সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘নিবিড় সমীক্ষা’ বা Special Intensive Revision (SIR) নিয়ে অনেক সাধারণ ভোটার ও অভিভাবকের মনে নানা প্রশ্ন উঠছে। এই বিষয়টি ভালোভাবে জানা অত্যন্ত জরুরি। অনেকেই বুঝে উঠতে পারছেন না, এই “নিবিড় সমীক্ষা” আদৌ কী? কেন এটি শুরু হয়েছে? ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে এর কী সম্পর্ক? আজকের এই লেখায় আমরা খুব সহজ ভাষায় এই সমস্ত বিষয় পরিষ্কার করে বুঝে নেব।
নিবিড় সমীক্ষা (Special Intensive Revision) কী?
নিবিড় সমীক্ষা হল ভোটার তালিকা সংশোধন বা যাচাই-বাছাই করার একটি বিশেষ কর্মসূচি। এটি নির্বাচন কমিশনের উদ্যোগে পরিচালিত হয়, যার মূল উদ্দেশ্য:
- ভোটার তালিকাকে হালনাগাদ (update) করা
- পুরোনো ভোটারদের নাম যাচাই করা
- নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা
- একাধিক ঠিকানায় নাম থাকা ভোটারদের নাম সংশোধন করা
- মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া।
এই প্রক্রিয়াটি সাধারণত নির্বাচনের আগেই অনুষ্ঠিত হয় যাতে ভোটার তালিকায় কোনো ভুল না থাকে।
2024-25 সালের SIR কর্মসূচি কেন এত গুরুত্ব পাচ্ছে?
বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা শুরু হয়েছে সেটি একটি বিশেষ ধরণের নিবিড় সমীক্ষা – যার প্রেক্ষাপট একটু আলাদা। এইবার SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকা (Electoral Roll of 2002) বিশেষ গুরুত্ব পাচ্ছে। কেন?
- যাঁদের নাম ২০০২ সালের তালিকায় ছিল, তাঁদের ভোটার প্রমাণের জন্য অতিরিক্ত কোনো নথির প্রয়োজন নেই।
- ২০০২ সালের তালিকাকে প্রাথমিক ভিত্তি ধরে যাচাই করা হচ্ছে কে আসল ভোটার।
- এটি মূলত ফেক ভোটার চিহ্নিত করার একটি পদক্ষেপ।
অবশ্যই দেখবেন: OBC List 2025: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025, OBC-A, OBC-B কারা বাদ? নতুন PDF লিস্ট
২০০২ সালের ভোটার তালিকা কোথা থেকে পাওয়া যাবে?
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (Chief Electoral Officer, West Bengal) এখন ধাপে ধাপে ২০০২ সালের সমস্ত জেলার ভোটার তালিকা আপলোড করা হচ্ছে। 👉 লিঙ্ক: https://ceowestbengal.nic.in সেখানে গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- নিজের জেলা (District) নির্বাচন করুন
- তারপর বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নির্বাচন করুন
- এরপর নিজের বুথ নম্বর (Booth Number) খুঁজে নিন
- “Final Roll” ক্লিক করে PDF আকারে ডাউনলোড করুন
- নিজের নাম খুঁজে বের করে প্রিন্ট করে রাখুন।
যদি ভবিষ্যতে আপনার ভোটার নাম সংশোধনের দরকার পড়ে, তাহলে এই নথি খুবই কাজে আসবে।ভোটার পরিচয় (Voter Identity) প্রমাণের জন্য এটি একটি স্বীকৃত নথি হবে। বিএলও (BLO) বা নির্বাচন অফিসার এর কাছে এটি পেশ করলে অন্য নথির প্রয়োজন পড়বে না।
যদি ২০০২ এর পরবর্তীকালে ভোটার কার্ড হয়ে থাকে এবং ওই তালিকায় নাম না থাকে। তাহলে পরিবারের যে কারোর ওই লিস্টে নাম থাকলেও হবে। তার পরবর্তীকালে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে অন্য যেকোনো যেমন মাধ্যমিকের এডমিট বা অন্য ডেট অফ বার্থ ডকুমেন্ট লাগবে।
অবশ্যই দেখবে: Education Loan কিভাবে নেবে? কখন নেওয়া উচিত? বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা দেখে নাও
নিবিড় সমীক্ষা বা Special Intensive Revision (SIR) একমাত্র উদ্দেশ্য হল ভোটার তালিকাকে বিশুদ্ধ, নির্ভুল ও হালনাগাদ রাখা। এ বিষয়ে সচেতন থাকা খুবই প্রয়োজন, কারণ ভোটার তালিকা শুধু ভোটের জন্য নয়, অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হয়। তাই নির্দিষ্ট নথি সহ BLO বা অফিসে গিয়ে অংশ নিন এই প্রক্রিয়ায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »