পশ্চিমবঙ্গের কৃষিশিক্ষা এবং গবেষণার অন্যতম প্রতিষ্ঠান বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের B.Sc (Hons.) কৃষি ও উদ্যানবিদ্যা [B.Sc. (Hons.) Agriculture ও B.Sc. (Hons.) Horticulture ] কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের পাশ সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য এটি দারুন সুযোগ। ভর্তির তারিখ সহ সমস্ত কিছু বিস্তারিত তথ্য শেয়ার করা হলো।
BCKV Admission 2025-26: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ভর্তির সমস্ত তথ্য
B.Sc. (Hons.) in Agriculture and Horticulture Admission Notification Bidhan Chandra Krishi Viswavidyalaya – BCKV ২০২৫-২৬ শিক্ষাবর্ষে B.Sc Agriculture ও B.Sc Horticulture কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোর্সের বিবরণ ও ক্যাম্পাস –
- B.Tech (Ag. Engineering) – WBJEE এর মাধ্যমে ভর্তি (সরাসরি নয়)
- B.Sc. (Hons.) Agriculture – Mohanpur (Nadia), Burdwan ও Bankura ক্যাম্পাসে [উচ্চমাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্টে ভর্তি]
- B.Sc. (Hons.) Horticulture – শুধুমাত্র Mohanpur ক্যাম্পাসে (একইভাবে মেরিট লিস্ট)।
বিষয় | বিস্তারিত |
---|---|
কোর্সের নাম | B.Sc. (Hons.) in Agriculture / Horticulture |
কোর্সের মেয়াদ | ৪ বছর / ৮ সেমেস্টার |
ক্যাম্পাস | মোহনপুর (নদিয়া), বর্ধমান, বাঁকুড়া |
আবেদন শুরু | ২৮ মে ২০২৫ (Started) |
আবেদন শেষ (Last Date) | ১৬ জুন ২০২৫ (রাত ১২টা পর্যন্ত) |
আবেদনের মাধ্যম | শুধুমাত্র অনলাইন: bckv.edu.in |
আসন সংখ্যা (Total Seats)
কোর্স (Course) | মোট আসন (Seats) |
---|---|
B.Sc. (Hons.) Agriculture | ২৬৩ |
B.Sc. (Hons.) Horticulture | ৪৫ |
Grand Total | ৩০৮ + ICAR: ৫৪ = ৩৬২ |
আবেদন ফি (Application Fees)
ক্যাটাগরি | ফি (Fees) |
---|---|
General/OBC/EWS | ₹1,500/- |
SC/ST/PwD | ₹750/- |
Sports Quota (GEN/OBC) | ₹1,500/- |
Sports Quota (SC/ST) | ₹750/- |
ভর্তির জন্য যোগ্যতা (BKCV Admission Eligibility Criteria)
ভর্তির জন্য কোন রকম পরীক্ষা দিতে হবে না! শুধু সঠিকভাবে আবেদন পত্র অনলাইনে পূরণ করতে হবে বাকি নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয়ে ভর্তি হবে, যে যোগ্যতাগুলি অবশ্যই থাকতে হবে –
- বয়স: ৩১ আগস্ট, ২০২৫ তারিখে ন্যূনতম বয়স হতে হবে ১৬ বছর।
- শিক্ষাগত যোগ্যতা:
- WBCHSE/CBSE/ISC: English, Physics, Chemistry ও Biology বিষয়ে 65% সহ পাস করতে হবে! (General/OBC/EWS/Sports: 65%, SC/ST/PwD: 55%)
- Vocational (WBSCVE&T): English, Biology, Physics/Chemistry ও কৃষি বিষয়ক দুটি Vocational বিষয় সহ ৫টি বিষয়ে Aggregate 65% (GEN/OBC/EWS), SC/ST/PwD-এর জন্য 55%
- Domicile: প্রার্থী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে (ICAR ছাড়া)।
অবশ্যই দেখবে: WB Polytecnic, ITI Admission 2025: মাধ্যমিক পাশে পলিটেকনিক ও আইটিআই অনলাইনে ভর্তি শুরু!
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
অনলাইনে আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে (PDF/JPG):
- রঙিন ছবি ও সিগনেচার (80% মুখসহ)
- জন্ম সনদ/মাধ্যমিক এডমিট সার্টিফিকেট
- উচ্চমাধ্যমিক মার্কশিট (উভয় পাশ)
- কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC/EWS হলে)
- PwD সার্টিফিকেট (যদি থাকে)
- Sports certificate (যদি প্রযোজ্য)
- নিজের ও অভিভাবকের আধার কার্ড।
- Domicile Certificate
- Blood Electrophoresis (Thalassaemia) Report (ভর্তির পর জমা দিতে হবে)।
ভর্তি প্রক্রিয়া বিশেষ নির্দেশিকা ও শর্তাবলী (Admission Process)
Merit List শুধুমাত্র অনলাইন ফর্মে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হবে। সব ভর্তির প্রক্রিয়া Merit & Counselling এর মাধ্যমে হবে। কোনও ভুল তথ্য দিলে ভর্তি বাতিল হবে।
মেরিট লিস্ট বেরোনার তারিখ ভর্তি প্রক্রিয়া আবেদনের শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দেবে সেজন্য রেগুলার আপডেট রাখতে হবে। মেরিট লিস্টে নাম বেরোলে ভর্তির জন্য ক্যাম্পাসে অফলাইনে রিপোর্টিং এবং কাউন্সিলিং করাতে যেতে হবে।
হোস্টেল ও ফি সংক্রান্ত তথ্য
Note: হোস্টেল বাধ্যতামূলক, যদি না ১৫ কিমির মধ্যে বাড়ি হয়।
ধরন | ভর্তি ফি | সেমিস্টার ফি | সিকিউরিটি | মোট |
---|---|---|---|---|
Hosteller | ₹10,200 | ₹12,800 | ₹3,000 | ₹26,000 |
Day-Scholar | ₹10,200 | ₹11,000 | N/A | ₹21,200 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি, আবেদন লিংক ও যোগাযোগ
সম্পূর্ণ দেখবে: BSc/BTech Agriculture after 12th: এগ্রিকালচার নিয়ে পড়াশোনা! সুযোগ, সরকারি চাকরির ভবিষ্যৎ দেখে নাও
অফিসিয়াল ওয়েবসাইট (BKCV) | www.bckv.edu.in |
ভর্তির সমস্ত তথ্য এবং বিজ্ঞপ্তি U.G. Notification No. 1/2025 Ref. No. A/UG/Ag-1(Part-X)/L-868 Dated: 26/05/2025 | ↓ Download PDF |
ই-মেইল 📧 E-mail ID for technical help regarding online application | [email protected] |
হেল্পলাইন ☎️ University Help Line No | 6289943669 (সোম-শুক্র, ১১.৩০ AM – ৫.০০ PM) |
যারা কৃষিবিদ্যা বা এগ্রিকালচার নিয়ে নিয়ে আগ্রহী এবং ভবিষ্যতে কৃষি, উদ্যানবিদ্যা বা কৃষি গবেষণার সঙ্গে যুক্ত হতে চান, তাদের জন্য BCKV হলো এক অনন্য শিক্ষাপ্রতিষ্ঠান। সুযোগের সদ্ব্যবহার করতে সময়মতো আবেদন করে নাও। এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ ভর্তির আপডেট, কাউন্সিলিং, স্কলারশিপ ও শিক্ষার তথ্য আমরা তোমাদের কাছে পৌঁছে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »