উচ্চমাধ্যমিক 2026 সেমিস্টার সিস্টেমে পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রতি বছর শিক্ষাবর্ষের জন্য একটি ক্যালেন্ডার (WB HS Academic Calender) প্রকাশ করে। এই ক্যালেন্ডারে শিক্ষাবর্ষের শুরু থেকে শেষ পর্যন্ত সকল ফর্ম ফিলাপ, পরীক্ষা, অ্যাডমিট কার্ড, স্কুল কার্যক্রম ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে। তার সঙ্গে PDF নোটিশটা সংগ্রহ করতে পাবে।
WBCHSE HS Academic Calendar 2025-26: Important Dates (Semester Wise) পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ক্যালেন্ডার
এই নতুন পদ্ধতির আওতায় কিভাবে শিক্ষাবর্ষ পরিচালিত হবে এবং কোন কোন তারিখগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ, নিচে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হলো। ছাত্রছাত্রীরা স্কুলে জানার আগেই এখান থেকে জেনে নিতে পারো।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ১৫ই মে ২০২৫-এ নোটিশ জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য এই নতুন কাঠামো অনুসারে পুরো বছরের একাডেমিক ক্যালেন্ডার, এনরোলমেন্ট, অ্যাডমিট কার্ড, থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে।
উচ্চমাধ্যমিক সেমিস্টার গুরুত্বপূর্ণ তারিখ: HS Class 12 Annual Working Plan 2025-26
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন সেমিস্টার ভিত্তিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। এবারে সেমিস্টার III ও IV অনুযায়ী ছাত্রছাত্রীদের ক্লাস, এনরোলমেন্ট, পরীক্ষা ও ফলপ্রকাশের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সেমিস্টার III ক্লাস ও এনরোলমেন্ট
সেমিস্টার III-এর ক্লাস শুরু হবে এপ্রিল ২০২৫ থেকে। এরপর পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট চালু থাকবে ৭ জুলাই থেকে ২৪ জুলাই ২০২৫ পর্যন্ত। একই সময়ে যারা পুরনো বার্ষিক পদ্ধতিতে ২০২৬ সালে পরীক্ষা দেবে (CC & Special), তারাও এনরোল করতে পারবে।
অ্যাডমিট কার্ড, পরীক্ষা শুরু ও ফলপ্রকাশ
সেমিস্টার III পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইনে পাওয়া যাবে ১৩ আগস্ট ২০২৫ তারিখে। সেমিস্টার III পরীক্ষা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। এরপর অক্টোবর মাসে এই সেমিস্টারের ফল প্রকাশ করা হবে অনলাইনে।
সেমিস্টার IV ক্লাস ও Supplementary পরীক্ষার সময়সূচি
সেমিস্টার IV ক্লাস শুরু হবে অক্টোবর ২০২৫ থেকে। এই সময়েই Supplementary পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট চলবে ২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি ২০২৬ তারিখে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।
প্র্যাকটিক্যাল ও থিওরি পরীক্ষার বিস্তারিত সূচি
২০২৬ সালের ২৮ জানুয়ারি থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা বিতরণ শুরু হবে। এরপর সেমিস্টার IV, Supplementary (Semester III) ও বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
প্র্যাকটিক্যাল পরীক্ষার সময়সীমা ও ফল প্রকাশ
প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ২ মার্চ থেকে ২১ মার্চ ২০২৬ পর্যন্ত এবং সেই সঙ্গে প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল মার্কস জমা দিতে হবে ৫ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬-এর মধ্যে। উচ্চমাধ্যমিক ২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ হবে মে মাসের মধ্যে।
সংসদ কর্তৃক প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করা হলো, তবে অবশ্যই অফিশিয়াল ক্যালেন্ডার এর সাথে মিলিয়ে নেওয়া অবশ্যক।
পর্ব | তারিখ / সময়কাল |
---|---|
সেমিস্টার III ক্লাস শুরু (Online/Offline) | এপ্রিল, ২০২৫ থেকে |
সেমিস্টার III পরীক্ষার এনরোলমেন্ট ফর্ম সাবমিট (অনলাইন) | ০৭.০৭.২০২৫ – ২৪.০৭.২০২৫ |
পুরাতন বার্ষিক পদ্ধতির অধীনে HS 2026 পরীক্ষার (CC & Special) এনরোলমেন্ট | ০৭.০৭.২০২৫ – ২৪.০৭.২০২৫ |
সেমিস্টার III পরীক্ষার অ্যাডমিট কার্ড (অনলাইনে জারি) | ১৩.০৮.২০২৫ |
সেমিস্টার III পরীক্ষা | ০৮.০৯.২০২৫ – ২২.০৯.২০২৫ |
সেমিস্টার III পরীক্ষার ফল প্রকাশ (অনলাইন) | অক্টোবর, ২০২৫ |
