পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) অধীনে ৩য় সেমিস্টার পরীক্ষার (3rd Semester Exam) জন্য শিক্ষার্থীদের প্রস্তুতিতে টেস্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বাংলা ও ইংরেজি এই দুটি কম্পালসারি বিষয়, তাদের জন্য ABTA (All Bengal Teachers’ Association) কর্তৃক প্রকাশিত এই পরীক্ষার MCQ সেট গুলি খুবই সহায়ক।
HS 3rd Semester ABTA Test Paper: উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025-26
এই প্রতিবেদনে আমরা সেরা ৫টি করে MCQ প্রশ্ন সেট বাংলা এবং ইংরেজি দুটি বিষয় থেকে বেছে নিয়েছি। এই বছর সাইন্স আর্টস কমার্স সকলের জন্য একসাথেই একটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। এটি অফলাইনে তারা সংগ্রহ করে নিলে আরো সুবিধা হবে। পরীক্ষায় ভালো নম্বর তুলতে হলে এই সেটগুলিকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতেই হবে।
ABTA প্রতি বছর যে মডেল প্রশ্নপত্র প্রকাশ করে, শিক্ষকেরা এগুলি প্রস্তুত করেন পরীক্ষাভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে। ফলে এগুলি শুধুই Practice Set নয় – বরং এগুলিই ভবিষ্যতের সম্ভাব্য প্রশ্নপত্রের পূর্বাভাস। বিশেষ করে যারা ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ৩য় সেমিস্টার দিচ্ছে, তাদের জন্য এই MCQ সেটগুলি পড়া মানে একটি বাস্তব পরীক্ষার মহড়া (Mock Test)।
HS 3rd Semester ABTA Test Paper PDF 2025-26 (Bengali & English) বাংলা ও ইংরেজি টেস্ট পেপার
টেস্ট পেপার হলো সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সর্বোত্তম সঙ্গী। তাই আর দেরি না করে এখনই লিংক থেকে টেস্ট পেপারগুলো EduTips এর নির্বাচিত সেরা এবিটিএ-সেট (ABTA) সংগ্রহ করে প্র্যাকটিস শুরু করে দাও।
বিষয় – Best 5 Set | PDF লিংক |
---|---|
বাংলা – Bengali [5 MB] | ↓ Download Pdf |
ইংরেজি – English [6 MB] | ↓ Download Pdf |
উচ্চমাধ্যমিক 2026 প্রস্তুতির জন্য আমাদের “টার্গেট26” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
HS 3rd Semester ABTA Test Paper (বাংলা ও English) MCQ সেট নিয়মিত প্র্যাকটিস করলে পরীক্ষা প্রস্তুতি (Preparation) নিশ্চিতভাবেই আরও মজবুত (Strong) হবে। কমন প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং আত্মবিশ্বাস বাড়বে। বাংলা ও ইংরেজি দুই বিষয়েই ভালো স্কোর করতে হলে সময়মতো অনুশীলন আর সঠিক গাইড লাইন জরুরি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »