WBCHSE: তৃতীয় সেমেস্টার পরীক্ষার OMR শিট দেখা যাবে সংসদের ওয়েবসাইটে! দেখে নিন

Arpita Paul

Published on:

WBCHSE OMR Sheet Answer Key Response Upload HS 3rd Semester

উচ্চমাধ্যমিকের নতুন সেমেস্টার সিস্টেমে পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় সবথেকে গুরুত্বপূর্ণ হল, তৃতীয় সেমেস্টারে MCQ-তে পরীক্ষা এবং পরীক্ষার্থীদেরকে OMR Sheet-এ উত্তর OMR Sheet স্ক্যান করা কপি প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই পোস্টে তুলে ধরা হলো—OMR Sheet সংক্রান্ত সর্বশেষ আপডেট, পরিবর্তিত মূল্যায়ন প্রক্রিয়া…

উচ্চমাধ্যমিক ৩য় সেমেস্টার পরীক্ষা (Class 12 3rd Semester Exam) OMR Answer Key

উচ্চমাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার দুটি পরীক্ষা মিলিয়ে উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট হতে চলেছে। দ্বাদশ শ্রেণির দুটি সেমেস্টারের মধ্যে তৃতীয় সেমেস্টার হবে Multiple Choice Questions (MCQ) ভিত্তিক, এবং পরীক্ষার্থীরা উত্তর দেবেন OMR Sheet-এ।

মূল্যায়ন পর্বধরন
৩য় সেমেস্টারএমসিকিউ, OMR Sheet ভিত্তিক
৪র্থ সেমেস্টারব্যাখ্যামূলক প্রশ্ন (Descriptive)

West Bengal Council of Higher Secondary Education-এর সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন— “পরীক্ষার্থীদের স্বচ্ছতা বজায় রাখতে ও কোন উত্তর তারা দিয়েছে, সেটি তারা যেন নিজেরা দেখতে পারেন, সেই জন্য পরীক্ষার পরে OMR Sheet-এর স্ক্যান করা কপি সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।”

HS Semester OMR Sheet Online Publish: কিভাবে ছাত্র-ছাত্রীরা OMR শিট দেখতে পারবে?

ধাপ ১: এমসিকিউ প্রশ্নপত্রে পরীক্ষা – তৃতীয় সেমেস্টারের পরীক্ষা সম্পূর্ণভাবে Multiple Choice প্রশ্নের উপর হবে। প্রতিটি প্রশ্নের চারটি অপশন থাকবে, যার মধ্যে সঠিকটি বেছে নিতে হবে।

ধাপ ২: OMR Sheet পূরণ করবে পরীক্ষার্থীরা – উত্তর দিতে হবে নির্ধারিত OMR Sheet-এ বৃত্ত (bubble) কালো করে। এই শিটেই হবে উত্তর মূল্যায়ন।

ধাপ ৩: OMR Sheet স্ক্যান করে সংরক্ষণ করবে সংসদ – প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর প্রতিজনের ৬টি বিষয় ধরলে, মোট ৪২ লক্ষ OMR Sheet স্ক্যান করে সংরক্ষণ করতে হবে।

ধাপ ৪: স্ক্যান কপি প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে – WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই স্ক্যান কপি, যেখানে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর মিলিয়ে দেখতে পারবেন।

মিস করবে না: HS Class 12 3rd Semester Exam Routine 2026: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত! PDF

পরীক্ষার্থীদের জন্য কী সুবিধা? Answer Key Response

  • নিজের দেওয়া প্রতিটি উত্তরের স্বচ্ছ প্রমাণ থাকবে।
  • রেজাল্ট সংক্রান্ত জটিলতা ও বিভ্রান্তি এড়ানো যাবে।
  • প্রশ্নপত্রের মডেল উত্তর দেখে প্রস্তুতি আরও উন্নত করা যাবে।

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

সময়সীমা ও গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়সম্ভাব্য সময়সীমা
তৃতীয় সেমেস্টার পরীক্ষাসেপ্টেম্বর ২০২৫
প্রশ্ন ও মডেল উত্তর প্রকাশপরীক্ষার কিছুদিনের মধ্যেই
OMR Sheet স্ক্যান কপি প্রকাশঅক্টোবর ২০২৫ (সম্ভাব্য)
চতুর্থ সেমেস্টার পরীক্ষাফেব্রুয়ারি ২০২৬ (মাঝামাঝি সময়)

আরো দেখুন: HS 3rd Semester Registration 2025: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন নতুন তারিখ ঘোষণা!

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষার প্রক্রিয়ায় OMR Sheet প্রকাশের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। রাজ্যস্তরের পরীক্ষায় এতটা স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির আগে ছিল না। পরীক্ষার্থীরা নিজেদের ভুল বুঝতে পারবেন, মূল্যায়নের উপর পূর্ণ আস্থা রাখতে পারবেন।

Join Group

Telegram