WB HS Result 2025 Check Online: উচ্চমাধ্যমিক রেজাল্ট 2025 আপডেট, এই লিংকে সবার আগে! দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal HS Result 2025 Official Link Website 2025 WBCHSE

আর মাত্র কয়েকটা ঘন্টা! তারপরেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (HS Exam 2025) ফলাফল ৭ই মে, ২০২৫ প্রকাশিত করবে। অন্যান্য বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। শেষ মুহূর্তে রেজাল্টের সমস্ত আপডেট, কিভাবে মোবাইলেই রেজাল্ট চেক করতে পারবেন? কবে মার্কশিট পাবেন সবকিছু দেখে নিন।

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2025! (WBCHSE HS Result 2025)

৭ই মে সকাল ১২:৩০ টায় বিদ্যাসাগর ভবন, সল্টলেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে অনলাইনে সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য রেজাল্ট দেখা যাবে বিকেল ২টা থেকে

এ বছর পরীক্ষাতে, রাজ্যজুড়ে মোট ২,০৮৯টি পরীক্ষা কেন্দ্রে সর্বক্ষণের নজরদারির জন্য স্থাপন করা হয়েছিল সিসিটিভি (CCTV) ক্যামেরা। প্রশ্নপত্র ও উত্তরপত্রে বিশেষ QR কোড এবং বার কোড। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ৫.০৯ লক্ষ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ২.৭৭ লক্ষ।

বিষয়তথ্য
রেজাল্ট প্রকাশের তারিখ৭ মে, ২০২৫ (বুধবার)
প্রকাশের সময়দুপুর ১২:৩০-এ প্রেস কনফারেন্স, বেলা ২:০০টা থেকে অনলাইনে (Online) দেখা যাবে
মোট পরীক্ষার্থী৫.০৯ লক্ষ
ছাত্রীর সংখ্যা২.৭৭ লক্ষ
পরীক্ষা কেন্দ্র সংখ্যা২,০৮৯টি কেন্দ্র (সবকটিতে ছিল CCTV ক্যামেরা)
নিরাপত্তা ব্যবস্থাQR কোডবার কোড সহ প্রশ্ন ও উত্তরপত্র
মার্কশিট বিতরণ৮ মে, ২০২৫ সকাল ১০টা থেকে, ওই দিনেই স্কুলে ছাত্রছাত্রীরা পাবে
রেজাল্ট দেখতে যা লাগবেরোল এবং নম্বর (Roll Number)
মোবাইল অ্যাপEduTips App – Google Play Store-এ পাবে, হোম পেজেই থাকবে রেজাল্ট ব্যানার

এসবের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে কঠোর পর্যবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে।

HS Result 2025 Check Official Website: কিভাবে অনলাইনে উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখবেন?

আপনারা নিচের যেকোনো লিঙ্ক থেকে রেজাল্ট দেখতে পারবেন, দুটি অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া রইল, তবে রেজাল্ট চেক এর সময় প্রচুর ছাত্র ছাত্রীদের একসাথে চেক করবে তাই সমস্যা হতে পারে। সে জন্য নিচে দেওয়া অন্যান্য লিংক এবং আমাদের অ্যাপ ব্যবহার করবেন:

অবশ্যই দেখবেন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

মাত্র কয়েক ক্লিকে EduTips অ্যাপে দেখে নাও রেজাল্ট!

এবছর EduTips অ্যাপ থেকে সরাসরি রেজাল্ট দেখা যাবে খুব সহজেই এবং কোনরকম সার্ভার সমস্যা হবে না!

  1. 📱 Google Play Store-এ গিয়ে সার্চ করো “EduTips App”, অ্যাপটি ইন্সটল করো
  2. অ্যাপ ওপেন করলেই হোমপেজে রেজাল্টের একটি বড় ব্যানার দেখতে পাবে
  3. ✅ “Check Now” বাটনে ক্লিক করো
  4. এরপর তোমার Roll Number বসাও, এবং “Check Result” বাটনে ক্লিক করলেই মুহূর্তেই স্ক্রিনে দেখতে পাবে তোমার ফলাফল

মোবাইলে মার্কশিট ডাউনলোড করার জন্য (HS Marksheet Download Online Mobile) “Download Marksheet” অপশনে ক্লিক করে মার্কশিট ডাউনলোড করুন।

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
HS রেজাল্ট অফিসিয়াল সমস্ত আপডেটHS Result’25 →
Edutips রেজাল্ট APPEduTips App

অবশ্যই দেখবে: HS Pass Scholarship – উচ্চমাধ্যমিক পাশের পর সমস্ত স্কলারশিপ

রেজাল্টের সমস্ত খুঁটিনাটি আপডেট এবং রেজাল্টের দিনেও সুপারফাস্ট লিংক সহ সমস্ত তথ্য আমরা ছাত্রছাত্রীদের শেয়ার করব, তার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর উচ্চমাধ্যমিক পরবর্তী সকল প্রকার ক্যারিয়ার গাইডেন্স পড়াশুনা পরীক্ষার সবকিছু আপডেট আমাদের মাধ্যমে পাবেন

Join Group

Telegram