মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এটি সমস্ত পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এটি পরীক্ষার দিন সুশৃঙ্খল আচরণ বজায় রাখতে সাহায্য করবে। নিচে নির্দেশনাগুলি সংক্ষেপে তুলে ধরা হলো।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ গাইডলাইনস প্রকাশ
প্রত্যেক বছরের মত একই ধাঁচে WBBSE মাধ্যমিক পরীক্ষা হলেও, প্রশ্নপত্রে কিউআর কোড এবং সিরিয়াল নম্বর প্রযুক্তির ব্যবহার করা হবে, যা প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়াবে। কিছু নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং হবে।
কি কি নিয়ে যাওয়া যাবে?
- অরিজিনাল এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড: পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য এই দুটি নথি বাধ্যতামূলক।
- প্রয়োজনীয় লেখার সামগ্রী: পেন, পেন্সিল, স্কেল, জ্যামিতি বাক্স ইত্যাদি।
- জলের বোতল, রুমাল, লেখার কার্ডবোর্ড।
কি কি নিয়ে যাওয়া যাবে না?
মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস:
পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে তিন বছরের জন্য পরীক্ষায় নিষিদ্ধ করা হবে। ইলেকট্রনিক ঘড়ি, স্মার্টওয়াচ বা ক্যালকুলেটর কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
👇 উত্তরসহ মাধ্যমিকের নমুনা প্রশ্নের সাতটি বিষয়ের সেট! [মাত্র ২৫ টাকা]
পরীক্ষাকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়মাবলী:
- অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ।
- পরীক্ষার সময়কাল শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না।
- পরীক্ষার হলের বাইরে যাওয়ার অনুমতি থাকলেও গার্ডের উপস্থিতিতে তা হবে।
- পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স সিটে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর এবং স্বাক্ষর করতে হবে।

এই নির্দেশনাগুলি নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিন কোনো রকম সমস্যায় পড়তে হবে না। পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ, এই গাইডলাইনসগুলিকে গুরুত্ব দিয়ে মেনে চলুন। শুভেচ্ছা রইলো সমস্ত পরীক্ষার্থীদের জন্য।
| 🎯 টার্গেট মাধ্যমিক Success Mock Test ⭐ [All Subjects @49] |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