সেমিস্টার IV ক্লাস শুরু (Online/Offline) | অক্টোবর, ২০২৫ থেকে |
সেমিস্টার IV ও Supplementary পরীক্ষার এনরোলমেন্ট (অনলাইন) | ০২.১২.২০২৫ – ২৪.১২.২০২৫ |
সেমিস্টার IV ও Supplementary (Semester III) পরীক্ষার অ্যাডমিট কার্ড | ২১.০১.২০২৬ |
প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা বিতরণ (সেমিস্টার ও বার্ষিক উভয় পদ্ধতি) | ২৮.০১.২০২৬ |
সেমিস্টার IV, Supplementary (Semester III) ও বার্ষিক উচ্চমাধ্যমিক পরীক্ষা | ১২.০২.২০২৬ – ২৭.০২.২০২৬ |
প্র্যাকটিক্যাল পরীক্ষা ২০২৬ (সেমিস্টার ও বার্ষিক উভয় পদ্ধতি) | ০২.০৩.২০২৬ – ২১.০৩.২০২৬ |
প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট মার্কস জমা দেওয়া | ০৫.০৩.২০২৬ – ২৮.০৩.২০২৬ |
উচ্চমাধ্যমিক ২০২৬ এর ফল প্রকাশ | মে, ২০২৬ এর মধ্যে |
সংগ্রহ করে নাও: Class 12 HS 3rd Semester Bengali Book PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বই + ভাষা সংস্কৃতি!
WB HS Semester: Full Academic Calendar 2025-2026
SL | Description | Date / Duration |
---|---|---|
1 | Commencement of Class of Semester III through online/offline mode as per convenience of the institutions | From April, 2025 |
2 | Online submission of Enrolment Form for Semester III Examination | 07.07.2025 to 24.07.2025 |
3 | Online submission of Enrolment Form for CC & Special for H.S. Examination, 2026 under Old Annual/Yearly System | 07.07.2025 to 24.07.2025 |
4 | Issuance of Admit Card of Semester III H.S. Examination online | 13.08.2025 |
5 | Semester III Examination | 08.09.2025 to 22.09.2025 |
6 | Publication of result of Semester III through the Council Online Portal | In October, 2025 |
7 | Commencement of Class of Semester IV through online/offline mode as per convenience of the institutions | From October, 2025 |
8 | Online submission of Enrolment Form for Semester IV and Supplementary Examination of Semester III and H.S. Examination for Regular Candidates under Old Annual/Yearly System | 02.12.2025 to 24.12.2025 |
9 | Issuance of Admit Card of Semester IV Examination and Supplementary Examination of Semester III through Council Online Portal | 21.01.2026 |
10 | Distribution of Question Paper & Blank Answer Scripts of H.S. Practical Examination 2026 (under Semester and Annual System) and other documents through Camp | 28.01.2026 |
11 | Semester IV, Supplementary of Semester III and Higher Secondary (under Old Annual/Yearly System) Examinations | 12.02.2026 to 27.02.2026 |
12 | Schedule of all H.S. Practical Examination, 2026 (under Semester and Annual System) | 02.03.2026 to 21.03.2026 |
13 | Online submission of Practical & Project Marks of H.S. Examination 2026 (under Semester and Annual System) | 05.03.2026 to 28.03.2026 |
14 | Publication of Result of H.S. Examination, 2026 (under Semester and Annual System) | Within May, 2026 |
অফিসিয়াল নোটিশের PDF Download
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এই ক্যালেন্ডারটি শিক্ষাব্যবস্থায় সুশৃঙ্খলা ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 40 টাকা]
গুরুত্বপূর্ণ তথ্য | Link |
---|---|
WBCHSE HS Academic Calendar 2025-26: Important Dates (Semester Wise) WBCHSE অফিসিয়াল নোটিশ (ডাউনলোড করুন) | ↓ Download Notice PDF |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় তথ্য আগেই পেয়ে যাওয়ায় তাদের শিক্ষাগত কার্যক্রমে আরও সুবিধা হবে। অবশ্যই বন্ধু বান্ধবী এবং অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করে দেবেন যাদের সময় মত সবাই এই ব্যাপারগুলো জানতে পারে – বাংলার শিক্ষা সবার আগে খবর আপডেট পেতে “EduTips” আমাদের সঙ্গে যুক্ত থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »