SMFWB Admit Card 2025 প্রকাশিত: কীভাবে ডাউনলোড করবে? পরীক্ষার নিয়মাবলী, ড্রেস কোড দেখে নিন

Arpita Paul

Published on:

SMFWB Exam Admit Card Download 2025

SMFWB (State Medical Faculty of West Bengal) বোর্ড ২০২৫ সালের প্যারামেডিকেল ডিপ্লোমা প্রবেশিকা পরীক্ষার (Entrance Examination) Admit Card অবশেষে ২২শে জুলাই ২০২৫ তারিখে প্রকাশ করেছে। এখন প্রতিটি পরীক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে নিজস্ব লগইন পোর্টাল থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

কীভাবে SMFWBEE Admit Card 2025 ডাউনলোড করবে?

পরীক্ষার্থীদের সুবিধার্থে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হলো কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে, কী কী তথ্য থাকবে, পরীক্ষার দিন কোন নিয়মগুলো মানতে হবে এবং কী কী জিনিস সঙ্গে রাখতে হবে পরীক্ষার হলে প্রবেশের আগে।

ধাপ ১: অফিশিয়াল ওয়েবসাইটে যাও, ওয়েবসাইট: https://www.smfwb.formflix.org/ → Applicant Login অপশনে ক্লিক করো। লগইন করো, তিনটি তথ্য দিতে হবে—

  • Registration Number
  • Password
  • Security Code (স্ক্রিনে দেওয়া থাকবে)

লগইন করার পরে প্রোফাইল ওপেন হবে। সেখানে “Print Admit Card” অপশনে ক্লিক করলেই তোমার এডমিট কার্ড পিডিএফ আকারে চলে আসবে। অবশ্যই দু কপি কালার প্রিন্ট এবং ও দুই কপি জেরক্স করে নেবে

Admit Card-এ কী কী তথ্য মিলিয়ে নিতে হবে?

এডমিট কার্ড ডাউনলোড করেই নিচের বিষয়গুলো খুব ভালো করে একবার যাচাই করে নেবে, বিশেষ করে তোমার নাম, রোল নাম্বার এবং যে জায়গায় সেন্টার পড়েছে সেটি আগে থেকেই গুগল ম্যাপে সার্চ করে দেখে রাখবে। যাতে পরীক্ষার দিনের যেতে কোনরকম অসুবিধা না হয়।

তথ্যবিস্তারিত
প্রার্থীর নামতোমার পূর্ণ নাম
ক্যাটাগরিUR/SC/ST/OBC ইত্যাদি
রোল নম্বরপরীক্ষার রোল (এই অনুযায়ী সেন্টারে সিট পড়বে)
জন্ম তারিখDOB (Date of Birth)
পরীক্ষার কেন্দ্রনাম ও ঠিকানা সহ (ভালো করে দেখে নেবে)
পরীক্ষার সময়সকাল ১০টা থেকে দুপুর ১টা
রিপোর্টিং সময়সকাল ৯টা

Important Instructions: পরীক্ষার দিন কী কী সঙ্গে রাখতে হবে?

Dress Code মোবাইল, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। ছেলেদের জন্য: ট্র্যাকস্যুট ও সাধারণ টি-শার্ট, মেয়েদের জন্য: পাজামা-কুর্তি বা ট্র্যাকস্যুট, সাধারণ স্যান্ডেল বা ফ্ল্যাট কেডস (মোটা তলা ও বড় বোতাম এড়ানো উচিত)।

প্রয়োজনীয় জিনিসদেখতে হবে
Admit Cardকালার প্রিন্ট (A4 সাইজে প্রেফারেবল)
Photo ID ProofAadhaar/Voter/PAN অরিজিনাল কার্ড
বলপেনBlack Ball Pen (2-3টি)
জলট্রান্সপারেন্ট বোতল (লেবেল ছাড়া)

সম্পূর্ণ পরীক্ষা সূচি (Exam Schedule)

সময়মতো কেন্দ্র পৌঁছাও (রিপোর্টিং টাইমের আগে) এডমিট কার্ড ও ID প্রুফ ছাড়া প্রবেশ করা যাবে না। শেষ মুহূর্তের প্রস্তুতিতে উত্তর সহ প্র্যাকটিস সেট, মডেল প্রশ্ন এবং সাজেশন সংগ্রহ করুন [মাত্র 40 টাকা তে] 👇

smfwb guide book
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন
  • 📘10টি Model Set (With Answer)
  • 2টি Previous Year Question Paper
  • ✅ Biology সাজেশন + প্রশ্নোত্তর + প্রস্তুতির গাইড একসাথে!
নির্দেশনাবিস্তারিত
পরীক্ষা শুরুসকাল ১০:০০ টা
পরীক্ষা শেষদুপুর ১:০০ টা
টাইপশুধুমাত্র MCQ (100 Questions)
সময়সীমা৩ ঘণ্টা – 10.00 a.m to 1.00 p.m
(3 hours)
নেগেটিভ মার্কিংনেই (No Negative Marking)
পরীক্ষার দিন২৭ জুলাই ২০২৫ (রবিবার)
Admit Card ডাউনলোড লিঙ্কwww.smfwb.formflix.org

SMFWB-এর এডমিট কার্ড প্রকাশ হয়ে যাওয়ার ফলে পরীক্ষার্থীদের প্রস্তুতি এখন আরও গুরুত্বপূর্ণ। যারা এখনো ডাউনলোড করো নি, দ্রুত করে ফেলো। কোনো সমস্যা হলে SMFWB-এর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করো, সবার জন্য শুভেচ্ছা, আশাকরি তোমরা পরীক্ষায় ভালো করবে।

Join Group

Telegram