UBKV BSc Agriculture Admission: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ভর্তি শুরু! আবেদন, তারিখ দেখে নিন

Gobinda Gorai

Published on:

UTTAR BANGA KRISHI VISWAVIDYALAYA UG BSc Agriculture Admission 2025-26

পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিশিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের B.Sc. (Hons.) in Agriculture ও Horticulture কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে আমরা ভর্তির সমস্ত তথ্য সহজ বাংলায় তুলে ধরেছি যাতে আবেদন প্রক্রিয়া আপনার জন্য সহজ হয়।

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি: B.Sc. (Hons.) in Agriculture & Horticulture Admission 2025-26

বিষয়বিবরণ
কোর্সB.Sc. (Hons.) Agriculture / Horticulture
কোর্সের সময়কাল৪ বছর
ক্যাম্পাসপুণ্ডিবাড়ি (কোচবিহার), মাঝিয়ান (দক্ষিণ দিনাজপুর)
আবেদন পদ্ধতিঅনলাইন (https://admissionubkv.in)
আবেদন শুরু২১ মে ২০২৫
আবেদন শেষ (Last Date)১০ জুন ২০২৫
মেধা তালিকা প্রকাশ১৬ জুন ২০২৫
আবেদন ফিGeneral/OBC/EWS: ₹1200
SC/ST: ₹600
PWD: ফি প্রযোজ্য নয়

শিক্ষাগত যোগ্যতা (UBKV Admission Educational Qualification)

Madhyamik (মাধ্যমিক/১০ম শ্রেণি): General/OBC/EWS: ন্যূনতম ৬০% নম্বর, SC/ST/PWD: ন্যূনতম ৫৫% নম্বর থাকতে হবে।

Higher Secondary (উচ্চমাধ্যমিক): বিষয় হিসেবে Physics, Chemistry এবং Biology/Agriculture/Horticulture এই তিনটির মধ্যে একটি থাকতে হবে এবং প্রত্যেকটি বিষয়ে আলাদাভাবে 50 শতাংশের বেশি নম্বর থাকতে হবে।

  • যারা উচ্চমাধ্যমিক কাউন্সিলের অধীনে পাস করেছ General/OBC/EWS: মোট ৬০% নম্বর থাকতে হবে এবং SC/ST/PWD: মোট ৫০% নম্বর থাকতে হবে।
  • Vocational (WBSCVET): নির্দিষ্ট কৃষি বিষয়সমূহে অন্তত ৬০% (SC/ST/PWD: ৫০%)

বয়সসীমা: ০১.০৬.২০২৫ তারিখে প্রার্থী অন্তত ১৬ বছর বয়সী হতে হবে।

আসন সংখ্যা (Available Seats)

কোর্সআসন সংখ্যা
B.Sc. (Hons.) Agriculture – Pundibari৭৯টি
B.Sc. (Hons.) Horticulture – Pundibari৩৯টি
B.Sc. (Hons.) Agriculture – Majhian৩৯টি
ICAR কোটাআলাদা আসন (Agriculture: ১৫, Horticulture: ৮)
GTA Hill কোটাAgriculture ও Horticulture–এ ১টি করে

মিস করবে না: BSc Course after 12th: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

আবেদন প্রক্রিয়া (Uttar Banga Krishi Viswavidyalaya UG Admission Form Fill Up)

সমস্ত আবেদন এবং ফরম ফিলাপের প্রক্রিয়া অনলাইনে হবে, পরবর্তীকালে সিলেকশন এবং মেরিট লিস্ট বের হবার পর ক্যাম্পাসে গিয়ে রিপোর্টিং এবং এডমিশন প্রক্রিয়া হবে। নিচে একটু গাইড দেওয়া হলো:

  1. ওয়েবসাইটে যান: https://admissionubkv.in – সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে
  2. “UG Admission 2025-26” অংশে নতুন রেজিস্ট্রেশন করুন।
  3. প্রয়োজনীয় তথ্য দিন ও ডকুমেন্ট আপলোড করুন।
  4. অনলাইনেই ফি জমা দিন (Debit/Credit/UPI)।
  5. আবেদনপত্র সাবমিট করুন এবং প্রিন্ট করে রাখুন।

মেধা তালিকা প্রকাশ ও কাউন্সেলিং-এর তথ্য ইমেল ও মোবাইলে জানানো হবে। তারপর পাশাপাশি ওয়েবসাইট মেরিট লিস্ট আসবে।

প্রয়োজনীয় কাগজপত্র (Required Documenta)

Application-এর সময় Soft Copy হিসেবে স্ক্যান কপি রাখতে হবেPDF/JPEG হিসাবে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে:

  • রঙিন পাসপোর্ট সাইজ ছবি (50–100 KB)
  • স্বাক্ষর (20–50 KB) – পরিষ্কারভাবে ছবি তুলতে হবে।
  • জন্মতারিখ প্রমাণ (Birth Certificate বা 10th Admit Card)
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মার্কশিট (দুই পাশ)
  • জাতিগত শংসাপত্র (SC/ST/OBC/EWS – বৈধ ফরম্যাটে)
  • আধার কার্ড ও নিজের নামে ব্যাংক পাসবুক।
  • Domicile Certificate (পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা প্রমাণ)
  • পরিবারের আয় শংসাপত্র (Guardians Income Certificate)
  • বিদ্যালয় পরিত্যাগ সার্টিফিকেট বা চরিত্র শংসাপত্র (বিদ্যালয় কর্তৃক প্রদত্ত)।

শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে, বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম সরবরাহ করা হবে না। ভুল বা অসত্য তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। কাউন্সেলিং ও ভর্তি সময় প্রয়োজনীয় ডকুমেন্টস , অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য।

সম্পূর্ণ দেখবে: BSc/BTech Agriculture after 12th: এগ্রিকালচার নিয়ে পড়াশোনা! সুযোগ, সরকারি চাকরির ভবিষ্যৎ দেখে নাও

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় (UBKV) – ভর্তি সংক্রান্ত লিংকসমূহ

🔖 বিষয়🔗 লিংক
অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি↓ Admission Notice PDF
🌐 অফিসিয়াল ভর্তি পৃষ্ঠাUBKV Admission Information Page
📝 অনলাইন আবেদন পোর্টালUBKV Admission Portal →

অফিসিয়াল যোগাযোগ নম্বর

📱 যোগাযোগ🔢 নম্বর
Helpline
সকাল ১১:৩০ টা – বিকেল ৫:৩০ টা (সোম-শুক্র)
7908486286 (Mobile)

আরো ভর্তি চলছে: BCKV BSc Agriculture Admission: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার ভর্তি শুরু! আবেদন, তারিখ দেখে নিন

এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভর্তি সংক্রান্ত আপডেট, কলেজের খবর, স্কলারশিপ-এর সুযোগ সুবিধা সমস্ত আপডেট আমরা সবার আগে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি। আমাদের সাথে যুক্ত থাকুন সমস্ত তথ্য পেতে!

Join Group

Telegram