WBCHSE Class 11 Registration: একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে দেবে সংসদ! চেক লিস্ট ও নোটিশ

Arpita Paul

Published on:

WBCHSE Class 11 Registration Card Date and Online Check List

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) সম্প্রতি একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন (Registration) সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকল বিদ্যালয়ের প্রধান ও সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন চেক লিস্ট, কারেকশন এবং অনলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া।

উচ্চ মাধ্যমিক সংসদের একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি

আগের বিজ্ঞপ্তি নম্বর L/PR/349/2025 (তারিখ: ৩০/০৬/২০২৫)-এর রেফারেন্সে এই নতুন বিজ্ঞপ্তি L/PR/414/2025, প্রকাশিত হয়েছে ২৯/০৭/২০২৫ তারিখে। এতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার তিনটি ধাপের নতুন সময়সূচি জানানো হয়েছে। নিচের টেবিলে নতুন সময়সূচিটি স্পষ্টভাবে তুলে ধরা হলো—

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন: সংশোধিত সময়সূচি

ক্র.ধাপ (Step)কার্যক্রমের বিবরণসংশোধিত সময়সূচি
চেক লিস্ট (Check List) জারিঅনলাইনে রেজিস্ট্রেশন চেক লিস্ট প্রকাশ করবে সংসদ০১/০৮/২০২৫
চেক লিস্ট সংশোধনবিদ্যালয় কর্তৃক অনলাইনে সংশোধন (হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই)১২/০৮/২০২৫-এর মধ্যে
রেজিস্ট্রেশন শংসাপত্র (Certificate)সংসদের অনলাইন পোর্টালের মাধ্যমে শংসাপত্র প্রদান১৮/০৮/২০২৫

চেক লিস্ট প্রকাশ ও সংশোধন (Issuance of Check List &Correction)

১লা আগস্ট, ২০২৫ থেকে প্রতিটি বিদ্যালয় সংসদের নির্ধারিত অনলাইন পোর্টালে (Online Portal) তাদের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন চেক লিস্ট দেখতে ও ডাউনলোড করতে পারবে।

যদি কোন ভুল বা সংশোধনযোগ্য তথ্য থেকে থাকে, তবে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো ১২ই আগস্ট, ২০২৫-এর মধ্যে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবে। গুরুত্বপূর্ণ — রেজিস্ট্রেশন চেক লিস্টের কোন প্রিন্টেড হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই।

অবশ্যই দেখবে: WBCHSE Class 11 Semester Exam Routine: একাদশ প্রথম সেমিস্টার পরীক্ষা রুটিন ও নতুন নিয়ম!

রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রদান (Registration Certificate)

সকল সংশোধনের পর, ১৮ই আগস্ট, ২০২৫ তারিখে ছাত্রছাত্রীরা অনলাইনে তাদের রেজিস্ট্রেশন শংসাপত্র সংগ্রহ করতে পারবে। স্কুল কর্তৃপক্ষ সেটা ডাউনলোড করে ছাত্রছাত্রীদের প্রিন্ট আউট করে দেবে

বিষয়ডাউনলোড লিংক
বিজ্ঞপ্তি নম্বর (Memo No.): L/PR/414/2025
তারিখ (Date): 29/07/2025
↓ Notice PDF

সংসদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে প্রতিটি বিদ্যালয়ের প্রধান এই সময়সূচি অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং ছাত্রছাত্রীদের সময়মতো সমস্ত কাজ সম্পন্ন করতে সহযোগিতা করেন।

উচ্চমাধ্যমিক Class 11 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 30 টাকা]

WBCHSE Bengali English Smart MCQ Suggestion Notes Class 11 1st Semester
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

👇 স্মার্ট প্র্যাকটিস ব্যাচে এখনই এনরোল কর! [সায়েন্স ছাত্র ছাত্রীদের জন্য @99]

WBCHSE HS 3rd SemScience Practice Batch Smart
👆 জয়েন করতে ছবিতে ক্লিক করুন!

একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ, যার ওপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বৈধতা নির্ভর করে। তাই সমস্ত বিদ্যালয় প্রধান ও ছাত্রছাত্রীদের উচিত নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা। ভুলভ্রান্তি যাতে না হয়, সে বিষয়ে বিদ্যালয়গুলোর সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন।

Join Group

Telegram