পশ্চিমবঙ্গের পলিটেকনিক, আইটিআই, উচ্চ মাধ্যমিক ভোকেশনাল, অ্যাপ্রেন্টিস ও ট্রেনিং কোর্সের অনলাইন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত! West Bengal Polytechnic, ITI, HS Vocational, Apprenticeship & Short Term Training Admission Notification 2025.
রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর! পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং West Bengal State Council For Vocational Training (WBSCTVESD)-এর অধীনস্থ পলিটেকনিক (Polytechnic), আইটিআই (ITI), উচ্চমাধ্যমিক স্তরের বৃত্তিমূলক শাখা (HS Vocational) এবং স্বল্পমেয়াদী প্রশিক্ষণ (Short Term Training) কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত কিছু বিস্তারিত আজকের পোস্টে!
Westbengal Polytchic ITI Admission 2025: পলিটেকনিক ও আই টি আই ভর্তি শুরু
আগের বছর থেকেই পলিটেকনিক ভর্তির JEXPO এবং VOCLET দুটি পরীক্ষা আর হচ্ছে না, একেবারে কমন অনলাইন এডমিশন (Common Onlije Admission)-এর মাধ্যমে সরাসরি সরকারি পলিটেকনিক, আইটিআই ও অন্যান্য কোর্সের ভর্তি প্রক্রিয়া হচ্ছে।
১. পলিটেকনিক (Polytechnic): সরকারি, সরকার স্পন্সর্ড ও স্বনির্ভর (Self-financed) পলিটেকনিক ইনস্টিটিউটে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি (Engineering & Technology) বিষয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তি।
বিস্তারিত দেখুন: Polytechnic Course in West Bengal: পলিটেকনিক কোর্স কি? মাধ্যমিক পাশে জুনিয়র ইঞ্জিনিয়ার
২. আইটিআই (ITI): NCVET অনুমোদিত বিভিন্ন ট্রেডে ভর্তি।
৩. উচ্চ মাধ্যমিক স্তরে ভোকেশনাল (HS Vocational): রাজ্যের ১২৬৩টি উচ্চমাধ্যমিক স্কুলে এই কোর্স চালু আছে।
ভর্তি ও আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
কোর্স | অনলাইন আবেদন শুরু | অনলাইন আবেদন শেষ তারিখ |
---|---|---|
পলিটেকনিক | চলছে | ১০ জুন, ২০২৫ |
আইটিআই | চলছে | ১০ জুন, ২০২৫ |
উচ্চমাধ্যমিক (HS Vocational) | চলছে | ১০ জুন, ২০২৫ |
আবেদন ফি (Application Fee)
কোর্স | আবেদন ফি |
---|---|
পলিটেকনিক | ₹450/- (Kanyashree – ₹225/-) |
আইটিআই | ছেলেদের জন্য ₹200/- এবং মেয়েদের জন্য ₹100/- |
ভোকেশনাল ও অন্যান্য | বিনামূল্যে |
ITI, Polytechnic Admission যোগ্যতা (Eligibility Criteria)
পলিটেকনিক (Polytechnic)
১ম বর্ষে ভর্তি (1st Year): মাধ্যমিক/সমমান উত্তীর্ণ হতে হবে, এবং অবশ্যই বিজ্ঞান ও গণিত (Science & Mathematics) থাকতে হবে।
২য় বর্ষে ভর্তি (2nd Year Lateral Entry): ১০+২ উত্তীর্ণ বা ITI শেষ করে থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের যেকোনো একটি থাকতে হবে, যেমন অংক (Math), ফিজিক্স (Physics), কেমিস্ট্রি (Chemistry), কম্পিউটার সায়েন্স (Computer Science), বায়োলজি (Biology)।
আইটিআই (ITI): M গ্রুপ: মাধ্যমিক (Class 10) উত্তীর্ণ।
উচ্চমাধ্যমিক বৃত্তিমূলক (HS Vocational): মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান ও গণিত থাকা বাধ্যতামূলক।
আরো দেখুন: ITI Course Eligibility, Admission Westbengal: আইটিআই পড়ার সম্পূর্ণ তথ্য, ভর্তি ও কেরিয়ার দিক!
ভর্তি প্রক্রিয়া ও মেধা তালিকা (Admission & Merit List)
কোনরকম পরীক্ষা হবে না, সরাসরি অনলাইন পোর্টালে সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং তারপরে ভর্তি এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে সরাসরি কোর্সে পড়াশোনা শুরু করতে পারবে।
- শুধুমাত্র পলিটেকনিক ও আইটিআই-তে মেধার ভিত্তিতে ভর্তি হবে।
- ৫০% নম্বর যোগ্যতা পরীক্ষার (Qualifying Exam) ভিত্তিতে এবং ৫০% প্রাসঙ্গিক বিষয়ে (Relevant Subject) প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে।
- ২০% আসন সংরক্ষিত থাকবে ছাত্রীদের (Female Students) জন্য।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
ভর্তির জন্য ওয়েবসাইট | https://scvtwb.in |
অফিশিয়াল নোটিফিকেশন ভর্তি সংক্রান্ত | Download PDF → |
পলিটেকনিক ভর্তির বিস্তারিত নোটিফিকেশন | Download Brochure |
গুরুত্বপূর্ণ: ITI vs Polytechnic কোনটা করবে? কিসে সরকারি চাকরি সুযোগ বেশি? মাধ্যমিক পাশ হলে দেখে নাও
পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যারা টেকনিক্যাল এবং ভোকেশনাল শিক্ষার মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলতে চায়। আমাদের তরফ থেকে কোন সহায়তা বা গাইডেন্স প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করে নেবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »