WBJEE Admit Card 2025 @wbjeeb.nic.in: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) 2025 সালের পরীক্ষার এডমিট কার্ড প্রকাশ করল, 27শে এপ্রিল (রবিবার) দুটি পেপারে, এবং দুটি শিফটে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি স্নাতক কোর্সের ভর্তির জন্য OMR ভিত্তিক পরীক্ষা হবে।
17ই এপ্রিল থেকে পরীক্ষার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, ইতিমধ্যই প্রকাশ হয়ে গিয়েছে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কোন লিংক থেকে সরাসরি এডমিট কার্ড পাবে, তার পাশাপাশি পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন।
WBJEE Admit 2025 Download: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড
পরীক্ষার তারিখ | 27 April, 2025 (রবিবার) |
পরীক্ষার সময় | 1st Paper (Math): সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত; 2nd Paper (Physics + Chemistry): দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত |
যে সকল বিজ্ঞান বিভাগের পড়ুয়া WBJEE 2025-এর জন্য ফরম ফিলাপ করেছিলে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে:
- WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://wbjeeb.nic.in/wbjee/, সেখান থেকে CANDIDATE ACTIVITY BOARD-প্যানেলে চলে যেতে হবে (সুবিধার্থে সরাসরি ডাউনলোডের লিংক শেষে দেওয়া থাকবে)।
- Application Number এবং Date of Birth দিয়ে “Sign In” -এ ক্লিক করতে হবে।
- অ্যাডমিট কার্ডটি PDF ডাউনলোড করতে পারবেন এবং অবশ্যই প্রিন্ট আউট করে নেবে সঙ্গে দু কপি বাড়তি জেরক্স।
এডমিট কার্ডে কোন ভুল থাকলে কি করবে?
এডমিট কার্ড ডাউনলোড করার পর নামের বানান সহ অন্যান্য বিবরণ ঠিকভাবে দেখে নেবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার কেন্দ্র, সময়সূচী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকবে।
অ্যাডমিট কার্ডে কোন নামের বানান ভুল থেকে অন্যান্য কোন মিসটেক অ্যাডমিট কার্ড সম্পর্কে কোনও প্রশ্ন থাকলে, WBJEEB-এর হেল্পলাইনে Toll Free No: 1800-1234-782 (Extn. No-2) যোগাযোগ করুন
সরাসরি এডমিট কার্ড লিংক: WBJEE 2025 Admit | Direct Link |
অফিসিয়াল ওয়েবসাইট → | wbjeeb.nic.in/wbjee |
WBJEE Candidate Must Carry on Exam: পরীক্ষার দিন কি কি নিয়ে যেতে পারবে?
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা – The Candidate Must carry WBJEE 2025
- Admit Card Print Out: মুদ্রিত এডমিট কার্ড প্রিন্ট আউট অবশ্যই পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিতে হবে।
- Govt Photo ID Card: আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা স্কুলের আইডি কার্ড (মূল) সঙ্গে রাখতে হবে। এক্ষেত্রে তোমাকে অরজিনাল আইডি কার্ডটি সঙ্গে রাখতে হবে।
- Color Photo: অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করা রঙিন ছবির একটি কপি সঙ্গে রাখতে হবে।
সংগ্রহ করে নাও: WBJEE Last 10 Year Question Paper: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বিগত দশ বছরের প্রশ্নপত্র! PDF ডাউনলোড
পরীক্ষা কেন্দ্রে কি কি নিয়ে যাওয়া যাবে না? (Not Allowed)
Pen/Pencile: বাইরে থেকে কোনও কলম আনা যাবে না। পরীক্ষা হলে ওএমআর শিটের সঙ্গেই তোমায় পেন দেওয়া হবে। বোর্ড কর্তৃক প্রদত্ত কালো/নীল রঙের বলপেন ব্যবহার করতে হবে। অন্যথায়, পরীক্ষা বাতিল করা হবে।
কোনও লিখিত বা মুদ্রিত সামগ্রী, ক্যালকুলেটর, লগ টেবিল, রিস্টওয়াচ, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস ইত্যাদি যোগাযোগের যন্ত্র পরীক্ষা কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না।
নির্ধারিত সময়ের পর কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। সমস্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য শুভকামনা! EduTips বাংলা তোমাদের পাশে ছিল, সব সময় থাকবে।
পরীক্ষা চলাকালীন কি কি নিয়ম কানুন মানতে হবে, তার সঙ্গে কিভাবে পরীক্ষা কেন্দ্রের দুটো শিফটে পরীক্ষা হবে তার একটা বিস্তারিত গাইডলাইন্স তোমরা চাইলে পড়ে নিতে পারো –
Official Guidelines দেখে নাও: WBJEE Exam Rules: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার অফিসিয়াল গাইডলাইন দেখে নিন!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »