সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে, একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন এবং দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা পুনর্বিন্যস্ত (Revised) করা হয়েছে। বিস্তারিত নোটিশ সহ দেখে নিন,
HS Registration Enrolment Extended/Revised Date: নতুন সময়সীমা কবে?
ছাত্র-ছাত্রীদের কথা ভেবে একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন ৩১ শে জুলাই, এবং দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম ফিলাপ ৭ ই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সংসদ। উল্লিখিত সময়সীমার পরে আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট শুধুমাত্র অনলাইনে (Online) স্কুলের মাধ্যমে করতে হবে।

নিচের ছকে সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত বিষয়ভিত্তিক (Subject-wise) রেজিস্ট্রেশন ও এনরোলমেন্ট সংক্রান্ত সময়সীমার সহজ করে বুঝিয়ে বিস্তারিত তুলে ধরা হল:
ক্র. | বিষয় | বর্ধিত সময়সীমা |
---|---|---|
১ | একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন (Online Registration) – লেট ফাইন ছাড়া | ৩১/০৭/২০২৫ পর্যন্ত |
২ | একাদশ শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন – লেট ফাইন সহ | ০৪/০৮/২০২৫ থেকে ০৮/০৮/২০২৫ পর্যন্ত |
৩ | দ্বাদশ শ্রেণি (তৃতীয় সেমিস্টার) – এনরোলমেন্ট ফর্ম জমা – লেট ফাইন ছাড়া | ০৭/০৮/২০২৫ পর্যন্ত |
৪ | দ্বাদশ শ্রেণি (তৃতীয় সেমিস্টার) – এনরোলমেন্ট ফর্ম জমা – লেট ফাইন সহ | ০৯/০৮/২০২৫ থেকে ১৩/০৮/২০২৫ পর্যন্ত |
৫ | পুনঃনিবন্ধন (Re-registration) – সেমিস্টার সিস্টেম | ৩১/০৭/২০২৫ পর্যন্ত |
৬ | অপশন ফর্ম (Option Form) জমা – দ্বাদশ শ্রেণিতে পুনরায় পড়াশোনার জন্য | ১১/০৮/২০২৫ পর্যন্ত |
৭ | H.S. পরীক্ষার ফলাফল বাতিল ও নিয়ম ৯(২) অনুযায়ী (Regulation 9(2)) আবেদনপত্র জমা | ০৭/০৮/২০২৫ পর্যন্ত |
৮ | অ্যাডমিট কার্ড (Admit Card) – ডাউনলোডের সময়সীমা | ১৩/০৮/২০২৫ শেষ – ২০/০৮/২০২৫ থেকে ডাউনলোড শুরু |
** রেজিস্ট্রেশন সময়সীমা এবং তৃতীয় সেমিস্টার এনরোলমেন্ট তারিখ বৃদ্ধি সংক্রান্ত উচ্চমাধ্যমিক সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি (No. L/PR/391/2025 – Date: 21/07/2025) ডাউনলোড করে নিন: Download Notice PDF →
অবশ্যই দেখবে: WBCHSE:সেমেস্টার পরীক্ষার OMR শিট দেখা যাবে সংসদের ওয়েবসাইটে! বড় আপডেট
ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার কথা ভেবেই উচ্চ মাধ্যমিক সংসদ কিছু গুরুত্বপূর্ণ তারিখ বর্ধিত করেছে। তবে মনে রাখতে হবে, এই সময়সীমাগুলি চূড়ান্ত, এবং কোনও অবস্থাতেই আর বাড়ানো হবে না। তাই সকল ছাত্রছাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অনুরোধ করা হচ্ছে যেন সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করে।
আরও আপডেট »