Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

Arpita Paul

Published on:

School Students Aadhar Update Mandatory Education Department

স্কুল শিক্ষার্থীদের জন্য আধার (Aadhaar) আপডেট বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, বিদ্যালয়ের শিক্ষা বিভাগ। শিক্ষার্থীরা যাতে সরকারি সুবিধা ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সে কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদেরও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে

স্কুল পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: সরকারের নতুন নির্দেশিকা

আজকের দিনে প্রত্যেক জায়গাতেই আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড বানানোর সময় ছাত্র-ছাত্রীদের নামের বানান ভুল, বাবা-মায়ের নামের বানান ভুল কিংবা জন্ম তারিখ ভুল থাকে

আবার অনেক ক্ষেত্রেই বায়োমেট্রিক আপডেট করা থাকে না, সেজন্য অনেক বড় জায়গায় সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। তবে এরপর সরকারের নির্দেশে ছাত্রছাত্রীদের স্কুল স্তরেই এই সমস্ত আধার কার্ড আপডেটের জন্য নির্দেশ দেওয়া হয়েছে (Banglar Shiksha)।

তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত সরকারি সুবিধাগুলোর (যেমন: কন্যাশ্রী, সবুজ সাথী, সরকারি স্কলারশিপ) জন্য আধার আবশ্যক। এছাড়া উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার (জয়েন্ট এন্ট্রান্স, NEET সর্বভারতীয় মেডিকেল, JEE, CUET) জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

অবশ্যই দেখবেন: স্কুলে শেখানো হবে স্পোকেন ইংলিশ, কোডিং, ভিজুয়াল আর্টস! পড়ুয়াদের উন্নতিতে এক গুচ্ছ নির্দেশ দিল পর্ষদ!

সরকারি নির্দেশিকা ও আপডেট প্রক্রিয়া

কোথায় আপডেট করা যাবে? – নিকটবর্তী আধার সেন্টার বা স্কুল নির্ধারিত ক্যাম্পে।
কোন কোন নথি প্রয়োজন? – পুরোনো আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর।

বয়স (Age)আপডেটের ধরন (Update Type)
৫ বছর+প্রথম বায়োমেট্রিক আপডেট
১৫ বছর+চূড়ান্ত বায়োমেট্রিক আপডেট

তবে আধার কার্ড সবকিছু ঠিক থাকলেও নির্ধারিত বয়সসীমা পেরোলেই বায়োমেট্রিক এবং ছবি আপডেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

📌 অভিভাবকদের উচিত সন্তানদের আধার আপডেট সম্পর্কে সচেতন থাকা।
📌 নির্দিষ্ট সময়ে স্কুল গুলি ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ডের তথ্য জমা নিয়ে সেগুলি অন্যান্য নথিভূক্তকরণের কাজ করতে পারে।

অবশ্যই দেখুন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ!

সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও স্কুল প্রশাসনের উচিত এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করা, যাতে প্রতিটি শিক্ষার্থী সরকারি সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যেতে পারে।

Join Group

Telegram