Class 12 3rd Semester Exam Date 2025 | WBCHSE Class 12 3rd Semester Routine PDF: সংসদের তরফ থেকে ২০২৫ ২৬ তৃতীয় সেমিস্টার পরীক্ষার নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হলো, যদিও আগে প্রেস কনফারেন্স করে তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল। অফিসিয়াল রুটিন আমরা পিডিএফ হিসেবে শেয়ার করলাম, তার সঙ্গে রইল কিছু গুরুত্বপূর্ণ আপডেট!
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রুটিন: Class 12 3rd Semester Exam Routine 2025-26
২০২৫ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) চালু করেছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ এখন থেকে Class 12-এর ছাত্রছাত্রীদের বছরে দুইবার পরীক্ষা দিতে হবে – একবার 3rd Semester ও পরে 4th Semester।
পরীক্ষা শুরু হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে এবং চলবে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত, পরীক্ষার সময় সকাল ১০ টা থেকে ১১ঃ১৫ পর্যন্ত এবং OMR ভিত্তিক MCQ প্যাটার্নে পরীক্ষা হবে, ঠিক যেমনটা প্রথম সেমিস্টারে হয়েছিল।
তথ্য | বিস্তারিত |
---|---|
পরীক্ষা | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার (HS 3rd Semester 2025-26) |
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদ (WBCHSE) |
শুরুর তারিখ | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ |
শেষ তারিখ | ২২শে সেপ্টেম্বর, ২০২৫ |
Time Duration (সময়) | 10:00 am to 11:15 am (01 hour 15 minutes) |
পরীক্ষা প্যাটার্ন | OMR MCQ ভিত্তিক |
পরীক্ষা কেন্দ্র (Exam Center) | Away Center-এ হবে অর্থাৎ, বোর্ড নির্ধারিত অন্য কোনো স্কুল। |
WBCHSE Class 12 Semester 3 Routine 2026 PDF (Official)
নিচে অফিসিয়াল রুটিন এর বিষয়ভিত্তিক এবং ডেটভিত্তিক সমস্ত তথ্য দেওয়া হল বাংলাতে রুটিনটি আপনারা নিচের টেবিলে পেয়ে যাবেন।
Date | Day | Subjects |
---|---|---|
08/09/2025 | Monday | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi |
09/09/2025 | Tuesday | Health Care, #Automobile, #Organised Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, #Plumbing, #Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power, Banking Financial Service – VOCATIONAL SUBJECTS |
10/09/2025 | Wednesday | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
11/09/2025 | Thursday | Economics, Anthropology, Science of Well Being or Applied Artificial intelligence |
12/09/2025 | Friday | Physics, Nutrition, Education, Accountancy |
13/09/2025 | Saturday | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, Music, #Visual Arts, |
15/09/2025 | Monday | Statistics, Psychology, Commercial law and Preliminaries of Auditing, History |
16/09/2025 | Tuesday | Chemistry, Geography, Human Development and Resource Management, Business Studies |
18/09/2025 | Thursday | Philosophy |
19/09/2025 | Friday | Mathematics, Agriculture (AGRI), Joumalism and Mass Communication, Sanskrit, Persian, Arabic |
20/09/2025 | Saturday | Cyber Security, Artificial Intelligence, Data Science, Sociology |
22/09/2025 | Monday | Biological Science, Political Science, Costing and Taxation |
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন ২০২৬
তারিখ | বার | বিষয় |
---|---|---|
৮ সেপ্টেম্বর | সোমবার | প্রথম ভাষা (বাংলা ‘ক’) |
৯ সেপ্টেম্বর | মঙ্গলবার | বৃত্তিমূলক/ভোকেশনাল বিষয় |
১০ সেপ্টেম্বর | বুধবার | দ্বিতীয় ভাষা (ইংরেজি ‘খ’) |
১১ সেপ্টেম্বর | বৃহস্পতিবার | ইকোনমিক্স, অ্যানথ্রোপলজি, সায়েন্স অব ওয়েল বিইং, অ্যাপ্লায়েড এআই |
১২ সেপ্টেম্বর | শুক্রবার | ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি |
১৩ সেপ্টেম্বর | শনিবার | কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস |
১৫ সেপ্টেম্বর | সোমবার | স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং, ইতিহাস |
১৬ সেপ্টেম্বর | মঙ্গলবার | কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ |
১৮ সেপ্টেম্বর | বৃহস্পতিবার | ফিলোজফি |
১৯ সেপ্টেম্বর | শুক্রবার | ম্যাথামেটিক্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক |
২০ সেপ্টেম্বর | শনিবার | সাইবার সিকিওরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিওলজি |
২২ সেপ্টেম্বর | সোমবার | বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন |
অবশ্যই দেখবে: HS Semester Passing Marks Theory & Project/Practical: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পাশ নম্বর কত?
সংসদের অফিসিয়াল রুটিন: PDF Download
অফিসিয়াল রুটিন wbchse.wb.gov.in-এ প্রকাশিত হয়ে গেছে। পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) বিতরণ শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে।

পরীক্ষার রুটিন | ডাউনলোড |
---|---|
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার অফিসিয়াল রুটিন NO. L/PR/271/2025 DATE: 07/05/2025 WBCHSE HS Routine 2026 – Semester iii | Download PDF → |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 40 টাকা]
অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন।
আরো দেখুন: HS Semester OMR Sheet অফিসিয়াল PDF ডাউনলোড! পরীক্ষা দেওয়ার নিয়ম প্রকাশ করল উচ্চমাধ্যমিক সংসদ
Class 12 Semester 3 Exam 2025 নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই। সময়মতো প্রস্তুতি নিলে খুব ভালো ফল করা সম্ভব। বোর্ডের নতুন পদ্ধতি তোমাদের জন্য ভালো সুযোগ তৈরি করছে আগেভাগে প্রস্তুতির।
#Tags: class 12 3rd semester exam date, class 12 3rd semester, class 12 semester 3 exam date 2025, 3rd semester exam date 2025, wb class 12 3rd semester routine, class 12 3rd semester routine pdf.
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »