WB Summer Holiday School Open Date 2025: গরমের ছুটি শেষ, স্কুল খুলছে ২রা জুন! শিক্ষা দপ্তরের নোটিশ জারি

Arpita Paul

Updated on:

Westbengal School Opening Date Summer Vacation 2025

পশ্চিমবঙ্গের গরমের ছুটি ও স্কুল কবে খুলবে? অবশেষে রাজ্য স্কুল শিক্ষা বিভাগ (School Education Department) এবং মধ্যশিক্ষা পর্ষদ WBBSE (West Bengal Board of Secondary Education) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, ৩১ মে পর্যন্ত থাকবে ছুটি এবং ২ জুন ২০২৫ (Monday) থেকে খুলবে স্কুল। বিস্তারিত অফিসিয়াল নোটিশ সহ দেখে নিন।

গরমের ছুটি ও স্কুল খোলার তারিখ (Westbengal Summer Vacation & School Reopen Date 2025)

প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এ বছর গরমের ছুটি শুরু হয়েছিল অনেক আগেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এপ্রিলের শেষেই ছুটি ঘোষণা হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে। তবে কবে স্কুল খুলবে, তা নিয়ে ছিল দ্বিধা।

গত ৮ মে, ২০২৫ তারিখে WBBSE-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে (Memo No.D.S.(Aca)/250/25), যেখানে স্পষ্ট বলা হয়েছে, রাজ্যের সমস্ত Government ও Government Aided Schools সহ Darjeeling ও Kalimpong হিল সাবডিভিশনের স্কুলগুলিও অন্তর্ভুক্ত থাকবে এই নির্দেশে।

স্কুল খোলা এবং ছুটির সময়সূচী – এক নজরে

বিষয়তারিখ
ছুটি শুরু৩০ এপ্রিল ২০২৫
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি শেষ৩১ মে ২০২৫
স্কুল খোলার তারিখ (School Re-Open)২ জুন ২০২৫ (Monday)

শিক্ষা দপ্তরের নির্দেশিকা ও ছাত্র-ছাত্রীদের জন্য আপডেট

গরমের ছুটি বাড়ানো হয়েছে রাজ্যের সব স্তরের সরকারি ও সরকার পোষিত স্কুলের জন্য। তবে প্রাইভেট স্কুলগুলিতে, মুখ্যমন্ত্রী এই অনুরোধ জানিয়েছেন যদিও সম্পূর্ণ সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষ নেবে।

শিক্ষকদের মধ্যে ছিল উদ্বেগ, দীর্ঘ ছুটিতে সিলেবাস শেষ করা কঠিন হবে। বিশেষ উদ্বেগ ২০২৬ সালের Madhyamik ও Higher Secondary পরীক্ষার্থীদের নিয়ে। শেষ পর্যন্ত স্কুল খুলবে ২ জুন, যা কিছুটা স্বস্তির বার্তা শিক্ষকমহলে।

অবশ্যই দেখুন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড (Official Notification PDF Download)

গরমের ছুটি ও স্কুল খোলা সম্পর্কিত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি নিচের লিংকে PDF ডাউনলোড করে দেখে নিতে পারেন।

তথ্যলিঙ্ক
No.D.S.(Aca)/250/25 Date:08/05/25
From: D.S.(Aca.), WBBSE
Subject: Regarding Summer Vacation
Download PDF →
স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইটbanglarshiksha.gov.in

মিস করবেন না: AI Study Career Path: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা ও কেরিয়ার – সম্পূর্ণ গাইড! দেখে নিন

ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য ও তীব্র গরমের কথা মাথায় রেখে এই বছর আগেভাগে গরমের ছুটি শুরু হলেও অবশেষে ২ জুন স্কুল খোলার চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়েছে। প্রায় একমাসব্যাপী ছুটির পর এবার শিক্ষক ও পড়ুয়াদের প্রস্তুত হতে হবে নতুন উদ্যমে পঠনপাঠনের জন্য।

Tags: Summer Vacation 2025, School Reopen Date West Bengal, WB Govt School reopen Notice, গরমের ছুটি ২০২৫, পশ্চিমবঙ্গ স্কুল কবে খুলবে, School Education Department West Bengal.

Join Group

Telegram