WB Madhyamik Result Date 2025: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2025 কবে? লেটেস্ট আপডেট দেখুন

Anjan Mahata

Updated on:

WBBSE Madhyamik Pariksha Result 2025 Date

Madhyamik Result 2025 Date West Bengal: পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল নিয়ে উৎকণ্ঠা তুঙ্গে। ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন, কবে প্রকাশ পাবে তাদের রেজাল্ট? সর্বশেষ আপডেট কি বলা হয়েছে তা তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

WBBSE Madhyamik Pariksha Result 2025 Date: মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে কি ঘোষণা করেছে পর্ষদ?

মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এখনো পর্যন্ত রেজাল্ট প্রকাশের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি (Madhyamik result 2025 date west Bengal)। পরীক্ষা শেষ হওয়া থেকে প্রায় তিন মাস সময় লাগে রেজাল্ট বের হতে

বিষয়তথ্য
পরীক্ষাপশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পরীক্ষা ২০২৫
আপডেটরেজাল্ট ও ফল প্রকাশ
আনুমানিক তারিখমে মাসের প্রথম সপ্তাহে
(1st Week of May): 02 May, 2025 (Announced)

লেটেস্ট আপডেট: Madhyamik Result 2025 Online: মাধ্যমিক রেজাল্ট ঘোষণা! কটা থেকে কোন লিংকে দেখা যাবে? [24 April]

গতকাল উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দ্বিতীয় সপ্তাহ নাগাদ আসতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ কিছু না জানালেও উচ্চ মাধ্যমিক সংসদের সূত্র মারফত সেটাই তোমরা নিশ্চিত হতে পারো

কিছু গুরুত্বপূর্ণ তথ্য (Important)

  • অফিসিয়াল ওয়েবসাইট https://wbbse.wb.gov.in/wbresults.nic.in -এ নিয়মিত চেক করুন। রেজাল্টের নোটিফিকেশন এবং সমস্ত আপডেট সবার আগে এখানেই প্রকাশ করা হবে।
  • বিশ্বস্ত সংবাদমাধ্যম এবং নিউজ পোর্টালকে ফলো করে থেকে আপডেট সংগ্রহ করুন।

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট নিয়ে আপডেট! (WBBSE Madhyamik Result 2025)

সভাপতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে খাতা মূল্যায়ন এবং নম্বর তোলা রেজাল্ট তৈরির জোড় কদমে চলছে। সমস্ত নম্বর অনলাইনে আপলোড হবে আগেরবারের মতো।

তাই মে মাসের প্রথম নাগাদ রেজাল্ট বেরোবে তবে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পাওয়া যাবে, তার পরবর্তীকালেই অফিশিয়ালভাবে ঘোষণা করে মাধ্যমিকের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে

মাধ্যমিক রেজাল্ট এর খুঁটিনাটি: Madhyamik Result 2025

বিশেষভাবে বলা প্রয়োজন ২০২৪ সালে EduTips-এর তরফ থেকে ছাত্রছাত্রীদের অনলাইনে রেজাল্ট দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল এবং প্রায় 40000 ছাত্র-ছাত্রী তাদের রেজাল্ট মোবাইল থেকে এডুটিপস পোর্টালে চেক করেছিল। এই বছরও আমরা চেষ্টা করব ছাত্র-ছাত্রীদের কাছে সেই সুবিধাটা পৌঁছে দিতে।

মিস করো না: Madhyamik Pass Scholarship: মাধ্যমিক পাশে স্কলারশিপ, নম্বর %, যোগ্যতা, টাকা!

আশা করি এই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে সাহায্য করবে, বাংলা শিক্ষা থেকে পড়াশোনার খবর সবার আগে শুধুমাত্র EduTips-বাংলাতে।

Join Group

Telegram