WB School: স্কুলে যেতে হবে সবাইকে, ছুটি নয়! বিশেষ নির্দেশ শিক্ষা দপ্তরের, দেখে নিন

Arpita Paul

Published on:

WB School Attendence Mandatory July 2025

আগামীকাল, ৯ই জুলাই ২০২৫ (বুধবার) রাজ্যের সমস্ত সরকার পোষিত স্কুল খোলা থাকবে এবং শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক (Mandatory Attendance)। এমনটাই জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBPPE) – শিক্ষাদপ্তরের নির্দেশে! বিস্তারিত দেখে নিন।

Mandatory Attendance: আগামীকাল ছাত্রছাত্রী ও টিচারদের উপস্থিতি বাধ্যতামূলক, নির্দেশ শিক্ষা দপ্তরের

পর্ষদের তরফ থেকে আজ প্রকাশিত এক নোটিফিকেশন (Notification) অনুযায়ী, রাজ্য সরকারের অর্থ দপ্তরের নির্দেশ (Order No. 2510-F(P2), dated 07/07/2025) অনুযায়ী আগামীকাল সব সরকারি দফতরের মতো সমস্ত গ্রান্ট-ইন-এইড (Grant-in-Aid) প্রাপ্ত বিদ্যালয়ও খোলা থাকবে।

শিক্ষকদের জন্য স্পষ্ট বার্তা: কোনো ছুটি নয়?

নোটিশে স্পষ্ট বলা হয়েছে – আগামীকাল কোনো শিক্ষক বা কর্মী ছুটি (Casual Leave বা Any Other Leave) নিতে পারবেন না। কেউ প্রথমার্ধ (1st Half), দ্বিতীয়ার্ধ (2nd Half) বা গোটা দিনের জন্য ছুটি চাইলেও তা গ্রাহ্য হবে না, শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রমাণযোগ্য কারণ ছাড়া।

যদি কেউ অনুপস্থিত থাকেন, তাহলে—তার বেতনের বিল (Salary Bill) বন্ধ রাখা হবে সেই দিনের জন্য, শোকজ (Showcause Notice) পাঠানো হবে এবং সেই জবাব সন্তোষজনক না হলে, সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা (Disciplinary Action) নেওয়া হবে।

ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব!

যদিও নোটিশটি মূলত শিক্ষকদের উদ্দেশে, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদেরও স্কুলে উপস্থিত থাকার জন্য বিশেষ বার্তা দিচ্ছেন

  • শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রদের উপস্থিতি বজায় রাখার জন্য অভিভাবকদের সহযোগিতা চাওয়া হচ্ছে।
  • সরকারি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয় – সব ক্ষেত্রেই একই নির্দেশিকা প্রযোজ্য, বলে জানা গেছে।

অবশ্যই দেখুন: School Summative Exam: স্কুলগুলিতে দ্বিতীয় এবং ফাইনাল পরীক্ষার তারিখ দিল পর্ষদ! কবে থেকে শুরু? দেখে নিন

অফিসিয়াল নির্দেশিকা সংক্রান্ত সরকারি নোটিশ PDF

বিষয়বিবরণ
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি নম্বর D.S(Aca)/763/A/25/5, তারিখ – ০৮/০৭/২০২৫Download Notice PDF →
অফিসিয়াল ওয়েবসাইটwbbse.wb.gov.in

আরো দেখবেন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ!

আগামীকাল বুধবারকে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে – সরকারি নিয়ম অনুযায়ী স্কুল খোলা থাকবে, এবং সব শিক্ষক ও কর্মীদের অবশ্যই স্কুলে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, যতটা সম্ভব ছাত্রছাত্রীদেরও স্কুলে যাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে।

Join Group

Telegram