Summative Exam: প্রাথমিক বিদ্যালয়গুলিতে দ্বিতীয় সামেটিভ পরীক্ষার রুটিন
এবার থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া রুটিন অনুযায়ী পর্যায়ক্রমিক মূল্যায়ন (Summative Exam) করাতে হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। পর্ষদের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২৫শে আগস্ট থেকে এবং পরীক্ষা চলবে ৩০ শে আগস্ট পর্যন্ত।
বিষয় | পরীক্ষার তারিখ |
---|---|
বাংলা | ২৫.০৮.২০২৫ (সোমবার) |
ইংরেজি | ২৬.০৮.২০২৫ (মঙ্গলবার) |
গণিত | ২৭.০৮.২০২৫ (বুধবার) |
আমাদের পরিবেশ | ২৮.০৮.২০২৫ (বৃহস্পতিবার) |
শিল্প ও কারিগরি শিক্ষা | ২৯.০৮.২০২৫ (শুক্রবার) |
স্বাস্থ্য ও শারীর শিক্ষা | ৩০.০৮.২০২৫ (শনিবার) |
জেনে রাখুন: August School College Holiday 2025: আগস্ট মাসে স্কুল-কলেজ ছুটির তালিকা! কদিন ছুটি থাকছে? দেখে নিন
মধ্যশিক্ষা পর্ষদের তৈরি পরীক্ষার প্রশ্নপত্র (WBPPE)
প্রাথমিক স্তরের পরীক্ষাকে শিক্ষা দপ্তর ৩টি ভাগে ৩টি সামেটিভ পরীক্ষায় ভাগ করেছে। পর্ষদের নিয়ম অনুযায়ী প্রথম সামেটিভ পরীক্ষা এপ্রিল মাসে, দ্বিতীয় সামেটিভ পরীক্ষা আগস্ট মাসে ও তৃতীয় সামেটিভ পরীক্ষা ডিসেম্বর মাসে। আর মাত্র কয়েকদিন পর প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা যার রুটিন ইতিমধ্যেই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
এর আগে প্রাইমারি স্কুলের সমিতির পরীক্ষার প্রশ্নপত্র গুলি প্রতিটি স্কুল নিজেরাই করত কিন্তু এবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রশ্ন পাঠানো হবে সমস্ত স্কুলগুলিকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি এর ফলে রাজ্য জুড়ে সমস্ত প্রাইমারি পড়ুয়ার সমান মূল্যায়ন করা হবে।
পরীক্ষার প্রশ্ন ছাপানো থেকে শুরু করে স্কুলে প্রশ্ন পাঠানো সমস্ত দায়িত্ব এবং খরচ বহন করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের দুটি সেট করা হবে কোন কারণে কোন অঞ্চলে যদি আঞ্চলিক ছুটি থাকে সেক্ষেত্রে দ্বিতীয় সেটে পরীক্ষা নেওয়া হবে।
মিস করবেন না! Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল পোর্টাল | http://wbbpe.wb.gov.in |
সব মিলিয়ে বলা যায়, প্রাইমারি স্কুলের পড়ুয়াদের জন্য এটা একদম ভাল একটা সিদ্ধান্ত। এবার থেকে সবার জন্য একরকম প্রশ্ন হবে, ফলে কে কেমন পড়েছে সেটা ঠিকমতো বোঝা যাবে। পর্ষদ নিজের খরচে প্রশ্নপত্র পাঠাবে, তাই স্কুলগুলোর ওপর চাপও কমবে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষার মান আরও ভালো হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »