WBCHSE HS Commerce Semester System New Syllabus: উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমে পড়াশোনা, প্রতিবছর মোট ২টি সেমিস্টার হবে এবং দুই বছরে মোট ৪টি সেমিস্টারে পরীক্ষা হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বাণিজ্য বিভাগ অর্থাৎ কমার্স স্টুডেন্টদের জন্য আজকের সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবার সেমিস্টার ধরে ধরে শেয়ার করা হলো।
WBCHSE HS Commerce New Syllabus Semester System: উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের নতুন সিলেবাস
উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য বিভাগের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন কিরকম তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আজকের এই প্রতিবেদনে বাণিজ্য বিভাগের নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন দেওয়া হয়েছে। তোমরা উচ্চ মাধ্যমিক স্তরে যে বিষয়টি চাও সেই বিষয়ের পাশে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে সেই বিষয়ের সিলেবাস, প্রজেক্ট (প্রজেক্ট সারা বছরের কারিকুলাম এর সাথেই ইন্টিগ্রেটেড ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসাবে করা রয়েছে) এবং প্রশ্ন প্যাটার্ন ডাউনলোড করে নিতে পারবে।
Accountancy (ACCT) – অ্যাকাউন্টেন্সি
Business Studies (BSTD) – বিজনেস স্টাডিস
Costing and Taxation (CSTX) – কস্টিং ট্যাক্সেশন
Commercial Law and Preliminaries of Auditing (CLPA) – কমার্শিয়াল ল
Economics (ECON) – অর্থনীতি
Modern Computer Application (COMA) – কম্পিউটার অ্যাপ্লিকেশন
আরো দেখবে: উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমের সকল নিয়মকানুন!
Statistics (STAT) – রাশিবিজ্ঞান
Environment Studies (ENVS) – পরিবেশ বিদ্যা
অবশ্যই দেখবে: HS Semester Commerce Subjects: উচ্চ মাধ্যমিক কমার্স সমস্ত বিষয় ও কম্বিনেশন! WBCHSE সংসদের লিস্ট দেখে নাও
উপরোক্ত বাণিজ্য বিভাগের প্রতিটি বিষয়ের নতুন সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন আশা করি তোমাদের উপযোগী হবে। পরবর্তী ক্ষেত্রে সিলেবাস প্রশ্ন প্যাটার্ন এবং পরীক্ষা সংক্রান্ত নানান আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, পরবর্তী সাজেশন পরীক্ষার সমস্ত ভালো রেজাল্ট করতে!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »